ডিজিটাল আর্ট এর মাধ্যমে সুন্দর একটি সিংহের চিত্র অংকন।১০%বেনীফিসারী@shy-fox.

in আমার বাংলা ব্লগ2 years ago

|১১ আষাঢ় |১৪২৯ বঙ্গাব্দ| ২৬ই জুন| ২০২২ খ্রিষ্টাব্দ|

আসসালামু আলাইকুম/ আদাব।

p10.PNG

প্রিয় কমিউনিটির সদস্য আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভাল আছেন ।আমিও ভাল আছি আপনাদের দোয়ায়। আসলে ভালো থাকি বিধায় আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসতে পারি ।এজন্যই আমি মহান সৃষ্টিকর্তা কে ধন্যবাদ জানাই। আমরা সকলেই জানি এখন গ্রীষ্মকাল চলছে ।এই সময়ে কখনো বা বৃষ্টি হয় আবার কখনো বা প্রচন্ড রোদ্র হয় ।সবমিলিয়ে এক বিচিত্র আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা সকলেই পার করছি। বিশেষ করে এখন আম-কাঁঠালের একেবারে ভরা মৌসুম বলতে পারেন ।এ সময় গাছে গাছে আম পেকে রয়েছে অন্যদিকে কাঁঠালের ও একই অবস্থা। আসলে এত সব কিছু বলার একটাই কারণ আজকে আমি যে বাসায় থাকি সেই বাসায় একটি কাঁঠাল পেকে গিয়েছে। পরবর্তীতে আমাদের বাসার বাড়িওয়ালা আন্টি আমাকে কিছু কাঁঠালের কোষ খাওয়ার জন্য দিল। আসলে আমি কাঁঠাল তেমন একটা খাই না। কিন্তু তারপরেও আজকের এই কাঁঠালটি খেয়ে বেশ স্বস্তি পেয়েছি এবং আমার কাছে ভালো লেগেছে ।যাইহোক এখন মূল কথার দিকে আসা যাক ।আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করব। আশাকরি এই আর্ট টি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে ডিজিটাল আর্টি দেখা যাক।

ধাপ-১

এই ধাপে প্রথমে একটি সিংহের মুখের আকৃতি অঙ্কন করে নিয়েছি।

p3.PNG

ধাপ-২

চিত্র অঙ্কনের এই পর্যায়ে সিংহটির দুটি চোখ অঙ্কন করে নেই।

p4.PNG

ধাপ-৩

এই ধাপে সিংহের গালের অংশ ভালোভাবে অঙ্কন করে নেই।

p5.PNG

ধাপ-৪

এখন সিংহের মুখের চারপাশের চুলগুলা অঙ্কন করে নেই।

p6.PNG

ধাপ-৫

এখন সিংহটির একটি হাত অঙ্কন করে নেই।

p7.PNG

ধাপ-৬

এই ধাপে সিংহের কাদের কিছু অংশ অঙ্কন করে নেই।

p8.PNG

ধাপ-৭

এখন সিংহটির দুটি পা এবং পেটের অংশ অঙ্কন করি।

p9.PNG

ধাপ-৮

এখন সম্পূর্ণ চিত্র টি কে সুন্দর ভাবে কালার এডজাস্ট করার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হল। আশা করি আপনাদের চিত্রটি ভালো লাগবে।

p10.PNG

p1.PNG

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81MBV8V2ZjfrL9YrpfnMNFgVsZfFcvfrQ9E3UbjVcm1qpFDt7QSsnEk78ZxZ4BLG2N4cjoQ1tTfTDFGa5wFKenDt.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর করে সিংহের ডিজিটাল আর্ট অঙ্কন করেছেন আর বিশেষ করে সিংহের হাসিটা খুবই চমৎকার ছিল। আপনার ডিজিটাল আর্ট করার দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

ডিজিটাল আর্ট এর মাধ্যমে আপনি খুব সুন্দর একটি সিংহের চিত্র এঁকেছেন। একদম সুন্দর ভাবে সিংহটি সোজা ভাবে দাঁড়িয়ে আছে। সিংহের পুরা মুখমণ্ডল আমার অনেক ভালো লেগেছে। খুব সুন্দর কালার দিয়ে সম্পূর্ণ সিংহটি শুরু থেকে শেষ পর্যন্ত এঁকেছেন খুব পছন্দ হয়েছে আপনার চিত্রটি।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি খুব সুন্দর করে একটি ডিজিটাল চিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন।যা দেখতে ভীষণ ভালো লাগতেছে। সিংহটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সেই সাথে আপনার উপস্থাপনা মাশাল্লাহ অনেক ভাল ছিল। শুভ কামনা রইল আপনার জন্য ভাই।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কালারফুল একটি সিংহের ডিজিটাল আর্ট শেয়ার করেছেন আপনি। দেখতে খুবই সুন্দর লাগছে। কালার কম্বিনেশ বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ডিজিটাল আর্টের মাধ্যমে সুন্দর একটি সিংহের চিত্র অংকন করেছেন আপনি ভাইয়া। দিন দিন আপনার ডিজিটাল চিত্র অংকন গুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে ‌। সিংহটিকে দেখতে বাস্তব সিংহের মতো লাগছে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর চিত্র অংকন আমাদের দেখানোর জন্য। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ডিজিটাল আর্ট এর মাধ্যমে চমৎকার এবং কিউট একটি সিংহের চিত্র তুলে ধরেছেন ভাইয়া। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে ডিজিটাল আর্টের মাধ্যমে সিংহের চিত্র তুলে ধরে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ‌‌

 2 years ago 

এই সিংহের ডিজিটাল অংকনটি আমার অনেক ভালো লেগেছে। দেখে খুবই সুন্দর লাগছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করলেন। আসলে আপনার ডিজিটাল অংকন এর ধাপগুলো আমার ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনার আর্ট দেখে আপনার আর্টের ভক্ত হয়ে গেলাম। সত্যি ভাই অনেক সুন্দর এঁকেছেন। আপনার আর্টের জবাব নাই। ভালোবাসা অবিরাম ভাই।

 2 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে অনেক সুন্দর সিংহের চিত্র অংকন করেছেন। আসলে এ ধরনের পোস্ট করতে অনেক সময় লেগে যায় এবং অনেক অভিজ্ঞতা প্রয়োজন হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সিংহ ছানার খুবই সুন্দর কালারফুল এবং কিউট একটি চিত্র প্রস্তুত করেছেন কবি ভালো লাগলো দেখে ইচ্ছে করছে একটু আদর করে দিই সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60165.60
ETH 2421.15
USDT 1.00
SBD 2.44