লাইফ স্টাইল।।মেলায় ঘুরতে যাওয়ার অনুভূতি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(২৫/১১/২০২৩) রোজ: শনিবার।

IMG20231123172906.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আমি @biplob89 আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লাইফ স্টাইল।।মেলায় ঘুরতে যাওয়ার অনুভূতি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20231123173155.jpg

দুই দিন আগে বাড়ির পাশের গ্রামে মাহফিল হয়েছিল সেখানে তাই সন্ধ্যাবেলায় একটু গেলাম।আমরা গিয়ে পৌছালাম আর মাগরিবের আযান দিয়ে দিলো। দেখলাম সেখানে মেলা বসেছে এবং অনেক খাবারের আইটেমও ছিল। প্রথমে আমরা চটপটি খেয়েছিলাম। এরপরে মেলায় ঘোরার সময় এক স্যারের সাথে দেখা হয়ে গেল। উপরে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার প্রাইভেট টিচার।

IMG20231123174544.jpg

এরপরে বড়ভাজা খেলাম ২০০ গ্রাম। ২০০ গ্রামের দাম নিয়েছিল আমার থেকে ৪০ টাকা। আসলে বড়া খুবই স্বাদ হয়েছিল। খেতে আমাদের খুবই ভালো লেগেছিল। আর তাতে আবার গরম গরম বড়া খেতে কারই বা ভালো না লাগবে। আসলে প্রতিটা জিনিসই গরম গরম খেতে খুবই স্বাদ লাগে।

IMG20231123174210.jpg

IMG20231123174152.jpg

IMG20231123172906.jpg

তবে মেলাই আরেকটি আকর্ষণীয় জিনিস ছিল সেটা হচ্ছে বিভিন্ন রকমের মসলা দিয়ে পান। আসলে পান খেতে আমার খুব একটা ভালো লাগে না তবে মাঝেমধ্যে দুই একটা পান খেতে আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে এমন নানা রকম মশলা দিয়ে সাজানো পান দেখে আর লোভ সামলাতে না পেরে সেখান থেকে পান খাওয়ার আগ্রহ জেগে উঠলো। আমরা ছিলাম তিনজন তাই তিনটা পান সেখান থেকে কল করে নিলাম ৩ টা পর্যন্ত আমাদের থেকে নিয়েছিল ৩০ টাকা। আর পানগুলো এত সুন্দর করে সাজানো ছিল এবং দেখেই যেন খেতে ইচ্ছে করল আমার।

IMG20231123174452.jpg

এরপরে পানগুলো আমরা খুব সুন্দর করে কাগজে মুড়িয়ে নিয়ে নিলাম। উপরে আপনারা দেখতে পাচ্ছেন কাগজে মড়ানো পানের ছবি ।

আমি আজ কয়েকটি দিন খুবই ব্যাস্ততার সময় পার করছি। তারপরেও আমি আপনাদের মাঝে পোস্ট শেয়ার করছি। এটাই আমার ভালো লাগা আপনাদের ভালবাসা।

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ভাইয়া আপনি দারুণ একটা পোস্ট শেয়ার করেছেন। আপনার মনের অনুভূতি গুলো চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। তবে এইরকম বিভিন্ন ধরনের মসলা দিয়ে পান খেতে আমারো খুবই ভালো লাগে। আমি আগে অনেক পান খেতাম কিন্তু এখন আর খাই না।যদি এইরকম বিভিন্ন ধরনের মসলা হয় তাহলে পান খাই।যাইহোক আপনার প্রাইভেটের স্যার এবং নিজের অনুভূতি গুলো শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন জেনে ভীষণ ভালো লাগলো ৷ যাই হোক , মেলা মানেই আনন্দ , সেখানে ঘুরতে যাওয়ার মজাই আলাদা ৷ আপনি আপনার গ্রামের মাহফিলে গিয়েছেন এবং সুন্দর কিছু সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ৷

 last year 

পোস্টের মাধ্যমে আপনার প্রাইভেট টিচারকে দেখতে পেলাম।মাহফিলের মেলায় তো দেখছি হরেকরকম খাবার জিনিস উঠেছে। ঠিক বলেছেন গরম গরম বড়া ভাজা খাওয়ার মজায় আলাদা।আমার ও এই হরেকরকম মিষ্টি জর্দা দিয়ে এই পান খুব ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর করে ফটোগ্রাফি করে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

যে কোন জায়গায় ঘুরতে যাওয়ার আনন্দটাই অন্যরকম। আর এই ঘুরতে যাওয়াটা যদি কোন মেলায় হয় তাহলে আনন্দটা আরেকটু বেশি বেড়ে যায়। মসল্লা দিয়ে পান এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আমি একবার খুলনায় বেড়াতে গিয়ে খেয়েছিলাম। অনেক প্রকার মসলা দিয়ে তৈরি হয় এটি। সব মিলিয়ে খুবই চমৎকার সময় কাটিয়েছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

মাহফিল উপলক্ষে আবার মেলা বসে গিয়েছে বাহ দারুণ তো। মেলায় গিয়ে অন‍্যান‍্য খাবার খেলেও ঐ মশলা পান টা আমি একেবারেই খাই না। ওটা আমার খুব একটা ভালো লাগে না। সবসময় ঐটা এড়িয়ে চলি। কিন্তু আপনি দেখছি আবার কাগজে মুড়িয়ে নিয়ে এসেছেন। আপনার মেলায় ঘোরাঘুরির পোস্ট টা বেশ ভালো লাগল।।

Posted using SteemPro Mobile

 last year 

চেষ্টা করুন লেখার পরিধি বৃদ্ধি করার জন্য। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.031
BTC 87822.78
ETH 3173.06
USDT 1.00
SBD 2.81