বাঙালি অবহেলিত শিল্পীদের প্রতিভা ও দক্ষতা সত্যি কোনো দাম পেল না ।

in আমার বাংলা ব্লগ3 years ago
_DSC0097.JPG

Location:https://w3w.co/excavated.films.spectating

কলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি ।আজকে আমি বাঙালি শিল্পীদের কিছু অসাধারণ শিল্পকর্ম তুলে ধরবো আপনাদের সাথে ।আমি কয়েকটি ফোটোগ্রাফি শেয়ার করতে চলেছি ।এই ফটো গুলো আমি আমার শেষ দূর্গা পুজোর সময় তুলেছিলাম ।দূর্গা পুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব ।এটি একটি সার্বজনীন উৎসব ।সারা বছরে একটিই আমাদের প্রতীক্ষা তাকে সেটা হলো এই দুর্গাপূজা ।ছোটবেলা থেকে একটা আলাদা অনুভূতি ও শিহরণ জাগে দূর্গা পূজা কে কেন্দ্র করে ।সময়ের সাথে সাথে ভালো লাগায় ভাটা এসেছে তবে সেই অন্য রকম অনুভূতি টা এখনো আছে ।নিজের অজান্তেই এখনো অপেক্ষা করে থাকি বছরের ৫ টা দিনের জন্য ।গ্রামের পুজো আর শহরের পুজোর মধ্যে কিছু মৌলিক তফাৎ রয়েছে ।গ্রামের পুজোয় ন্যাচারাল বিষয়টা বেশি আর দেবীর প্রতি শ্রদ্ধা ও ভক্তি অনেকটা দৃশ্যমান ।কিন্তু শহরের পুজোয় ভক্তি কম আর উন্মাদনা অনেক বেশি ।



_DSC0094.JPG
Location:https://w3w.co/excavated.films.spectating
_DSC0095.JPG
Location:https://w3w.co/excavated.films.spectating
_DSC0096.JPG
Location:https://w3w.co/excavated.films.spectating

শহরের পুজোয় থিম ও প্যান্ডেল নিয়ে প্রত্যেকটি পুজো আয়োজিত হয় ।সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা দূর্গা পুজোর জন্য বিখ্যাত ।কলকাতার ক্লাব গুলো প্রচুর অর্থ খরচ করে এই পুজো আয়োজনে ।ইউনিক ইউনিক বিষয়ের উপর ক্লাব গুলো থিম করে পুজো করে ।লক্ষ লক্ষ মানুষের ঢল নামে এই সব থিম ভিত্তিক পুজো দর্শন করার জন্য ।

এই সব থিম ও প্যান্ডেলে শিল্পীরা তাদের শৈল্পিক মনের পরিচয় দেয় ।সেগুলো অনেক বেশি উচ্চ স্তরের ।এই গুলো পুজোর তাৎপর্য ও জমকালো ভাবটা অনেক বেশি বাড়িয়ে দেয় ।

_DSC0100.JPG
Location:https://w3w.co/excavated.films.spectating
_DSC0098.JPG
Location:https://w3w.co/excavated.films.spectating


smallamar.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP


Beauty of Creativity. Beauty in your mind.Take it out and let it go.Creativity and Hard working.Discord- https://discord.gg/RX86Cc4FnA

Sort:  
 3 years ago 

আমরা শুধু তাদের থেকে উপকার নিতে জানি কিন্তু তাদের কদর করতে জানিনা।

 3 years ago 

সেটাই।আমাদের এই সংকীর্ণতার দূর করা উচিত।ধন্যবাদ।

 3 years ago 

শিল্পকার্যের ভাস্কর্যগুলি দারুণ।সত্যি, করোনা পরিস্থিতিতে আনন্দ-উৎসব বাদ থাকায় শিল্পদেরই বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।কারণ তারা তাদের শিল্পকর্ম এর উপর নির্ভরশীল।ধন্যবাদ দাদা ,সুন্দর বিষয় তুলে ধরার জন্য।

