একদিন সন্ধ্যায় কলকাতায় ।।২৪ সেপ্টেম্বর ২০২২।।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20220919_175522.jpg

হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি আপনাদের একটি সন্ধ্যাবেলায় কাটানো মুহূর্ত ভাগ করে নিতে চলেছি।কিছুদিন আগে হঠাৎ স্বাগতা বললো শাড়ি কিনতে যাবে তাই সাথে আমাকেই যেতে হবে।আমি বললাম আমি তো শাড়ির কিছুই বুঝিনি না তুমি অন্য কাউকে নিয়ে যাও।কিন্তু ও বললো তোমার কিছুই বোঝার দরকার নেই শুধু সাথে দেখো তাহলেই হবে।তাই দুজনে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম।

IMG-20220924-WA0000.jpg

আমাদের গন্তব্য গড়িয়াহাট এর কনিস্ক শাড়ির দোকান।আমরা ওখানে গিয়ে খুব সহজেই কনিস্ক শাড়ির দোকানটি খুঁজে পেলাম।সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে শাড়ি দেখতে শুরু করলাম।কিন্তু কিছুক্ষণ পরেই বেরিয়ে এলাম।কারণ শাড়ির প্রত্যেকটির দাম ২২০০০ থেকে ৫০০০০ টাকার মধ্যে।কিন্তু দামের তুলনায় শাড়ি গুলো তেমন একটা ভালো ছিলো না দেখতে।ওখান দিয়ে বেরিয়ে পাশে দেখলাম আরেকটি শাড়ির মল নাম শ্রীনিকেতন।স্বাগতা ওটাতেই ঢুকতে চাইলো।কারণ ও কখনো শ্রীনিকেতন থেকে কেনাকাটা করে না।তাই একটু নতুনত্বের জন্য ঢুকলো।

IMG-20220924-WA0001.jpg

IMG-20220924-WA0003.jpg

অনেক দেখার পর দুটো শাড়ি পসন্দ করলো ও।শাড়ি দুটো আসলেই খুব সুন্দর ছিলো।এরপর আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল।তাই ভাবলাম কিছু খাওয়া দরকার।আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল,সেটা স্বাগতা কে বললেই ও রয়েল বিরিয়ানি তে যেতে চাইলো।কারণ ওটা খুবই ভালো বিরিয়ানি করে।ওখানে গিয়ে রেস্টুরেন্ট এর পরিবেশ দেখে আমার বেশ ভালোই লাগলো।

IMG_20220919_203549__01.jpg

IMG_20220919_204616.jpg

এরপর আমাদের খাবার অর্ডার করার পালা।আমি কোনোদিনই রেস্টুরেন্টে কি খাবার অর্ডার করবো বুঝতে পারি না তাই স্বাগতাই খাবার অর্ডার করে।অবশ্যই দাদা সাথে বেরোলে দাদা আর স্বাগতা মিলেই খাবার অর্ডার করে।বৌদি আর আমি শুধু খাওয়ায় অংশগ্রহণ করি।আর টিনটিন বাবু কোল্ড ড্রিংকস এই খুশি।

IMG_20220919_203443.jpg

IMG_20220919_202134.jpg

IMG_20220919_202119.jpg

IMG_20220919_200032.jpg

IMG_20220919_200013.jpg

IMG_20220919_175533.jpg

IMG-20220924-WA0004.jpg

যাই হোক আমরা চিকেন টেংরী কাবাব ,চিকেন বিরিয়ানি ,রুমালি রুটি,চিকেন টেংরী কাবাব মাশালা ও একটি মাশালা কোল্ড ড্রিংকস অর্ডার করলাম।কিছুক্ষণ পরেই খাবার চলে এলো।চিকেন টেংরী কাবাব খেতে দারুণ ছিলো।বিরিয়ানি টাও ভালো ছিলো।চিকেন টেংরী কাবাব মাশালা ও ভীষণ ভালো ছিলো।

এরপর আমরা একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে বাড়ি ফিরে এলাম।সবাই ভালো থাকবেন।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 3 years ago 

দাদা পুজোর শপিং চলছে আর বৌদি শাড়ি কিনবে আপনি না গেলে চলে! তাইতো বৌদি আপনাকে নিয়ে গেল শাড়ি কিনতে। সুন্দর সময় র্কাটানোর
মুহুর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

