আমার আজকের ইফতারের মূহূর্ত।১৫%বেনিফিসারী@ shy-fox, abb-school.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

|পহেলা বৈশাখ|১৪২৯ বঙ্গাব্দ|১৪ই এপ্রিল| ২০২২ খ্রিস্টাব্দ|

আসসালামু আলাইকুম /আদাব।

20220414_203740.jpg

প্রিয় কমিউনিটির সদস্য, আশা করি আপনারা সকলেই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভাল আছেন ।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম আমার আজকের ইফতারের কিছু মুহূর্ত শেয়ার করার জন্য। আমি কর্মব্যস্ততার কারণে আমার পরিবার থেকে দূরে থাকি। তাই পরিবারের সাথে একসাথে ইফতার করার সুযোগ খুব কমই হয় ।তবে যদি কোনো এক দিন বন্ধ থাকে সেই সুযোগটা আর মিস করিনা। সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করি। যেহেতু আজকে পহেলা বৈশাখ ছিল সেই সুবাদে আমাদের অফিস আজ বন্ধ ছিল তাই গতকাল রাতেই আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। মা যেহেতু বাড়িতে একা থাকে তাই তেমন একটা ইফতারের আয়োজন করে না কিন্তু আমি যেদিন বাড়িতে যাই সেদিন ঘটা করে ইফতারের আয়োজন করার চেষ্টা করে। তারই ফলশ্রুতিতে আজকে আমার জন্য এই ইফতারের আয়োজন করেছে আমার মা। আজকের ইফতারের মেনু তে বেশ কয়েক রকমের ফল ছিল সেই সাথে ছিল ডালের বড়া, বেগুনি, আলুর চপ ছোলা ভুনা ইত্যাদি। ফলের মধ্যে রসালো ফল বললেই আমরা চিনি ফেলবো সেটি আর কোন ফল নয় সেটি হল সেটি হল তরমুজ, আপেল মালটা কমলালেবু খেজুর ইত্যাদি ছিল।

ফলের শরবত দিকে আসা যাক, এক্ষেত্রে আমার মা লেবু এবং কমলালেবুর সংমিশ্রণে শরবত তৈরি করেছিল। রোজার শেষে শরবত খেলে সকল ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়।

20220414_182029.jpg

20220414_182036.jpg

তরমুজ যেটা আমাদের কাছে রসালো ফল নামেই বেশি পরিচিত। এই ফলটি ইফতারের সময় ইফতারের মেনু তে থাকলে আমাদের সারাদিনের যে পানির ঘাটতি থাকে সেটা অনেকটাই মিটে যায়।

20220414_180839.jpg

এ পর্যায়ে ইফতারের মেনু তে ছিল মালটা আপেল এবং খেজুর। খেজুরের একটু বিশেষভাবেই বলতে হয় কারণ আমরা সকলেই ইফতারের সময় খেজুর খেয়ে থাকি ।

20220414_180823.jpg

এ পর্যায়ে ছিল আলুর চপ, বেগুনি এবং ডালের বড়া সেই সাথে ছিল ছোলা ভুনা।

20220414_181759.jpg

20220414_182004.jpg

DeviceSamsung galaxy A-12
Photographer@ biplob ali

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif
@biplop ali.

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 2 years ago 

আপনার আজকের ইফতার মুহূর্তে দারুন কিছু আইটেম দেখতে পেলাম। ইফতার মুহূর্তেই এ ধরনের খাবার সবাই উপভোগ করে থাকে। আমাদের সাথে আপনার ইফতারের সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অনেক কিছু দিয়ে দেখছি ইফতার করছেন।বিভিন্ন রকমের ফল।আর শরবত টা মনে হচ্ছে বেশ ভালো হয়েছে।সব মিলিয়ে ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার আজকের ইফতারের মূহূর্ত অনেক সুন্দর ছিলো দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন
ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago (edited)

উপস্থাপনা সুন্দর ছিলো।এগিয়ে যান সামনের দিকে,দোয়া রইলো।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ইফতারের মুহুর্তটা অনেক জাঁকজমক দেখে বোঝা যাচ্ছে। আসলে ইফতারের খাবার গুলো দেখে খুবই ভালো লাগলো। সকল খাবারের আয়োজন আপনি করেছিলেন। শুভকামনা রইল ও সুস্থতা কামনা করছি।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

বিভিন্ন ধরনের আইটেম দেখতেছি সব ধরনের ফলমূল এবং সঙ্গে শরবত মোটে খুব লোভনীয় ছিল এত সুন্দর ইফতারি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ইফতারে আমাদের ফল বেশি খাওয়া উচিত। আপনার ইফতার আইটেমগুলো দেখে অনেক ভালো লাগল। বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার ইফতারের মূহুর্তটা শেয়ার করে নেওয়ার জন্য।।।

 2 years ago 

তারে বেশি ফল খেলে শরীর ভালো থাকে।

 2 years ago 

আপনার ইফতার পার্টির মূহুর্ত অনেক সুন্দর ছিলো, অনেক প্রোকারে আইটেম ছিলো ভাইয়া, সত্যি অসাধারণ একটি মূহুর্ত অতিবাহিত করেছেন, শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার ইফতারের অনেক কিছু পরিবেশন দেখতে পেলাম। সচরাচর এ ধরনের খাবার আমরা প্রায় দিনই ইফতারে খেয়ে থাকি।। আপনার ইফতারের মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাতা সবসময় স্পেশালি হয়। বাচ্চাদের জন্য সবরকম চেষ্টা করে। আর ইফতারের এই মুহূর্তগুলো খুবই ভালো লাগে। খুবই খুবই মজার মজার খাবারের ছবি আপনি শেয়ার করেছেন প্রতিটি খাবারই দেখে মনে হচ্ছে অনেক লোভনীয় ।খুবই ভালো লাগলো আপনার ইফতারের মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন সেটা পড়ে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58625.96
ETH 3101.66
USDT 1.00
SBD 2.41