 3 years ago 

সঠিক বলেছ।করোনা এইসব দুঃস্থ মানুষদের বাঁচা অনেক কঠিন করে দিয়েছে।ধন্যবাদ।

 3 years ago 

সত্যিই বন্ধু খাঁটি কথা বলেছো। বড় পরিচিতি মূলক থিমের পূজা গুলোই যেমন লাখো মানুষের ভিড় হচ্ছে। সেই থিম গুলোও পুরস্কার পেয়ে মূল্যায়ন হচ্ছে সকলের সম্মুখে। কিন্তু অনেক ছোট্ট ছোট্ট পেন্ডেলে শিল্পী যে নিপুনতার সাথেও তাদের মনের মাধুরী মিশিয়ে তাদের কারুকাজ অনেক যত্নে বানান। সেটা মূল্যায়ন দূরে থাক। প্রচুর মানুষের লোক চক্ষুর সম্মুখে আসে না। এমনকি তুলে ধরার প্রতিটি কারো আগ্রহ নেই। অনেক ধন্যবাদ ।সকল স্তরের শিল্পীদের মূল্যায়ন এর পাশাপাশি কঠিন বাস্তব চিত্র তুলে ধরার জন্য।

 3 years ago 

তোমার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত।শুভেচ্ছা নিও।

 3 years ago 

অনেক সুন্দর উপস্থাপন করেছেন দাদা। সত্যি বাঙ্গালী শিল্পীদের প্রতিভার কেন মূল‍্যায়ন নেই। এর জন্য আমরাও কিছুটা দায়ী আছি। হইত কোনো সময় আমরা তাদেরকে সঠিক মূল‍্যায়ন করতে পারি নাই।

 3 years ago 

আমাদের আরো বিবেকবান হতে হবে এই সব শিল্পীদের প্রতি।ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন দাদা।

nice feed

[WhereIn Android] (http://www.wherein.io)

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে লিখা গুলো 🥰

 3 years ago 

ধন্যবাদ।।

 3 years ago 

ঠিক বলেছেন দাদা। আসলে আমাদের আশেপাশে অনেক শিল্পী রয়েছে যাদের কাজের মান অনেক অনেক ভালো। বিশেষ বিশেষ করে আমাদের গ্রামীণ সমাজে বা আমাদের আশেপাশে যেসব লোক একটা নির্দিষ্ট কাজ করে থাকেন সেই নির্দিষ্ট কাজে তারা খুবই দক্ষ হন সেটা নকশা, ডিজাইন কিংবা আকা আকি যা-ই হোক না কেন। আর এই কাজগুলো অনেক উচু লেভেলের হয় কারণ তারা অনেক দিন এই কাজগুলো করতে করতে খুবই দক্ষ হয়ে ওঠেন এবং শিল্পের ছোঁয়ায় এই কাজগুলোকে ফুটিতে তুলেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করেছেন।

 3 years ago 

আমাদের আশপাশের শিল্পী দের আমরা সুযোগ না দিয়ে বাইরে থেকে লোক ডেকে নিয়ে আসি।এটা খুবই দুঃখজনক।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমাদের আশেপাশের শিল্পীরা যারা একটা নির্দিষ্ট কাজ একটা দীর্ঘ সময় ধরে করছেন তাদের কাজের দক্ষতা অনেক অনেক ভালো দাদা সেটা যেকোন ক্ষেত্রে হোক।

 3 years ago 

এর জন্য কি আমরা নিজেরা দায়ী নই? কারন আমরা শুরু হতেই নিজেদের কার্যাবলী এবং শিল্পকে বাদ দিয়ে শুধু বিদেশী জিনিষ ও পন্যের প্রতি বেশী ছুটেছি।

শৈল্পীক দৃশ্যগুলো সত্যি অসাধারণ কৃর্তি। ধন্যবাদ

 3 years ago 

আমরা সহজ ও রেডিমেড জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়েছি।এটা আমাদের আস্তে আস্তে বিদেশি পণ্যের উপর নির্ভরশীল করে তুলছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এসব শিল্পীরা অসাধারণ প্রতিভার অধিকারী, ছবিগুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক শুভেচ্ছা নেবেন।

 3 years ago 

"শহরের পুজোয় ভক্তি কম আর উন্মাদনা অনেক বেশি ।" বাস্তব কথা। তবে ছবি গুলো কিন্তু অনেক সুন্দর তুলেছেন। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 96560.41
ETH 3644.15
USDT 1.00
SBD 3.81