জেনারেল রাইটিং।। ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল (০২ পর্ব)।।

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ ১৭/০২/২০২৪) রোজ: শনিবার

IMG20240212160004.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি।আমি @biplob89 আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি জেনারেল রাইটিং।। ২ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল (০২ পর্ব)।।লাইফ স্টাইল।। আজ বিকেলে ঘোরাঘুরি ও বড়া খাওয়ার মুহূর্ত।। তাহল চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20240212155637.jpg

ইতিপূর্বে আপনারা যারা আমার প্রথম পর্বটি দেখেছেন আজ তারা এই দ্বিতীয় পর্ব দেখে খুবই ভালো লাগবে আশা করি। এখানে আপনার ওপরে ছবিটিতে দেখতে পাচ্ছেন মাহফিলের প্যান্ডেলটি তৈরি হয়ে গেছে। মূলত মাহফিলের আগের দিনেই প্যান্ডেলটি তৈরি করা হয়েছিল। আমাদের গ্রামের প্রতিবছরই দুইদিন ব্যাপী মাহফিলটির খুব বড় আকারে হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলের প্যান্ডেলটি হচ্ছে অনেক বড়। এবং খুব সুন্দর ভাবে প্যান্ডেলের কার্যক্রম প্রায় শেষের দিকে।

IMG20240212160004.jpg

এবার আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলের প্যান্ডেলের মঞ্চ সেখানে কার্যক্রম চলছে। তবে মনস্টে এখনো ফুলফিল ভাবে তৈরি করা হয়নি আপনারা পরের পর্বে অবশ্যই এর সৌন্দর্যটা দেখতে পাবেন। এখন শুধু দেখতে পাচ্ছেন মাহফিলের প্যান্ডেলটি মাত্র করা হয়েছে কিন্তু এখানে এখনো কোনো কাপড় লাগানো হয়নি যে কারণে সুন্দরী এখনো বৃদ্ধি পায়নি।

IMG20240212155655.jpg

IMG20240212155746.jpg

তবে আমাদের কবরস্থানটি চারি পার্শ্বে পিলার দিয়ে ঘেরা রয়েছে। পুরা কবরস্থানের এরিয়াটি এভাবে পিলার দ্বারা ঘেরা রয়েছে। তাই কবর স্থানটি দেখতে খুবই সুন্দর লাগে। এই কবরস্থানে আরও সুন্দরীর জন্য মাহফিলের দুই দিন আগে থেকেই কবরস্থানের চারিপাশে যে পিলার অর্থাৎ দেওয়াল ছিল সেগুলো খুব সুন্দর রং করা হয়েছিল। যাতে অনেকে আসে এটা দেখতে পেয়ে আরও বেশি ভালো থাকা কাজ করে। মূলত কবরস্থানের সৌন্দর্যটা আরো বৃদ্ধি করার জন্য মাহফিলের দুই দিন আগে থেকেই প্রাচীরের এভাবে রং করার কার্যক্রম চলেছিল আর সেই ফাঁকে আমি উপরের ছবি দুটো সংগ্রহ করি। প্রাচিরটি সাদা কালো রং করায় দেখতে আর সুন্দর লাগছে।

IMG20240212160900.jpg

আমাদের কবরস্থানে যে একটা গেট রয়েছে এখানে যদিও এখনো বড় গেটটি তৈরি করা হয়নি শুধু একটা সিম্পল গেট তৈরি করা হয়েছে। এই গেটের গ্রিল গুলো আরো সুন্দর্য বৃদ্ধি করার জন্য সেখানে পেস্ট কালারের রং ব্যবহার করা হয়েছে যেটা আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন। আপনার উপরে ছবিটিতে দেখতে পাচ্ছেন এই গেটটিতে রংমিস্ত্রি রং করছেন। এমন সময় আমি এই উপরের ফটোগ্রাফিটি সংগ্রহ করি। আসলেই যে কোন জিনিস যদি রং করা যায় তাহলে সেটা দেখতে আরো সুন্দর লাগে এবং তার সৌন্দর্য তার বৃদ্ধি পায়। আপনারাই দেখতে পাচ্ছেন যে গেটটি রং করাই এটি দেখতে আরো সুন্দর লাগছে যাতে মানুষ দেখে অনেকটা আনন্দ উপভোগ করে। কারণ আমাদের মন সৌন্দর্য ছাড়া কোন কিছুই দেখতে চায় না। তাই সবকিছুর আগে সৌন্দর্যটাই মহা উত্তম। কারণ কোন কিছু যদি সুন্দর্য না হয় তাহলে সেটা সবার দৃষ্টিতে থাকে না।

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝ধন্যবাদ💝

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

দুইদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল পর্ব ২ দেখতে পেরে ভীষণ ভালো লাগলো। নিচের গ্রামের মাহফিল তারপরও যেতে পারিনি ছোট বাচ্চা নিয়ে। তবে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলে সত্যিই অনেক বেশি ভালো লাগলো। কবরস্থানের চারপাশ অনেক সুন্দর করেছে দেখছি। তবে বড় গেট তৈরি হয়ে গেলে আরো বেশি সৌন্দর্য বৃদ্ধি পাবে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 7 months ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60252.67
ETH 2426.43
USDT 1.00
SBD 2.44