লেবেল -৩ হতে আমার অর্জিত জ্ঞান@biplopali।১০% বেনিফিশিয়ারি@shy-fox এবং ৫% বেনিফিশিয়ারি@abb-school.

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো আমার বাংলা ব্লগ@biplopali

আসসালামু আলাইকুম/আদাব।

প্রিয় কমিউনিটির সদস্য ,আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সকলেই ভাল আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি লেবেল-3 হতে অর্জিত জ্ঞান আপনাদের সামনে তুলে ধরব।
কিন্তু লেবেল-3 হতে অর্জিত জ্ঞান তুলে ধরার আগে abb-school এর সম্মানিত মডারেটরগণ এবং আমার বাংলা ব্লগ এর প্রত্যেকটি সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

20220321_134808.jpg

20220321_134805.jpg

• |লেবেল -৩ এর আলোচনার বিষয়গুলো নিচে তুলে ধরা হলো।|
|--|

১-মার্ক ডাউন।
২-কনটেন্ট।
৩- কিউরেশন

মার্কডাউন কাকে বলে।
আমরা আমাদের পোষ্টকে আকর্ষণীয় করে তোলার জন্য যে কোডগুলো ব্যবহার করি তাকে মার্ক ডাউন বলে।
মার্কডাউন কোড ব্যবহারের গুরুত্ব।

মার্কডাউন ব্যবহার করার ফলে আমাদের পোস্টটি সুন্দর ভাবে উপস্থাপন করা যায়। কোন একটি পোষ্টের হেডলাইন এবং গুরুত্বপূর্ণ অংশ তে আমরা আমার মার্কডাউনকোড ব্যবহার করি। যার ফলশ্রুতিতে পোস্টটি দেখতে সুন্দর হয় এবং যে কেউ সহজেই পোস্টটি গুরুত্বপূর্ণ অংশ বুঝতে পারে। একটি পোস্টে আমরা যত বেশি মার্কডাউন করব আমাদের পোস্টটি ততবেশি দৃষ্টি আকর্ষণীয় হবে। কোনো পোস্টকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য মার্ক ডাউনের গুরুত্ব অপরিসীম।

পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন নাঘটি একইভাবে দৃশ্যমান করে দেখানো যায়

১-প্রথমত যে মার্কডাউন এর কোড ব্যবহার করব সেটির আগে চারটি স্পেস ব্যবহার করে মার্কডাউন এর প্রতিফলন না ঘটিয়ে দৃশ্যমান করে দেখানো যায়।
২-(')apostrophe যেকোনো মার্কডাউনের আগে এবং পরে ব্যবহার করে দৃশ্যমান নাকরে দেখানো যায়।

নিচে মার্কডাউনের প্রয়োগ দেখানো হলো।
# হ্যাস চিহ্ন ব্যবহার করে বৃহত্তম হতে পর্যায়ক্রমে ক্ষুদ্রতম করার মার্কডাউন দেখানো হলো।

ইনপুট
(')# আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
(')# আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
(')## আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
(')### আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
(')#### আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
(')##### আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

আউটপুট

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
* স্টার চিহ্ন ব্যবহার করে ইটালিক, বোল্ড এবং ইতালিক ও বোল্ড করার মার্কডাউন দেখানো হলো।

ইনপুট

 *আমার সোনার বাংলা*

**আমার সোনার বাংলা**

 ***আমার সোনার বাংলা***

আউটপুট

আমার সোনার বাংলা
আমার সোনার বাংলা
আমার সোনার বাংলা

মার্ক ডাউন করার মধ্যে বোল্ড এবং ইতালিক করার মার্কডাউন দেখানো হলো।
 <p><div class="text-justify"><b>আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।।</div></b></p>

আউটপুট

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
টেবিল তৈরি করার পদ্ধতি।

ইনপুট

(')|user|post|steem power|
|--|--|--|

আউটপুট

-userpoststeem power
user0110500
user02201000
লেখাকে কিভাবে জাস্টিফাই করব

ইনপুট

   <div  class="text-justify">আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।</div>

আউটপুট

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
Hyperlink ( হাইপারলিঙ্ক )

