জলরং ব্যবহারের মাধ্যমে সুন্দর একটি চিত্র অংকন। ১০% বেনিফিসারী@shy-fox.

in আমার বাংলা ব্লগ3 years ago

|২৩শে বৈশাখ|১৪২৯ বঙ্গাব্দ|৬ মে| ২০২২ খ্রিষ্টাব্দ|

আসসালামু আলাইকুম/ আদাব।

20220506_205143.jpg

প্রিয় কমিউনিটি সদস্য আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভাল আছেন ।আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি প্রতিদিনের মত আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটি আমার আর্ট নিয়ে। এই আটটি করার পূর্বে আমি ব্লাক দাদার একটি আট দেখেছিলাম ,যেখানে সে জল রঙের প্রয়োগ দেখিয়েছে। তার জলরঙের আর্ট টি দেখে আমি উদ্বুদ্ধ হয়েই আজকের এই আর্ট টি করেছি। আসলে এর আগে আমি আরো কয়েকটি জল রং দিয়ে চিত্র অঙ্কনের চেষ্টা করেছিলাম কিন্তু সেগুলো তে রঙের প্রয়োগ ভালোভাবে করতে পারেনি। বলতে পারেন একপ্রকার নষ্ট হয়ে গিয়েছিল। তাই আজকে আমি আবারও জলরঙের যোগের মাধ্যমে আমার চিত্রটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। চলুন তাহলে আজকে আমি জল রং এর মাধ্যমে যে চিত্র টি অঙ্কন করেছি তার অংকন প্রক্রিয়াটি দেখা যাক। আশাকরি চিত্রটি দেখে আপনাদের ভালো লাগবে।

20220506_185730.jpg

ধাপ-১

প্রথমে চিত্রটি অঙ্কন এর জন্য নাক এবং ঠোঁট অঙ্কন করি।

20220506_165522.jpg

ধাপ-২

এই ধাপে চিত্রটির চোখ অঙ্কন করি।

20220506_165700.jpg

ধাপ-৩

এখন চিত্রটির সামনের দিকে কিছু চুল অঙ্কন করি।

20220506_165902.jpg

20220506_170008.jpg

ধাপ-৪

এই ধাপে চিত্রটির সম্পূর্ণ চুলগুলো অঙ্কন করি এবং চুলের সাথে একটি খোপা অঙ্কন করি।

20220506_170312.jpg

ধাপ-৫

এখন চিত্রটির একটি হাত অঙ্কন করি যা সামনের দিকে বাড়ি আছে।

20220506_170518.jpg

ধাপ-৬

এখন ছোট্ট পরীর গায়ে একটি জামা অঙ্কন করি।

20220506_170923.jpg

ধাপ-৭

এই পর্যায়ে চিত্রটির দুটি পা অঙ্কন করি।

20220506_171132.jpg

ধাপ-৮

20220506_171409.jpg

ধাপ-৯

|এখন পরির পিছনে পাখনা অঙ্কন করি।

20220506_172249.jpg

20220506_172353.jpg

ধাপ-১০

|এই ধাপে সম্পূর্ণ চিত্র টি কে জলরং এর মাধ্যমে রং করে আপনাদের সামনে উপস্থাপন করা হলো।|

20220506_185502.jpg

20220506_185502.jpg

20220506_211009.jpg

আমি মোঃ বিপ্লব আলী শেখ। আমি পেশায় একজন চাকরিজীবী। আমি বাংলাদেশী এবং সব সময় নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি অবসর সময়ে লেখালেখি করতে এবং চিত্র অঙ্কন করতে পছন্দ করি।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

@biplopali.

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81MBV8V2ZjfrL9YrpfnMNFgVsZfFcvfrQ9E3UbjVcm1qpFDt7QSsnEk78ZxZ4BLG2N4cjoQ1tTfTDFGa5wFKenDt.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 3 years ago 

বাহ ভাই জল রং দিয়ে বেশ চমৎকার একটি চিত্র অংকন তৈরি করেছেন। আপনার ক্রিটিভিটি সত্যি অসাধারণ জল রং দিয়ে তৈরি করা আপনারা এই চিত্র অংকন টি দেখে অনেক মুগ্ধ হয়েছি। এছাড়াও মেয়েটিকে দেখতে বেশ মিষ্টি দেখাচ্ছিলো সবমিলিয়ে দারুন ছিল।

 3 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

একবার না পারিলে দেখো শতবার কথাটি সবারই জানা। আর এই জানা কথাটিকে আজ আপনি প্রমান করে ছাড়লেন সুন্দর একটি চিত্র অঙ্কন করে। জল রং ব্যবহারের মাধ্যমে আপনি খুবই সুন্দর একটি কিউট পরীর চিত্র অঙ্কন করতে সফল হয়েছেন। যদিওবা এর আগে আপনার চিত্রাংকন গুলো নষ্ট হয়ে গিয়েছিল তথাপি আজকের এই চিত্রাংকনটি অত্যন্ত চমৎকার হয়েছে। যতদিন যাবে ততো আপনার হাতের কাজ আরও নিখুঁত হবে বলে আশা করছি। খুবই কিউট একটি ছোট পরীর চিত্রাংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

জল রং ব্যবহার করে আপনি অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন। দেখতে দারুণ লাগছে আপনি প্রশংসার দাবিদার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এভাবেই সব সময় পাশে থাকতে চাই ভাই। ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জল রং ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার এই চিত্র অংকন অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে যেটা দেখে আমি সত্যিই রীতিমত মুগ্ধ হয়েছি। ভবিষ্যতেও আপনার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর অঙ্কন আশা করব । শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জল রং ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। খুবই ভালো লাগলো আপনার এই চিত্রাংকন দেখে। আপনি অনেক নিখুঁতভাবে এই চিত্রাঙ্কন টি করেছেন। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি জলরং ব্যবহারের মাধ্যমে চমৎকার একটি চিত্র অংকন করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সামান্য বাতাস হলে কিন্তু প্রজাপতি পরীর সর্বনাশ হয়ে যেত 🤣 আসলে আপনার সুন্দর দক্ষতা এ বিষয়ে। একাধিক জিনিস তৈরি করেছেন জল রং দিয়ে। একটি মেয়ে একটি ফুলের গাছ। সবমিলিয়ে দারুন আর্ট দক্ষতা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91017.04
ETH 3083.40
USDT 1.00
SBD 2.87