বলি -নতুন বাংলা ওয়েব সিরিজ ।।রিভিউ ।।

in আমার বাংলা ব্লগ3 years ago

Screenshot_20211210-012333.jpg

Taken SS from Hoichoi OTT

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার পোস্ট লেখা।

বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করবো।এটা আপনারা ওয়েব সিরিজের এক প্রকার রিভিউ ও মনে করতে পারেন।বর্তমান সময়ে OTT প্লাটফর্ম গুলো দর্শক দের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে।বিশেষ করে যুবক বয়সী মানুষের কাছে এই মিডিয়া মাধ্যমের জনপ্রিয়তা তুঙ্গে।তবে সব বয়সের মানুষেরা এই ওয়েব সিরিজ গুলো দেখতে খুব পসন্দ করেন।আমি নিজেও খুব পসন্দ করি ওয়েব সিরিজ দেখতে।তবে সময়ের সল্পতার জন্য তেমন একটা দেখার সুযোগ হয়না।

বন্ধুরা আজকে আমি ওপার বাংলার কলাকুশলীদের দ্বারা তৈরি ওয়েব সিরিজ "বলি" নিয়ে আলোচনা করবো।

Screenshot_20211210-012357.jpg

Taken SS from Hoichoi OTT

কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

পরিচালক : শঙ্খ দাসগুপ্ত

অভিনয়: চঞ্চল চৌধুরী,
সালাউদ্দিন লাভলু
লুৎফর রহমান জর্জ,
সোহেল মন্ডল,
সোহানা সাবা,
সাফা কবির,
মৌসুমী মৌ,
জিয়াউল হক পলাশ প্রমুখ।

কাহিনী সংক্ষেপ ও সমালোচনা

ছেড়াদিয়া একটি বন্দর পার্শ্ববর্তী দ্বীপ।এই ছেড়াদিয়া কে কেন্দ্র করেই এই গল্পের কাহিনী এগিয়ে গেছে।এই কোম্পানির রেষারেষি এই গল্পের উত্তেজনা কে তেমন একটা বাড়িয়ে দিতে পারে নি।তবে চঞ্চল চৌধুরীর নিজেকে সোহরাব কোম্পানি হিসেবে এক অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে গিয়ে ও ঠিক ধরে রাখতে পারেননি।এটা হয়তো গল্পের মন্থর প্রবাহ এবং উদ্বেগের একটা অভাব।

Screenshot_20211210-012459.jpg

Taken SS from Hoichoi OTT

এই ছেড়াদিয়া দ্বীপের শেষ কথা সোহরাব কোম্পানি।সোহরাব নিজে কিছু নীতি নিয়ে চললে ও তার চাচাতো ভাই এবং ভাইপো নীতিহীন ভাবে ক্ষমতার অপব্যবহার করে চলে এই ছেড়াদিয়া দ্বীপে।এই কাহিনীতে শুড়িবাড়ি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।শুড়ি বাড়ির আনারকলি ও হঠাৎ আগত এক অজানা যুবক শান্ত ছেড়াদিয়াকে অশান্ত করে বলে।এই অতীত ভুলে যাওয়া যুবকের চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল।তকদীর এ তার অনবদ্য অভিনয় আমাদের সবার মন কেড়ে নিয়েছিল।

এই একটা প্রত্যাশা ছিলো চঞ্চল চৌধুরী ও সোহল মন্ডল কে নিয়ে এই " বলি" গল্পে।তবে সেই প্রত্যাশা কতটা পূরণ হলো সেটা আমি এখন বলতে চাইনা।তবে আপনারা এই সিরিজটি দেখলেই বুঝতে পারবেন।

তবে "ব্যাচেলর পয়েন্ট" এর কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ এই সিরিজে নিজের সেরা অভিনয়টা দিয়েছেন।এই সিরিজে আমরা নতুন ভাবে পেয়েছি সালাউদ্দিন লাভলু ভাইকে।তিনি এই গল্পের শেষ ব্যক্তি যিনি ছেড়াদিয়া শাসন করবেন।সোহরাব কোম্পানি ও সালাউদ্দিন এর কোম্পানি নিজেদের মধ্যে সংঘাত করে ছেড়াদিয়ার আধিপত্য নিয়ে।সোহরাব নিজের মুঠোয় ছেড়াদিয়াকে রাখে কারণ তার মাথার উপর হাত রয়েছে তার স্ত্রীর বড় ভাইয়ের।যিনি কিনা এক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব।

