আমার কবিতার খাতা থেকে :নতুন বলে কিছু নেই

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

তোর ইচ্ছে আর আমার এলোমেলো স্বভাব

স্রোতস্বিনীর বুকে ভাসিয়ে দেওয়া প্রথম ভালোলাগা
তোর হঠাৎ অভিমান ফুরিয়ে যাওয়া রং
আবার পূর্ণিমা আসে আবার দুজনে রাত জাগা।
আমার লাটাই ছেড়ে বহুদূরে উড়ছে লাল ঘুড়ি
সুতো দিয়ে পাঠিয়ে দিলাম সছিদ্র বেগুনী খামে
কারণ তোর ইচ্ছেরা ওখানে জড়ো হয় বিকেলে
সন্ধ্যা হলে চিঠি ফেরত আসে আরো অন্ধকার নামে।

image.png

Image


বছরের শেষ দিনগুলো আরো বেশি প্রভাতফেরী

আমি বের হয়ে যাই একাকী তারপর মুষ্টিমেয় কজন
চলে কিছুক্ষন উদ্দেশ্যহীন মাতালের মতো চলন
একটু চেষ্টা তবে শেষে কাকেদের নিষ্ফল আলোড়ন।

নতুন বলে কিছু নেই এই দুনিয়ার খাতায়

কেবল কাটাকাটি খেলা এই পড়ন্ত বেলায়।


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

smallamar.png


Beauty of Creativity. Beauty in your mind.Take it out and let it go.Creativity and Hard working.Discord- https://discord.gg/RX86Cc4FnA

Sort:  
 3 years ago 

কবিতাটির গভীরতা অনেক।যেটা কারো জন্য নিবিড় প্রতিক্ষাকে বোঝায় আবার প্রতিক্ষার ফলস্বরূপ ব্যর্থ প্রয়াসে একাকী সময় কাটে পুরোনো দিনগুলির মতোই।ধন্যবাদ দাদা।

 3 years ago 

অনেক অনেক শুভকামনা।।

কবিতা আমি খুব একটা ভালো বুঝি না। তারপর ও এটা বুঝতে পারছি আপনার লেখাটা ভালো হয়েছে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে তাই আমার প্রাপ্তি।ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

নতুন বলে কিছু নেই এই দুনিয়ার খাতায়
কেবল কাটাকাটি খেলা এই পড়ন্ত বেলায়।

কবিতাটা পড়ে অনেক ভালো লাগলো দাদা।প্রত্যেকটি কথাই অসাধারণ ছিল।

 3 years ago 

আপনাকে অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।।

 3 years ago 

জি দাদা

 3 years ago 

সেই একই কথা বলবো দাদা, অসাধারণভাবে সমাপ্তি টেনেছেন, সত্যি নতুন বলে কিছুই নেই। দারুন লিখেছেন আজও, ধন্যবাদ।

 3 years ago 

আর ধন্যবাদ দেবো না।সর্বদা পাশে থাকবেন এই প্রত্যাশাই রাখি।

আপনি বেশ ভালোই রসালো কবিতা লেখেন।

 3 years ago 

হে হে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 100655.07
ETH 3634.89
SBD 2.47