ঝাল ঝাল আনারস মাখার রেসিপি। ১০% বেনিফিসারি @shy-fox.

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম /আদাব।

20220701_175619.jpg

প্রিয় কমিউনিটির সদস্য আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও ভাল আছি আপনাদের দোয়ায। আমি বেশিরভাগ সময় আপনাদের সাথে শেয়ার করি আর্ট পোস্ট মাঝেমধ্যে আপনাদের সাথে শেয়ার করা হয় কিছু জেনারেল পোস্ট। কিন্তু আজকে আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করব। আসলে এই রেসিপিটি তৈরি করার জন্য আমার অফিসের এক মামা আমাকে পরামর্শ দিয়েছিল। আসলে সে বেশ কিছুদিন যাবত আমাকে অসুস্থ দেখছিল। তাই সে আমাকে জিজ্ঞেস করছিল মামা আপনার কি ।হয়েছে? তখন আমি তাকে বললাম জ্বর হয়েছে। কথাটা কথাটা শুনে মামা আমাকে বলল জ্বর কোন দিক দিয়ে আসে। কথাটা বেশ হাস্যকর লাগলো প্রথমদিকে আমার কাছে ।তাই আমি কিছুক্ষণ চুপ করে রইলাম পরবর্তীতে বললাম যে মাথার দিক দিয়ে জ্বর আসে। একেবারে বলতে পারেন আন্দাজেই ঢিল মেরেছি। তখন সে আমাকে পরামর্শ দিল আনারস কে মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে খেতে বলল। যাই হোক অফিস থেকে বের হয়ে দুটো আনারস কিনলাম সেই সাথে কিছু মরিচ ও কেনা হলো। কারণ আমি এখন বাসায় তেমন একটা রান্না করি না ।তাই বাইরে থেকে মরিচটাও কিনে আনলাম। পরবর্তীতে পরবর্তীতে মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে খেলাম ।আনারস খেতে খেতে এক পর্যায়ে জিহ্বার উপর থেকে মনে হল কিছু একটা সরে গেছে। যাই হোক এই আনারস খাওয়ে একটি ভালো ফল পেয়েছি। সেটা হল মুখের জ্বর হওয়ার ফলে মুখের যে রুচি চলে গিয়েছিল সেই রুচি আবার ফিরে পেয়েছি।

উপকরণ।
১-আনারস।
--
২-কাঁচামরিচ।
--
৩-লবণ পরিমাণ মত।
ইত্যাদি।

ধাপ-১

প্রথমে আনারসের পাতা গুলো কেটে একটি বাটির মধ্যে রাখি।

20220701_173122.jpg

ধাপ-২

এখন আনারসের খোসা গুলো কেটে আলাদা করে আনারসের মূল অংশকে একটি বাটির মধ্যে রাখা হলো।

20220701_173633.jpg

ধাপ-৩

এখন আনারস গুলোকে পিস পিস করে কেটে নেই।

20220701_174016.jpg

ধাপ-৪

এখন আনারস গুলোকে খাওয়ার মতন আকৃতিতে ছোট ছোট করে কেটে নেই।

20220701_174912.jpg

ধাপ-৫

এখন পরিমাণ মতো মরিচ এবং লবণ নিয়ে নেই।

20220701_174839.jpg

20220701_175011.jpg

ধাপ-৬

|এ পর্যায়ে মরিচগুলোকে ছোট ছোট করে কেটে আনারসের উপরে রাখা হলো সেই সাথে পরিমাণ মতো লবণ ও দেয়া হলো।|

20220701_175413.jpg

ধাপ-৭

এখন আনারস মরিচ এবং লবণ এর সংমিশ্রনে রেসিপিটি কে সুন্দরভাবে মাখানো হলো। এবং সেটি অবশেষে খাওয়ার উপযোগী হল ।সত্যি বলতে কি রেসিপিটি খেয়ে আমার মুখের যে অরুচি এসেছিল সেই অরুচিটা চলে গেছে। এখন মোটামুটি স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করতে পারছি। আশা করি এই আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর হলে যাদের মুখে রুচি চলে যায় তারা এই রেসিপিটি খেলে মুখের রুচি সহজেই ফিরে পেতে পারেন।

20220701_175619.jpg

20220701_175635.jpg

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81MBV8V2ZjfrL9YrpfnMNFgVsZfFcvfrQ9E3UbjVcm1qpFDt7QSsnEk78ZxZ4BLG2N4cjoQ1tTfTDFGa5wFKenDt.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 2 years ago 

ঝাল ঝাল আনারস মাখানো রেসিপি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। যেকোনো মাখান জিনিস খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে অনেক লোভনীয় লাগছে। মজা হয়েছে হয়তো অনেক। অনেক খেতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য । আপনার জন্য শুভকামনা ও শুভেচ্ছা রইল ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

লবন মরিচ দিয়ে আনারস মাখলে বেশ ভালই লাগছে। সুন্দর করে আপনি আনারস মাখা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেশের জিভে জল চলে আসলো। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গায়ে জ্বর থাকলে আনারস মাখা খেতে খুবই ভালো লাগে। কারণ আনারস যেমন টক মিষ্টি থাকে তেমন ঝাল লবণ দিয়ে মাখালে এটা খেতে অসম্ভব ভালো লাগে। আনারস মাখা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে ভাইয়া। আপনাকে ধন্যবাদ আনারস মাখা রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। ঝাল ঝাল করে আনার রেসিপি দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। এমনিতে যে কোন মাখার জিনিস আমার খুবই প্রিয়। সত্যি অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আনারস খেতে আমার কাছে বেশ ভালোই লাগে তবে পেঁয়াজ আর মরিচ দিয়ে কখনো আনারস মাখিয়ে খাওয়া হয়নি। পেঁয়াজ মরিষ্কৃত আনারস মাখিয়ে খাওয়া যায় সেটা আপনার এই পোস্ট দেখে বুঝতে পারলাম। যাইহোক নতুন একটি ধারণা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আনারস কাঁচা মরিচের আনারস মাখা দেখি জিব্বায় এসে গেল। মনে হচ্ছে কালকেই বাজার থেকে আনারস এনে আপনার মত করে বানিয়ে খাব। অনেক মজা লাগলো আপনার রেসিপি পোস্ট ফলো করে। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই মজাদার একটি ঝাল ঝাল আনারস মাখা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এইতো গতকাল সন্ধ্যে বেলায় রাস্তার পাশের দোকান থেকে এভাবে আনারস খেলাম খুবই ভালো লাগলো। আপনার এই রেসিপিটি দেখে আবার নতুন করে জিভে জল এসে গেল শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এভাবে ঝাল ঝাল অনারস খেতে ভালোই লাগে।বিশেষ করে জ্বর থেকে উঠলে রুচি ঠিক রাখার জন্য।দেখেই লোভ হচ্ছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার অফিসের সামনে ঝাল মিষ্টি টক এর সাথে আনারস মাখা পাওয়া যায়। মাঝেমধ্যেই খাওয়া হয় আপনার প্রস্তুত করা দেখে পুনরায় আবার খাওয়ার প্রতি অনেক লোভ হচ্ছে

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে আনারস আমার অনেক পছন্দের। এভাবে যদি ঝাল ঝাল আনারস মাখা খাওয়া যায় তাহলে খেতে খুব ভালো লাগে। আর এটা আসলে খেলে মুখে রুচি আসে আমার কাছে আসলে অনেক ভালো লাগে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61263.81
ETH 2676.81
USDT 1.00
SBD 2.59