প্রথমে [ ] থার্ড ব্রাকেটের মধ্যে সোর্স লিখতে হবে । পরবর্তীতে ()ফার্স্ট ব্রাকেট লিখতে হবে। এবং [] থার্ড ব্র্যাকেটে মধ্যে লিংকটি উল্লেখ করতে হবে।

ইনপুট

 [সোর্স](www.gogole.com)

আউটপুট

সোস

সাবস্ক্রিপ্ট ওসুপারস্ক্রিপ্ট টেক্সট ফরমেট।

ইনপুট

 <sub> আমার</sub>এবং<sup> বাংলা</sup>

আউটপুট

আমারএবং বাংলা

কোন লেখাকে মাঝখানে নেওয়ার নিয়ম

ইনপুট

    <center>আমার বাংলা ব্লগ</center>

আউটপুট

আমার বাংলা ব্লগ

ছবিকে ডানে-বামে নেওয়ার কোড

ছবি ডানে নেয়ার জন্যে।

    <div class="pull-right"> picture</div>

ছবি বামে নেয়ার জন্যে।

   <div class="pull-left"> Picture  </div>
কোন কনটেন্টের টপিক নির্বাচনে কোন বিষয়ের উপরবেশি গুরুত্ব দিতে হয়

কোন কনটেন্ট লিখতে গেলমাদের অবশ্যই
জ্ঞান, অভিজ্ঞতা এবং সৃজনশীলতার ওপর বেশি গুরুত্ব দিতে হবে।

কোন কনটেন্ট লিখতে গেলে সে বিষয়ের উপর জ্ঞান রাখতে হবে কেন

কোন কনটেন্ট লিখতে গেলে সে বিষয়ের ওপর আমাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা আবশ্যক। কারণ কোন কনটেন্ট এর উপর যদি আমাদের কোন জ্ঞান না থাকে তাহলে সেই কন্টেন্টে ভালো হবে না। সুতরাং একটি ভাল কনটেন্ট লিখতে হলে আমাদের অবশ্যই সেই কনটেন্ট এর উপর জ্ঞান থাকতে হবে। যেমন আমি যদি কোন সময় রেসিপি সম্বন্ধে লিখি তাহলে রেসিপি সম্বন্ধে আমার জ্ঞান থাকতে হবে।

ধরা যাক প্রতিটি স্টিমের মূল্য $0.5. আমি একটি পোস্টে$8 এ ভোট দিলাম। তাহলে আমি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবো ?

উত্তর:$4USD.

কিউরেশন রিওয়ার্ড বের করার সূত্র

১/২*✓ক(✓খ-✓গ)

ক=পোষ্টের মোট পে-আউট।
খ=ভোট দেওয়ার পর পে-আউট।
গ=ভোট দেওয়ার আগে পে-আউট।

সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাবার নিয়ম

১ -কোন পোস্টে 6 মিনিটের মাথায় ভোট দিতে হবে।
২-কোন পোষ্টের 6 দিন 12 ঘন্টা পরে ভোট দেওয়া যাবে না এর আগে ভোট দিতে হবে।
৩-তবে ভালো মানের কনটেন্ট যেমন আর্মি দাদা যেসব পোস্ট করে সেসব পোস্টে ছয় মিনিটের আগে আমরা ভোট দিলে কিউরেশন বেশি পাওয়া যাবে।
৪-যতদূর সম্ভব 6 মিনিট পর থেকে আগে আগে পোস্টে ভোট দিলে বেশি কিউরেশন রিওয়ার্ড পাওয়া যাবে।

heroismকে ডেলিগেশন করলে লাভ কি

আমাদের এসপির পরিমাণ যেহেতু কম আমাদের এই এসপি দিয়ে ভোট দিলে আমরা কাংখিত মানের কিউরেশন রিওয়ার্ড পাব না। কিন্তু এক্ষেত্রেheroismকে ডেলিগেশন করলে আমাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ ভোট দেবে এবং প্রতি সপ্তাহে আমাদের কে লিকুইড স্টিম দিয়ে দিবে। ফলে আমার সীমিত এসপি ব্যবহার করে আমি সর্বোচ্চ মুনাফা পাব।

