ভ্রমন।। মেলায় ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত।।

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ ০৬/০২/২০২৪) রোজ: মঙ্গলবার।

IMG20240131204700.jpg

প্রতিটি ছবিই এখান থেকে নেওয়া হয়েছে

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি।আমি @biplob89 আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ছোটদের সাথে বারোভাজা খাওয়ার কিছু মুহূর্ত।।তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20240131204441.jpg

এইতো কিছুদিন আগে মেলায় ঘুরতে গিয়েছিলাম। আসলে মেলায় ঘুরতে যাওয়ার তেমন কোনো ইচ্ছে ছিল না। তারপরেও ছোটরা যখন বায়না ধরলো আর সাথে একটা বড় ভাইয়ের ছেলে তাই মেলায় ঘুরতে গেলাম। গিয়ে দেখলাম সেখানে অনেক রকমের কসমেটিক্স জিনিসপত্র বিক্রি হচ্ছে। আসলে কসমেটিক্সের দোকান থেকে তেমন কিছু ছিল না তবে দেখতে পেলাম সেখানে অনেক মানুষের ভিড়।

IMG20240131210021.jpg

আসলে মেলায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর মেলায় যেতে ঘুরতে গিয়েছি সেখানে সম্পূর্ণ ঘুরে দেখব না সেটা কেমন করে হয়। দেখলাম সেখানে অনেক রকমের জিনিস হচ্ছে। উপরের ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন খেলনা । আর মেলায় ঘুরতে গিয়েছি আর সেখানে এত রকম খেলনা পাতি দেখে ছবি তুলবে না তা আবার কেমন করে। তাই ভালো লাগা থেকে ছবিটি সংগ্রহ করে নিয়েছি। আসলে আরো অনেক ঘোরাঘুরি করেছি এবং দেখেছি কিন্তু সবগুলো ফটোগ্রাফি করা হয়নি।

IMG20240131211736.jpg

IMG20240131211750.jpg

মেলায় যখন ঘুরেছিলাম তখন দেখছিলাম নানা রকম খাবারের আইটেম রয়েছে। বাসা থেকে যেহেতু ভরতে গিয়েছি তাই সেখান থেকে কিছু খাওয়ার ইচ্ছে জাগলো না। তবে শীতকালে ভাপা পিঠা খুবই সেরা। শীতের মধ্যে ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে তাই তাই সেখান থেকে বেশ কয়েকটি ভাপা পিঠা খেয়ে নিলাম। আর এভাবে রাখার অনুভূতিটি শেয়ার করার জন্যই সেখান থেকে ছবিগুলো সংগ্রহ করেছি।

IMG20230105183546.jpg

ভাপা পিঠা খাওয়ার ঝালমুখ করার মন চাইলো তাই সেখান থেকে ৫০ টাকার ঝালমুড়ি খেয়ে নিলাম। এবং একটা সেলফি ছবিতে দুই ভাই আবদ্ধ হলাম।

IMG20240131205631.jpg

এরপরে ওই মেলায় একজন দোকানদার মামার সাথে কথোপকথন হবে এবং সেখান থেকে তার একটি সুন্দর ফটোগ্রাফি তুলে নিলাম । যেটা আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন।

IMG20240131204700.jpg

মেলা থেকে তেমন কিছু নেওয়ার ইচ্ছে ছিল না তারপর যখন মেলার সব আইটেমগুলো দেখছিলাম হঠাৎ একটা মাথার ব্যান্ড আমার পছন্দ হয়ে যায় যেটা আমার ছোট বোনের জন্য নেওয়ার আগ্রহী হয়েছিলো। আমার একটা অভ্যাস আছে যেটা পছন্দ হয়ে যায় সেটা না নিলে আর ভালো লাগেনা।

IMG20240131213112.jpg

আর একটা টাইরা যেহেতু পছন্দ হয়ে গেছে আর সেটা নিবো না তা তো কখনোই হয় না। আর ছোট বোনের জন্য নিব না এটা তো একটা অসম্ভব ব্যাপার। যদি ও তার অনেক টাইরা রয়েছে তার পরে ও পছন্দ হয়ে গেছে তাই টাইরাটি নিয়ে নিলাম। উপরের টায়রাটি আমি সেখান থেকে ক্রয় করেছিলাম। ডাইরেক্ট এর মূল্য নিয়েছিল আমার কাছ থেকে ৪০ টাকা। এরপরে অনেক ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া শেষ করে আবার বাসায় ফিরে এলাম।

