নতুন অতিথিকে বরণ করার মুহূর্ত। ১৫ বেনিফিসারী@shy-fox, abb-school.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

|১৫ই বৈশাখ|১৪২৯ বঙ্গাব্দ|২৮শে এপ্রিল| ২০২২ খ্রিষ্টাব্দ|

আসসালামু আলাইকুম/ আদাব।

20220427_223452.jpg

G2YkItaVmiAlgoOvaNFAuDxwBYQ.jpg

প্রিয় কমিউনিটির সদস্য, আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভাল আছেন ।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঘরে নতুন অতিথি আসা উপলক্ষে যে কেনাকাটা করা হয়েছে সেই কেনাকাটার কিছু মুহূর্ত। আজকে অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। কারণ ছিল ছুটির ১০ মিনিট আগে একটা মেশিন হঠাৎ নষ্ট হয়ে গেল। তাই ভাবলাম হাতের কাজটা সেরেই যায় কারণ আজকে যদি না সেরে যায় তাহলে কালকে অনেক সময় লাগবে। তাই একটু সময় বেশি নিয়ে হলেও কাজটা সেরে এসেছি। গত কিছুদিন আগে একটি পোষ্টের মাধ্যমে জানিয়ে ছিলাম আমার ঘরে একজন রাজকন্যা এসেছে। কিন্তু ঘরে রাজকন্যা আসলে সেই রাজকন্যার জন্য কিছু আয়োজন করতে হয় সেই আয়োজনের মুহূর্তগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেদিন আমার রাজকন্যাকে নিয়ে বাড়িতে আসি সেই সময় একটি রিক্সায় করে তাদের সবাইকে বাড়িতে নিয়ে আসি। আমি আমার রাজকন্যাকে বাড়িতে রেখে তার জন্য কিছু কেনাকাটা করতে গেলাম। খুব তাড়াহুড়া করেই কেনাকাটা গুলো সারলাম। এর কারণ ছিল রাজকন্যাকে গোসল দিতে হবে পোশাক পড়াতে হবে ।এই কারনেই আমি একটু তাড়াহুড়া করে সকল শপিং শেষ করেছিলাম। ঘরে নতুন অতিথি এসেছে যদি কাউকে মিষ্টিমুখ না করায় তাহলে একটু অন্যরকম লাগে সেই থেকে সকলের জন্য মিষ্টি কিনে আনা এবং তাদেরকে মিষ্টিমুখ করানো। নিচে পর্যায়ক্রমে আমার রাজকন্যার জন্য যে আয়োজন করেছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। চলুন তাহলে রাজকন্যা জন্য আয়োজনের মুহূর্তগুলো দেখা যাক।

20220418_122802.jpg

20220418_123000.jpg

প্রথমেই আমার রাজকন্যার জন্য একটি বেড কিনলাম সেই সাথে ছিল দুটি কোলবালিশ' একটি বালিশ এবং একটি মশারি।

20220419_211807.jpg

20220419_211956.jpg

এই পর্যায়ে রাজকন্যার জন্য কিছু জামা কাপড় কেনার প্রয়োজন ছিল কারণ রাজকন্যাকে সকলে দেখতে আসবে। তাই তার জন্য কয়েক সেট জামা কাপড় কিনে আনা হলো। সবগুলোই ছিল ফ্রক এবং সেইসাথে একটি করে প্যান্ট।

20220419_211858.jpg
এই পর্যায়ে সাবান , সরিষার তেল, স্যাভলন রাজকন্যার জন্য কালো সুতা আনা হলো। সেই সাথে একটি বড় সাইজের ডিস আনা হল যাতে সহজেই গোসল করতে পারে।

20220420_134728.jpg
আমার মেয়েকে ঘরে আনা উপলক্ষে আমার মা তাকে স্বর্ণের চেইন গিফট করেছে। আমার মায়ের চোখ মুখ ছিল হাস্যজ্জল । এর কারণ ছিল আমাদের আগের জেনারেশন এ কোন মেয়ে ছিল না। শুধুমাত্র আমার একটি বোন আছে। আমার বাপ চাচা কারোরই কোন মেয়ে নেই তাই আমাদের পরিবারের সকলেই আমার রাজকন্যাকে পেয়ে অনেক খুশি ছিল।

20220418_194050.jpg

20220418_194039.jpg

20220418_185155.jpg

20220418_184616.jpg

20220418_184639.jpg

20220418_184549.jpg

20220418_184717.jpg

এর পরবর্তীতে শুরু হয় মিষ্টি খাওয়ানোর পর্ব। এ পর্যায়ে আমি আমার সাধ্যমত সকলকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করেছি। আমি বাজার থেকে প্রায় ১৫ কেজি মিষ্টি কিনে এনেছিলাম। আমাদের বাড়ির আশেপাশে যে সকল প্রতিবেশী ছিল সকলকে মিষ্টি খাওয়ানো হয়েছে। এছাড়া আত্মীয়-স্বজন যে যেখান থেকে এসেছে তাদেরকে মিষ্টিমুখ করানো হয়েছে। আমি আমার সাধ্যের মধ্যে সকলকে মিষ্টিমুখ করানোর চেষ্টা করেছি। আর সকলেই আপনারা দোয়া করবেন আমার রাজকন্যার জন্য।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

@biplopali

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD87wn9BXBXJFW8wurjm2tHP6GnSZsViXpLxMmvtUPsU42uYFAjt7FrEGWoTnd7...AzstAaubGFM2fYA5AYF19txzkeiujm7sqwkLserWoBQtMPpKBbofpqvzfKmG3z1aNTr6jdEghcxA9m4zYDiBF1kUiVYWDhkSSWVi4MttieQwaDQnEDLnk5kvs7.gif

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81MBV8V2ZjfrL9YrpfnMNFgVsZfFcvfrQ9E3UbjVcm1qpFDt7QSsnEk78ZxZ4BLG2N4cjoQ1tTfTDFGa5wFKenDt.png

Sort:  
 2 years ago 

নতুন অতিথিকে বরণ করার মুহূর্ত গুলো চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আপনার নতুন অতিথির জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নতুন অতিথিদের বরণ করার মুহূর্তের সময়টুকু আপনি খুবই চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আর নতুন অতিথির আগমনে মিষ্টির কোন বিকল্প নেই।আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অতিথি আপ্যায়ন তো ভালোই পারেন মনে হয়। খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর কার্যকলাপ দেখে। আশাকরি সময়টা খুব আনন্দদায়ক ছিল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63095.58
ETH 2475.10
USDT 1.00
SBD 2.64