লেভেল ওয়ান হতে আমার অর্জন by @biplopali.১০% বেনিফিসারী @shy -fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি রইল

আসসালামু আলাইকুম/আদাব, প্রিয় কমিটির সদস্য আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আমিও ভাল আছি আপনাদের দোয়ায় । আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব abb- school স্কুল হতে অর্জিত জ্ঞান। একই সাথে আমি আমার @ abb-school সম্মানীয় প্রফেসরদেরকে ধন্যবাদ জানাই।

20220228_135732.jpg

স্পামিং :

স্পামিং হচ্ছে কাউকে একই বিষয়ে বারবার বিরক্ত করা অথবা কোন ব্যক্তি কিছু না চাওয়া সত্ত্বেও তার কাছে কিছু পাঠানো। যেমন কোন ব্যক্তি কে ইমেইলের মাধ্যমে বিভিন্ন প্রকার ইমেইল করা কিন্তু সেই ব্যক্তি এই ইমেইলের মাধ্যমে বিরক্ত হচ্ছে সুতরাং এটি এক ধরনের স্পামিং।

স্পামিং কে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়।
• প্রথমত:

কোন কিছুকে ভাগ করে করে পোস্ট করা। যেমন কোনো স্থানে ঘুরতে গেলাম সেখানে গিয়ে যে ছবিগুলো তুললাম সেটাকে ঘুরিয়ে পেচিয়ে বারবার পোস্ট করা।

•দ্বিতীয়তঃ

কোন ব্যক্তি কে বারবার মেনশন করা এটা এক ধরনের স্পামিং। কেননা বারবার মেনশনেদ ধারা ওই ব্যক্তি বিরক্ত বোধ করে।

•তৃতীয়তঃ

কমেন্টের মাধ্যমে কাউকে স্পামিং করা। যেমন কোন ব্যক্তি একটি পোস্ট করল সেই পোষ্টটি সম্পূর্ণরূপে না পড়ে আমি গতানুগতিক কিছু কমেন্ট করে দিলাম। যেমন খুব ভালো হয়েছে এটা এক ধরনের স্পামিং । এছাড়াও ধন্যবাদ, শুভকামনা রইল, ইত্যাদিকে স্প্যামিংয়ের আওতায় ধরা হয়। অথবা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কারো কমেন্টের রিপ্লাই না দেওয়া এক ধরনের স্পামিং।

তবে আমি একটি পোষ্ট করলাম সেই পোস্টে অন্য কেউ কমেন্ট করল সেই কমেন্ট রিপ্লাই এর ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত শব্দগুলো ব্যবহার করতে পারব।

•চতুর্থত

ট্যাগ এর মাধ্যমে স্পামিং করা। পোষ্টের সাথে মিল না রেখে যে ধরনের ট্যাগ ব্যবহার করা হয় তাকেই বলা হয় ট্যাগ এর মাধ্যমে স্পামিং করা। যেমন আপনি কোথাও ভ্রমণ করতে গিয়েছে সেই সম্পর্কে যদি পোস্ট করেন তাহলে ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে travelling ,tour ইত্যাদি ।

ফটো কঁপিরাইট সম্পর্কে আমার ধারণা

ফটো কঁপিরাইট সম্পর্কে আমার ধারনা হল যদি আমরা কখনো কোন লেখালেখিকরি তখন সেই লেখার সাথে মিল রেখে কিছু ছবি এড করার প্রয়োজন হয় তাহলে আমরা বিভিন্ন যে ফ্রী ইমেজ সাইড গুলো আছে সেখান থেকে ছবি এনে এড করতে পারবো। তবে আমরা যে সাইড থেকে ছবিগুলো আনবো সেই সাইটের সোর্সের লিংক উল্লেখ করতে হবে।