দাদা একটা সুন্দর সন্ধ্যা কাটিয়েছেন। শাড়ি কিনতে গিয়ে অনেক সুন্দর সময় উপভোগ করেছেন। আর দাদা খাবার গুলোও কিন্তু লোভনীয় ছিলো। আপনার সুন্দর সময় গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রিয় মানুষটিকে সাথে নিয়ে যদি শাড়ি কিনতে যাওয়া হয় তাহলে বেশ ভালই লাগে। তাই তো আপু আপনাকে সাথে নিয়ে গেছেন। আপনি এবং আপু মিলে শাড়ি কিনেছেন এবং অনেক খাবার খেয়েছেন দেখে ভালো লাগলো। রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করা সত্যি অনেক ঝামেলার কাজ দাদা। সেই দায়িত্বটি যখন আপু পালন করে তাহলে তো কোন ঝামেলাই নেই।

 3 years ago 

সব ছেলেরা শাড়ির কিছুই বুঝে না,শুধু পাশে থাকলেই হয়।😜😜হা হা।টিনটিনের মত আমার ছেলেও কোল্ড ড্রিংকস পেলেই খুশি।খাবারের অর্ডার সম্পর্কে আমি নিজেও কম বুঝি।খাবারের ছবি গুলো বেশ লোভনীয়।শাড়ি দুইটা কি কেনা হয়েছিলো? দাদা।যাই হোক সব মিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

দাদা সবে তো শুরু। দিদির সঙ্গে থাকতে থাকতে ঠিকই পছন্দ করা শিখে যাবেন। তখন নিজেই পছন্দ করে দিদির জন্য শাড়ি কিনে নিয়ে যাবেন। খুব ভালো করেছেন প্রথম দোকান থেকে বের হয়ে এসে। একটা শাড়ির দাম এত ভাবা যায়। প্রথম যে খাবারের ছবিটি দিয়েছেন সেটি কি খাবার? দেখে মনে হচ্ছে খুবই মজাদার খাবার ছিল। যাইহোক অনেক ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে।

 3 years ago 

ছেলেদের জন্য শাড়ি কেনাটা আমার কাছে মনে হয় অনেক কঠিন একটা কাজ।আর সেটা যদি প্রিয় মানুষের জন্য হয় তাহলে তো আরও কঠিন কাজ।কেনাকাটা করতে গিয়ে খুব সুন্দর খাবার খেয়েছেন।খাবার গুলো অনেক লোভনীয়। পিংক কালারের ড্রেসে স্বাগতা দিদি কে অনেক সুন্দর লাগছে।খুব ভালো থাকবেন দাদা।

 3 years ago 

বেশ ভালো মিলেছে তাহলে।দুজন অর্ডারের কাজে, দুজন খাওয়ার কাজে আর একজন কোল্ডড্রিংক্স এই খুশি,মজা পেলাম পড়ে।🤪

 3 years ago 

পরিবারের সদস্যজনদের নিয়ে মার্কেট করার একটা আলাদা মুহূর্ত। দেখে খুবই ভালো লাগলো দাদা। পূজা উপলক্ষে একসঙ্গে মার্কেট করা এটি তো পূজার আনন্দ। পূজা উপলক্ষে একে অপরকে নতুন বস্ত্র প্রদান অথবা কেনাকাটা সহযোগিতা করা। আপনাদের সকলের জন্য শুভকামনা সহ শারদীয় শুভেচ্ছা রইল।

 3 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনারা দুজন একত্রে শাড়ি কেনার জন্য বের হয়েছেন। তবে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে শাড়ির এত দাম। যাইহোক দুজনে মিলে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেদিন দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের সুন্দর মুহূর্ত দেখতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল দাদা দুজনের জন্যই।

 3 years ago 

হঠাৎ সন্ধ্যাবেলায় ঘুরাঘুরি সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো দাদা। তবে প্রিয় মানুষটির সাথে কিছু সময় কাটালে সেটা স্মৃতি হয়ে থেকে যায়। ঠিক তেমনিভাবে দাদা আপনি আপনার প্রিয় মানুষটার সাথে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন। সুন্দর সময় কাটানো পাশাপাশি‌ ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 113026.90
ETH 4371.56
SBD 0.86