অবশেষে বৃষ্টির দেখা পেলাম।।

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (০৮/০৫/২০২৪) রোজ: বুধবার।

pexels-arianna-signorini-184758-586614.jpg

ছবিটিএখানথেকে নেওয়া হয়েছে

💞 শুভ রাত্রি 💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি।আমি @biplob89 প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি অবশেষে বৃষ্টির দেখা পেলাম।।(মেহেরপুরে জেলা)। প্রতিদিনের ন্যায় আজকে রাতের ঘুম খুবই ভালো হয়েছিল। কারণ অনেক দিন পরে বৃষ্টি হলো এতে করে আবহাওয়া টা ছিল একটু ঠান্ডা তাই ঘুম হয়েছে অনেক গভির। তাই আজকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল। আজকে আমার প্রাইভেট ছিল। তাই দ্রুত বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম। তারপর ঝটপট রেডি হয়ে বাসা থেকে বের হলাম। রাস্তায় এসে দ্রুত গাড়ি পেয়ে গেলাম তারপরে প্রাইভেটে রওনা দিলাম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

আজকে আমি আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি তা আপনারা ইতিপূর্বে টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। সত্যিই অনেক খুশি যে অনেকদিন পরে বৃষ্টির দেখা পেয়েছি। এইতো রমজানের কলিটা রোজা শেষ হওয়ার পর পর থেকেই গরমের যেমন আবহাওয়াটা ছিল তাতে জান জীবন বাঁচানোর বড় দায় হয়ে গিয়েছিল। এদিকে আবার বৃষ্টির জন্য সবাই যেন এক ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। এমনকি টিউবয়েলে মটারে কোথাও যেন পানি পাওয়া যাচ্ছিল না এতে খাল বিল শুকিয়ে গিয়েছিল। এতে করে মাটি ফেটে একদম চৌচির হয়ে গিয়েছিল সত্যিই এত গরম আমি এর আগে কখনো দেখিনি।

তবে গত দুদিন আগে আবহাওয়াবিদরা বলেছিল গত সোমবারে বৃষ্টি হওয়ার কথা এতে আকাশে মেঘের দেখা গিয়েছিল কিন্তু সেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা গিয়েছিল না।

অবশেষে আজকে রাতেই সেই বৃষ্টিতে মনটা একদম ভরে উঠলো। আজকে রাত যখন আমার ঘড়িতে একটা কুড়ি বাজে ঠিক ওই সময় আমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখি বাহিরে একটু বাতাস হচ্ছে। এরপরে রুম থেকে বের হয়ে এসে দেখি এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টি হচ্ছে সাথে আকাশে অনেক মেঘ সাথে বাতাসের ও প্রবল বেগ। এতদিন মানুষগুলো একদম এই পানের জন্য হাহাকারে কান্নাকাটিও করেছে। এমনকি আমার এলাকাসহ আশেপাশের সব জায়গায় এই বৃষ্টির জন্য এবাদত বন্দেগীও করা হয়েছে। এছাড়াও সব জায়গায় অনেক পদ্ধতিতে বৃষ্টির জন্য মানুষ ছোটাছুটি করেছে। কিন্তু এই বৃষ্টি দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। এ বৃষ্টি আমাদের কারো নিজের হাতের নয়। তবে যাই হোক অবশ্যই বৃষ্টির দেখাতে সত্যি খুবই ভালো লাগছে। আমি যখন ঘুম থেকে জেগে উঠি তখনই এমন আবহাওয়াটা দেখতে পেয়ে বুঝতে পারলাম আজকে রাতের ঘুমটা যাই হোক আরামছ হবে। এর পরেই দেখতে পেলাম অনেক জোরে বৃষ্টি হলো। এই বৃষ্টিতে সজীবতা যেন আবার তাদের নতুন জীবন ফিরে পেয়েছে সাথে আজকের সারাটা দিনের আবহাওয়া অনেক ঠান্ডা এতে খুবই ভালো লাগছে। এই বৃষ্টির জন্যই মানুষ একদম কাতর হয়ে গিয়েছিল। আজকের এই বৃষ্টিতে যেন আবহাওয়াটা একদম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এতে সবাই একটু শান্তি অনুভব করছে। শুধু তাই নয় খাল বিল নদী নালা আবারো পানিতে ভরে গিয়েছে। এতে করে সজীবতা তাদের প্রাণ ফিরে পেয়েছে এবং আজকে আমি লক্ষ্য করছি প্রতিটি গাছপালা দেখতে জানো এক অপরূপ সুন্দর লাগছে কারণ তারা তাদের সজীবতার আসল রূপ আবার ফিরে পেয়েছে।