Screenshot_20211210-012419.jpg

Taken SS from Hoichoi OTT

এই গল্পে একটা টুইস্ট আছে।সেটা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন।রুস্তম চরিত্রে সোহেল মন্ডল যথেষ্ট ভালো অভিনয় করার চেষ্টা করেছেন।হুজুরের মেয়ের চরিত্রে সাফা করিম ও ভালোই অভিনয় করেছেন।গল্পের শেষে সোহরাব ও রুস্তমের ডুয়াল এর কি পরিণতি?জানতে হলে দেখতে হবে "বলি"।

কিছু কথায় আমার অভিমত

প্রত্যেকটি চরিত্রে অভিনেতা ও অভিনেত্রী গণ যথেষ্ট ভালো অভিনয় করেছেন।তবে গল্পের কাহিনীর গতি মন্তর এবং চূড়ান্ত কোনো উদ্বেগ নেই।দুটি টুইস্ট আছে এই গল্পে তবে তা ঠিক ভাবে নাটকীয় উপায়ে উন্মোচন হয়নি।তবে ক্যামেরা কালার গ্রিড ভিএফএক্স খুবই ভালো ছিলো।সময় কাটানোর জন্য এই ওয়েব সিরিজটি খারাপ না।

Screenshot_20211210-012438.jpg

Taken SS from Hoichoi OTT

রেটিং

আমি নিজে ব্যক্তিগতভাবে এই ওয়েব সিরিজ টিকে ১০ এ ৬.৫ দেবো।


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  
 3 years ago 

ব্যাক্তিগত রেটিং দেখে মনে হলো খুব একটা ভালোও হয়নি। তবে একেবারে যে দেখার অযোগ্য তাও মনে হয়নি।দেখতে হবে একবার।

 3 years ago 

মুভিটি দেখা হয়নি ।তবে আপনার বর্ননা দেখে মনে হচ্ছে ভালোই হবে দেখতে ।কিছু পড়ে দেখে বুজেছি ।আর কিছু দেখে মজাটা নিবো ।ধন্যবাদ ভাই ।

Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

এই সিরিজের টেলার দেখেই যেকোনো কারো ভালো লেগে যাবে। এতো সুন্দর টেলার সাধারনত চোখেই পড়েনা।অন্যান্য সিরিজ থেকে এটা আমার কাছে আলাদা মনে হয়েছে। এই সিরিজ ২-১ দিনের মধ্যে দেখবো ইনশাআল্লাহ

 3 years ago 

ভাই অসাধারণ মুভি রিভিউ করেছেন। সত্যি অনেক সুন্দর লাগলো দেখে। আমি মুভি বেশিটা দেখি না কিন্তু তুমি যে ভাবে সাজিয়ে লিখেছো সত্যি অসাধারণ সময় পেলে মুভিটা দেখার চেষ্টা করব।

 3 years ago 

বলির ট্রেলার দেখে আমার খুবই ভালো লেগেছে। ট্রেইলারটি আমি অনেকবার দেখেছি। এই মুভিটা দেখার জন্য অপেক্ষায় রয়েছি। আপনি খুবই সুন্দরভাবে আজকের রিভিউ করলেন আরো বেশি ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

দাদা কালই আমার সামনে এই ওয়েব সিরিজ টির ট্রেলার পরেছিল। আমি এটা দেখেই আন্দাজ করেছিলাম যে অনেক সুন্দর একটা মুভি হবে। এখন দেখছি আপনি অনেক সুন্দর ভাবে বিস্তারিত বলেছেন। তবে আশা করি সময় পেলে অবশ্যই মিস করবো না।
তবে দাদা আপনি কিন্তু অসাধারণ ভাবে পোস্ট টি লিখেছেন। পড়ে অনেক আইডিয়া পেলাম।

 3 years ago 

দাদা নতুন বাংলা ওয়েব সিরিজ রিভিউ পড়ে আমার খুবই ভালো লেগেছে। রিভিউটি পড়ে মুভিটি দেখার প্রতি খুবই আগ্রহ হচ্ছে আমার
আগামী দু-একদিনের মধ্যেই মুভিটি দেখার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ভালো লাগলো রিভিউ পড়ে, সত্যি কথা লিখেছেন ওয়েব সিরিজ যারা বানায় তারা টুইস্ট তৈরি করে তবে মান খুব ধরে রাখা নিয়ে চিন্তিত না। একটা বিষয় ভালো সবাই ভালো অভিনয় করেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62663.38
ETH 2445.34
USDT 1.00
SBD 2.67