জেনারেল রাইটিং।।কবরস্থানের কাজ চলমান।

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(২০/১০/২০২৩) রোজ: শুক্রবার।

IMG20231020090549.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আমি @biplob89 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি জেনারেল রাইটিং। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20231020090549.jpg

IMG20231020090727.jpg

আসলে আমাদের গ্রামটি ছোট্ট হলেও এর সৌন্দর্য ও মাধুর্য বেশ অনেক জায়গায় ফুটে উঠেছে। আসলে আমাদের গ্রামের দক্ষিণ পাড়ায় একটা বড় কবরস্থান ময়দান রয়েছে। আসলে অনেক আগে দেখেছি কবরের জায়গাটি পরিষ্কার ছিল না। আর যে কারণে আগে অনেক মানুষই কবরস্থানের পাশ দিয়ে যেতে ভয় পেত। এবং এমন অকল্পনীয় ঘটনা অনেক ঘটেছে। আবার এমন ঘটনাও ঘটেছে যে অনেকে সেখান থেকে ভয় পেয়ে মারাও গেছে। কিন্তু এখন জায়গাটি এতই সুন্দর এবং পরিষ্কার করা হয়েছে যে এখন সেখানে দিনকে দিন কাটানো যায় এবং মানুষের চলাচল বেশি। এখন সব মিলিয়ে খুবই সুন্দর একটি পরিবেশ গড়ে তোলা হয়েছে কবরস্থানে।

তাই আজকে সকালে ঘুম থেকে উঠে একটা ভাই এবং আমি দুজনেই কবরস্থানে দিকে যাচ্ছিলাম। গিয়ে দেখি সেখানে কবরস্থানের চারপাশে পাছিরের প্লাস্টার করার কাজ চলছে। আসলে এক সময় কবরস্থানের চারিপাশ পাচীর দিয়ে ঘেরা ছিল না। যে কারণে দেখতে একটু অন্যরকম লাগতো। কিন্তু পাচীর দিয়ে কবরস্থানের সীমানা টি ঘেরিয়ে দেওয়ায় দেখতে বেশ ভালো লাগছে এবং পরিবেশটাও বেশ সুন্দর লাগছে।
আজকে কবরস্থানের চলমান কাজে পাঁচ জন কাজ করছে। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রিরিরা কাজ করছে।

IMG20231020090714.jpg

এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন মিস্ত্রি বালি এবং সিমেন্ট খুব সুন্দর ভাবে মিশিয়ে নিচ্ছেন। যাতে করে মশলাটি খুব ভালোভাবে তৈরি করা হয়। আসলে ওয়াল প্লাস্টার করার জন্য বালি এবং সিমেন্ট প্রয়োজন হয় । আর এই বালি এবং সিমেন্টের মসলাটি ভালো না হলে ওয়ালের প্লাস্টার টি ভালো হবে না।

IMG20231020090238.jpg

IMG20231020090218.jpg

এবার আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন ওয়ালে খুব সুন্দর ভাবে কাজ সম্পন্ন হয়েছে। তবে এখনো অনেক ওয়াল বাকি রয়েছে আস্তে আস্তে এগুলোর কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ।

আজকের মতো এখানেই শেষ করছি

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

বেশ ভালো লাগলো কবরস্থানে কাজ করা দেখে। আপনাদের কবরস্থানের প্রাচীর গুলো প্লাস্টার করছে এটা বেশ ভালো কথা। এভাবে কবরস্থানের চারপাশ ঘিরে রাখলে দেখতে ভালো লাগে এতে পরিবেশটাও সুন্দর থাকে। এরকম সুন্দর একটি পোষ্ট করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

আপনাকে ও ধন্যবাদ আপনার মন্তব্যেটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60371.26
ETH 2609.98
USDT 1.00
SBD 2.54