আজকের মতো এখানেই শেষ করছি

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Sort:  
 3 months ago 

অবশেষে আমাদের জেলার মানুষ শক্তির বৃষ্টির দেহ এটা সত্যি মহা সৃষ্টিকর্তাকে বড় নিয়ামত। অনেক এলাকার মানুষ বৃষ্টি পাচ্ছিল কিন্তু আমরা সেই বৃষ্টির পাচ্ছিলাম না। কি হবার পরে পরিবেশটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে।

 3 months ago 

হমম ভাইয়া ঠিক বলেছেন ধন্যবাদ।

 3 months ago 

গতরাত্রে যেভাবে বৃষ্টি হওয়ার শুরু হয়েছিল ভেবেছিলাম হয়তো অধিক বৃষ্টি হবে। কিন্তু তারপরেও যতটা বৃষ্টি হয়েছে তাতে আমরা অনেক আনন্দ পেয়েছি। যাহোক বৃষ্টি হওয়ার সম্পর্কে তোমার অনুভূতির কথাগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

গঠনমূলক মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ স্যার।

 3 months ago 

আসলে বৃষ্টি হওয়াতে আমরা সবাই অনেক খুশি। আম্মু আজকে ফোন দিছিল এবং বলল আপনাদের ওদিকে নাকি আজকে অনেক ভারী বৃষ্টিপাত হয়েছে কথাটি শুনে খুব ভালো লাগলো । আসলে অবশেষে বৃষ্টিপাত হয়ে আমাদের ধরণী টা শীতল হয়ে গেল এটা দারুন একটি বিষয়।

 3 months ago 

হ্যাঁ ধন্যবাদ।

 3 months ago 

আসলে অবশেষে বৃষ্টি দেখা পেয়ে বেশ ভালোই লেগেছিল। সব জায়গায় বৃষ্টি হয়ে গেলেও আমাদের এলাকাটাই বৃষ্টি হতে একটু বেশি দেরি হলো। তবে বৃষ্টি না হলেও সোমবার থেকে পরিবেশ বেশ ভালই ঠান্ডা হয়েছিল। যাইহোক শেষ পর্যন্ত যে বৃষ্টি হয়ে পরিবেশের ঠান্ডা হলে এবং আবারো সজীবতা ফিরে এলো এতেই আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাই মন্তব্য করে উৎসাহিত দেওয়ার জন্য।

 3 months ago 

অনেকদিন পরে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির জন্যই মানুষগুলো কাতর ছিল। অবশেষে সৃষ্টিকর্তার রহমতের বর্ষণ হয়েছে পরিবেশটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে।

 3 months ago 

হ্যাঁ ভাইয়া পরিবেশ খুবই ঠাণ্ডা হয়েছে।

 3 months ago 

সত্যি বলতে অনেকদিন পর এইরকম ঠান্ডা আবওহাওয়া পেয়ে আমিও বেশ অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছি। যদিও ইদানিং আমি দেরীতে উঠি ঘুম থেকে। কিন্তু আমার ঘুমের মধ্যে একটা তৃপ্তি ছিল আজ অনেক দিন পর। ঈদের পর থেকে ঐ যে তাপদাহ শুরু হয়েছে। সেটার পর যেন একটা শান্তি পেলাম। বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।।

 3 months ago 

হ্যাঁ ভাইয়া আমার ঘুমটা দারুন হয়েছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68608.97
ETH 3280.67
USDT 1.00
SBD 2.74