20220228_135916.jpg

তিনটি ফ্রী ইমেজ ওয়েবসাইটের নাম

১-Pixabay.com
২-www.pixels.com
৩-www.freeimages.com

পোস্ট করার সময় ট্যাগ ব্যবহারের নিয়ম

পোস্ট এর ক্ষেত্রে আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটি একটি কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় এই কী-ওয়ার্ড ধরে পোষ্টটি খুঁজে বের করা হয়। যেমন ধরুন আমি ড্রইং সম্পর্কে একটি পোস্ট করলাম , সেই ক্ষেত্রে ট্যাগ হিসেবে ব্যবহার করব drawing। যদি আমরা আমাদের পোস্টের সাথে মিল রেখে কোন ট্যাগ খুঁজে না পায় তাহলে ট্যাগ ব্যবহার না করলেও কোন অসুবিধা নেই । তবে আমাদেরকে দুটি ট্যাগ সম্বন্ধে ধারণা রাখতে হবে। একটি হল NSFW এই ট্যাগটি কোন একটি প্রাণী হত্যা করা হলো বা কোন একটি দুর্ঘটনার দৃশ্য ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করব। এছাড়া ও সেক্সুয়াল কোন কনটেন্ট শেয়ার করলে ব্যবহার করব ।তাছাড়া আমরা গরুর মাংসের রেসিপি তে এই ট্যাগটি ব্যবহার করব। আরেকটি ট্যাগ হলো steemexclusive এই ট্যাকটি সেই পোষ্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে পোস্টটি অন্য কোনো সোসিয়াল প্লাটফর্মে পোস্ট করা হয়নি শুধুমাত্র স্টিমেটে পোস্ট করা হয়েছে সেই ক্ষেত্রে স্টিমএক্সক্লুসিভ ট্যাগটি ব্যবহার করতে পারব। এবং যদি কোন কমিউনিটি থেকে কোন প্রতিযোগিতা আয়োজন করা হয় তবে সেই ক্ষেত্রে উল্লেখিত ট্যাগটি ব্যবহার করতে হবে ।কারণ এই ট্যাগ ধরেই পোষ্টটি খুঁজে বের করা হয়।

অ্যাবিউজ সম্পর্কে আমার ধারণা।

অ্যাবিউজ শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে অপব্যবহার। অর্থাৎ কোন একটি নিয়ম নীতির মধ্যে থেকে সেই নিয়মকে ভাঙ্গার জন্য যে অপপ্রচেষ্টা করা হয় সেটি হচ্ছে অ্যাবিউজ। আরেকটু সুন্দর করে বলতে গেলে বলা যায় স্টিমিটে যে নিয়ম নীতি আসে সেই নিয়মনীতি গুলোকে চ্যালেঞ্জ করাই হলো এক ধরনের অ্যাবিউজ।

পোস্ট করার সঠিক নিয়ম।

পোস্ট করার সময় যে বক্স থাকে সেই বক্সকে তিনটি অংশে ভাগ করা হয়।

১- প্রথম বক্সকে আমরা টাইটেল বক্স বলি এখানে আমরা সর্বোচ্চ 255 ক্যারেক্টার লিখতে পারবো।

২-দ্বিতীয় যে বক্সটি থাকে তাকে আমরা বলি ববি ।এই বডিতে সর্বোচ্চ আমরা 65536 ক্যারেক্টার লিখতে পারে আনুমানিক 65000 কিলোবাইট লিখতে পারি। এখানে যে ইমেজটি আমরা আপলোড করব সেটা 10 মেগাবাইটের নিচে হতে হবে এর বেশি হলে ছবি আপলোড হবে না।

৩-তৃতীয় যে বক্সটি থাকে তাকে আমরা ট্যাগ এর জন্য ব্যবহার করি ।এখানে ট্যাগ হিসেবে আমরা নিজের ব্লগের জন্য সর্বোচ্চ ৮টি ট্যাগ ব্যবহার করতে পারব ।এবং অন্য কোনো কমিউনিটিতে যদি পোস্ট করি সে ক্ষেত্রে সর্বোচ্চ ৭টি ট্যাগ ব্যবহার করতে পারব ।এর কারণ হলো একটি ট্যাগ অটোমেটিকভাবে কমিউনিটি ট্যাগ হিসাবে ব্যবহৃত হয়।

20220228_135907.jpg

কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট

ইনফ্রিণজমেন্ট শব্দের অর্থ হচ্ছে লংঘন করা। সুতরাং কঁপিরাইট ইনফ্রিণজমেন্ট এর শাব্দিক অর্থ হচ্ছে কপিরাইট আইন লংঘন করা। আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য কোন পোস্ট করলে সেই পোষ্টের যদি কোন সোর্স উল্লেখ না করা হয় তাহলে সেটি কপিরাইট আইন লংঘন করা হয় আর এই আইন কে বলা হয় কঁপিরাইট ইনফ্রিণজমেন্ট। কপিরাইট এর জন্য যে আইন তৈরি করা হয়েছে সেই আইনকে লঙ্ঘন করায় হচ্ছে কপিরাইট ইনফ্রিণজমেন্ট।

আমার বাংলা ব্লগ এ যে বিষয়ের উপর পোস্ট করা নিষিদ্ধ।

১-আমার বাংলা ব্লগে রাজনৈতিক এবং ধর্মীয় বিষয়ে কোন ধরনের পোস্ট করা যাবেনা ।
২-আমার বাংলা ব্লগে গরুর মাংস এবং শূকরের মাংসের রেসিপি পোস্ট করা যাবে না।
৩-এছাড়া কবুতর যেহেতু শান্তির প্রতীক এই কবুতরের রেসিপি শেয়ার করলেও কোন কিউরেশনে যাবে না।
৪-অন্য কোথাও কোনো পোস্ট করা হলে সেই পোস্টগুলা আমার বাংলা ব্লগে পোস্ট করা যাবে না শুধুমাত্র এক্সক্লুসিভ পোস্ট আমার বাংলা ব্লগে করতে হবে।