@alsarzilsiam
@engrsayful

Sort:  
 3 years ago 

প্রথমে আপনাকে বলি আপনি হয়তো অন্যরা পরীক্ষা কিভাবে দিয়েছে সেটাও দেখেছেন তবে আপনি সব জায়গায় ছবি ব্যবহার করেছেন, যেটা গ্রহণযোগ্য নয়। এবং যে টেবিলটি আমরা তৈরী করতে বলেছি সেই টেবিলটি আপনি তৈরি করতে ব্যর্থ হয়েছেন। অনুগ্রহপূর্বক সবগুলো এডিট করবেন। আর যদি এডিট করতে ব্যর্থ হন তাহলে আপনাকে আবার ভাইভা দিতে হবে ধন্যবাদ।

 3 years ago 

স্যার আমি আমার পোস্টটি প এডিট করেছি এবং আপনার দিকনির্দেশনা মতন পোস্টটি করার জন্য চেষ্টা করেছি।

 3 years ago 

আপনি level3 থেকে যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন সেগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। আমি আপনার জন্য বলতে চাই পরবর্তী লেভেলের জন্য লেকচার শিট ফলো করুন তাহলে আপনার জন্য লেভেল পার করতে সুবিধা হবে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি level-3 থেকে খুবই ভালো কিছু শিক্ষা অর্জন করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক শুভকামনা রইল যেন আপনি পরবর্তী লেভেল গুলো এভাবেই পার করতে পারেন।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি নিশ্চয়ই level3 থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন। এই ক্লাসগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি নিজেও এই ক্লাসগুলো করে আজকের সফলতা পেয়েছি। আপনিও এইভাবে সবগুলো ক্লাস করে এগিয়ে আসুন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি সত্যি বলেছেন ক্লাস গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে আমাদের অজানা অনেক কিছুই জানতে পারি।

 3 years ago 

মোটামুটি সবকিছুই ঠিকঠাক মতো উপস্থাপন করেছেন।তবে আমার মনে হয় আপনার উপস্থাপনাটি আর একটু বেটার হতে পারত। যাই হোক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

লেভেল থ্রি খুবই গুরুত্বপুর্ণ একটি ক্লাস।এখানে মার্ক ডাউন এবং কিউরেশন রিওয়ার্ড সম্পর্কে আলোচনা করা হয়।বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

লেবেল-৩ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেভেল এখান থেকে এখান থেকে বেসিক কিছু শেখা যায়।

 3 years ago 

আপনি level3 থেকে অনেক কিছু শিখেছেন তা আপনার পোষ্টের মাধ্যমে বোঝা যাচ্ছে। আপনি খুব সুন্দর ভাবে level3 থেকে যা শিখেছেন তা আমাদের মাঝে উপস্থাপন করেছে। আশা করছি আপনি অনেক ভালো করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অর্জিত কোন কিছু হয়না বর্জিত এ কথা আমি সব সময় বলে থাকি।আপনার অর্জন আপনারই একটা সময়ে খুব কাজে আসবে। এজন্য প্রতিনিয়ত এবিবি স্কুলের ক্লাসগুলো করে নিজেকে পরিপূর্ণ করে তুলুন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমি এবিবি- স্কুল তথা আমার বাংলা ব্লগের কাছে চির কৃতজ্ঞ। কারণ এই ক্লাসগুলোর মাধ্যমে আমি আমার অনেক অজানা বিষয়গুলো জানতে পেরেছি। ফলে আমার পোষ্টের গুণগত মান বৃদ্ধি পেয়েছে।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম লেভেল ৩ ক্লাসটা আপনি খুব ভালোভাবে করেছেন এবং সবগুলো প্রশ্নের উত্তর খুব সঠিকভাবে দিয়েছেন। এভাবেই পরবর্তী ক্লাসগুলো সঠিক ভাবে করে লেভেল কমপ্লিট করার পর একজন ভালো ইউজার হয়ে উঠবেন এই প্রত্যাশা করি। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব ভালো লাগলো জেনে যে আপনি বাকি লেভেলগুলো পার হয়ে লেভেল৩ এর জন্য পরীক্ষা দিচ্ছেন। আপনি খুব সুন্দরভাবে লেভেল৩ এর অর্জনগুলো উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য আপনি যেন খুব দ্রুতই বাকি লেভেলগুলো পার হয়ে যেতে পারেন।

 3 years ago 

আমি দ্রুতই বাকি লেবেলগুলো পার হওয়ার চেষ্টা করব।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90226.35
ETH 3085.20
USDT 1.00
SBD 2.94