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

আসলে এরকম মেলায় ঘোরাঘুরি করার মজাই আলাদা। বিশেষ করে মেলায় বিক্রয় করতে আসা বিভিন্ন ধরনের খেলনা জাতীয় জিনিসপত্র গুলো দেখতে বেশ ভালো লাগে। একই সাথে মেলায় বিক্রয় করতে আসা বিভিন্ন ধরনের পছন্দের খাবার পাওয়া যায়। আর এরকম মেলায় ঘোরাঘুরির মাঝে ঝাল মুড়ি খাওয়ার তো মজাই আলাদা।

Posted using SteemPro Mobile

 5 months ago 

একদম ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

ছোট্ট সময় যখন মেলা বাজারে যেতাম বিভিন্ন ধরনের খেলনা কেনার বায়না ধরতাম । যেটা না কিনে বাড়ি যেতাম না । সেই অনুভূতিটাই হারিয়ে গিয়েছে। এখনো মাঝে মাঝে মেলা বাজারে যাওয়া হয় কিন্তু সে রকম ফিলিংস পাই না ।আপনি দেখছি মেলায় দারুন সময় উপভোগ করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

মেলায় ঘুরতে যে কার না ভালো লাগে। কিছুদিন আগে আমিও মেলায় থেকে ঘুরে আসলাম। মেলায় মধ্যে গিয়ে ভাপা পিঠা খেয়েছেন বাহ্ দারুন। আর আপনার ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরণের খেলনা দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 5 months ago 

মেলায় যেতে সকলের অনেক ভালো লাগে। আর আজকে আপনি মেলায় গিয়েছেন দেখে খুব ভালো লাগলো৷ মেলায় গিয়ে ভাপা পিঠা খেয়েছেন দেখে খুব ভালো লাগলো৷ আর মেলার মধ্যাকার খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ অনেক ভালো লাগলো আপনার সুন্দর পোস্ট পড়ে৷ অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

ছোটরা আবদার করার কারণে মেলায় গিয়ে ভালো সময় কাটিয়েছিলেন, আর বড় ভাইও সাথে ছিল জেনে ভালো লাগলো। এরকম মেলাগুলোতে গেলে ভালো সময় কাটানো যায়। বিশেষ করে বিভিন্ন দোকানপাট বসলে সেগুলোতে অনেক ভিড় দেখা যায়, আর সেখান থেকে কেনাকাটা করতে ভালো লাগে। আপনি আপনার ছোট বোনের জন্য খুবই সুন্দর একটা ব্যান্ড কিনেছেন। ব্যান্ডটা কিন্তু অনেক সুন্দর ছিল। নিশ্চয়ই আপনার ছোট বোনেরও অনেক পছন্দ হয়েছিল।

 5 months ago 

হ্যা ভাইয়া ব্যান্ডটি যখন মেলা থেকে নিয়ে এসে ছোট বোনকে দিলাম সে তো অনেক খুশি। আর তার এটি অনেক পছন্দ হয়েছে। ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্যটি শেয়ার করার জন্য।

 5 months ago 

মেলায় ভাপা পিঠা বিক্রি করা হচ্ছে, এটা দেখেই তো আমার খেতে ইচ্ছে করতেছে। এরকম ভাপা পিঠাগুলো কিন্তু একটু বেশি মজাদার হয়, খেতেও অনেক ভালো লাগে। মেলায় সময় কাটাতে ভালোই লাগে কিন্তু। আপনি মেলায় বেশ ভালো সময় কাটিয়েছিলেন, আর অনেক সুন্দর সুন্দর কয়েকটা ফটোগ্রাফিও করেছেন দেখছি। মেলার থেকে তোলা ফটোগ্রাফি গুলো সুন্দর করে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই। আপনার পুরো পোস্টটা আমার কাছে ভালো লেগেছে।

 5 months ago 

পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57062.81
ETH 3068.42
USDT 1.00
SBD 2.43