প্লাগারিজম

আমরা অনেক সময়ই প্লাগারিজমকে কপিরাইট এর সাথে মিলিয়ে ফেলি। লগারিদম হলো অন্য কারো লেখাকে নিজের লেখা বলে চালিয়ে দেওয়া অথবা অন্য কারো লেখা আংশিক পরিবর্তন করে নিজের লেখা বলে চালিয়ে দেওয়া এটাই হলো প্লাগারিজম। অন্য কারো লেখা যদি আমাদের কাছে ভালো লাগে তবে সে ক্ষেত্রে আমরা শতকরা শতকরা ৩০ শতাংশ তার লেখা নিতে পারবো বাকি ৭০ শতাংশ নিজের লেখা হতে হবে। তবে ৩০ শতাংশ হুবহু নেওয়া যাবেনা।

রি রাইট সম্পর্কে আমার ধারণা।

পূর্বে লেখা হয়েছে এমন কোন ঘটনা যদি আবার লেখা হয় তাকেই বলা হয় রি রাইট। যেমন মহাকাশ বিষয়ক কোন কিছু অথবা সামুদ্রিক বিষয়ক কোন কিছু নিয়ে যদি আপনি লিখতে চান তাহলে কয়েকটি ওয়েব সাইট থেকে যে তথ্যগুলো সংগ্রহ করেন তার আলোকে আপনি সেখানে লেখেন। তবে এ লেখার ক্ষেত্রে শতকরা 75 শতাংশ আপনার নিজের হতে হবে এবং বাকি 25% আপনি এই সকল সাইট থেকে নিতে পারবেন তবে আপনি যে সাইট থেকে তথ্যগুলো সংগ্রহ করবেন সেই সাইট এর লিঙ্ক দিতে হবে।

মাইক্রো পোস্ট

সাধারণত যে পোস্টে একটিমাত্র ছবি থাকে এবং 100 ওয়ার্ড এর নিচে হয় সেই পোস্টকে মাইক্রো পোস্ট বলে।

24 ঘন্টায় একজন ব্লগার যে কয়টি পোস্ট করতে পারে।

24 ঘন্টায় একজন ব্লগার আমার বাংলা ব্লগ এ সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারে।

Sort:  

আপনি লেবেল ১ থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন।আচতে আচতে আরে অনেক কিছুই শিখতে পারবেন এগিয়ে যান দোয়া রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনি লেভেল ওয়ান পরীক্ষায় আমার বাংলা ব্লগ এর বেসিক বিষয়গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সবমিলিয়ে আপনি পোস্ট টা অনেক গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি গোছানো পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার জন্য । দোয়া করি আপনি দ্রুত ভেরিফাইয়ের মেম্বার হয়ে যান ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 3 years ago 

লেভেল ওয়ানের' লিখিত পরীক্ষা দিয়েছেন দেখে ভাল লাগল, আমি এটাই বলব যেটা আপনি লিখেছেন সেটা যাতে আপনার মাথায় থাকে, কারণ শুধু লিখে গেলে হবেনা। কিছু জিনিস মাথায় রেখে দিতে হবে। কারণ ভবিষ্যতে আপনার কাজ করতে গেলে সেগুলো মাথা থেকে সাপ্লাই দিতে হবে।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

ক্লাসগুলো করলে অনেক কিছু শেখা যায়। আমি নিজেও অনেক কিছু শিখতে পেরেছি ক্লাসগুলো করে। এভাবে বাকি ক্লাসগুলো করে তাড়াতাড়ি ভেরিফাইড হয়ে যান। নতুন একটি সদস্যকে আপনাকে আমরা অনেক আনন্দিত। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

লেভেল ওয়ান হতে অনেক কিছু অর্জন করেছেন দেখছি লেভেল ওয়ানের' প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভালো পরীক্ষা দিয়েছেন ও বটে সামনের দিনগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল

 3 years ago 

আপনাকে ধন্যবাদ

 3 years ago 

কঁপিরা ইনফ্রিণজমেন্ট

এই বানানটি সংশোধন করুন। ফটো কঁপিরাইট বিষয়টি নিয়ে আপনাকে আরো একটু পড়তে হবে। বাদবাকি বিষয়গুলো মোটামুটি ভাবে উপস্থাপন করেছেন। আগামী শুক্রবার ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56677.48
ETH 2329.02
USDT 1.00
SBD 2.36