সময় গেলে স্বাধন হবে না।।

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ ২০/০২/২০২৪) রোজ: মঙ্গলবার

pexels-pixabay-36351.jpg

ছবিটিএখানথেকে নেওয়া হয়েছে

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি।আমি @biplob89 আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সময় গেলে স্বাধন হবে না।। তাহল চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

লালনের একটি গান হচ্ছে সময় গেলে সাধন হবে না। এই গানটা আপনার অনেকে হয়তো শুনেছেন তবে এই গানটা হয়তো অনেকেই একদম গভীরভাবে উপলব্ধি করতে পারেন নাই। এই গানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সময় গেলে সাধন হবে না। লালন সেও বলেছে সময় গেলে সাধন হবে না। তাই আমাদের সবারই সময়ের কাজ সময়ে করতে হবে। সময় কাজ সময় না করতে পারলে সেই সময়কে কখনোই সাধন বলা যাবে না। আমরা অনেকে আছি যে সময় অনেক নষ্ট করে বা সময়ের সঠিক মূল্য দিতে পারি না। এ কারণে হয়তো আমরা অন্যদের থেকে অনেক পিছিয়ে।

একটা জানাশোনা উদাহরণ দেওয়া যাক এইতো এখন এসএসসি পরীক্ষা হচ্ছে। আসলেই হল থেকে যখন এই শিক্ষার্থীগুলো বের হয় তখন বোঝা যায় এদের পরীক্ষাগুলো আজ কেমন হয়েছে। অনেকেই দেখি খুব সুন্দর হাসি নিয়ে বের হচ্ছে আবার অনেকেই বুক ভরা কান্না দুঃখ নিয়ে বের হচ্ছে। আসলেই এ কথাটা যদি ভালোভাবে বোঝা যায় তাহলে সময় গেলে সাধন হবে না কথাটার মূল্য পাওয়া যায়। কারণ এই শিক্ষার্থীদের মধ্যে অনেকে আছেন তারা সময়ের কাজ সময়ে করেছে যে কারণে আজ তারা খুব সুন্দর একটি হাসি নিয়ে পরীক্ষার হল থেকে বের হচ্ছে। অন্যদিকে একই শিক্ষার্থী অনেকেই বুক ভরা দুঃখ নিয়ে বের হচ্ছে কারণ এরা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারিনি বা কাজে লাগায়নি। যে কারণে আজ তারা তাদের তুলনায় অনেকটা পিছিয়ে। আমি মনে করি সময়ের কাজ সময়ে করা উত্তম।

আজ আমরা সবাই যদি সময়কে মূল্য দিতে শিখি তাহলে দেখা যাবে আমরা সবাই একজন দিন শেষে সফল ব্যক্তি। আজ আমরা যদি সময়কে খুব সুন্দর এবং গভীরভাবে চিন্তা করে পর্যায়ক্রমে কাজগুলো অতিক্রম করতে পারি। তাহলে ইনশাল্লাহ একদিন জয় আমরা হবোই। কারণ চেষ্টার ফল কখনো বিফলে যায় না। তাই সঠিক সময় সঠিক কাজ করতে হবে এবং সময়কে খুব ভাবে উপলব্ধি করে সময়ে মূল্য দিতে হবে তা না হলে দিন শেষে আমরা হতাশায় রয়ে যাব। তাই সময়ের কাজ সময়ে করব । সময়ের কাজ যদি সময়ে করা যায় তাহলে এর ফল খুবই আনন্দের।

আজকের মতো এখানেই শেষ করছি

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝ধন্যবাদ💝

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

আসলে সময়ের কাজ সময়ে করা উচিত। কারণ সময় গেলে ঐ সময় আর কখনো ফিরে আসে না। জীবনে সফলতার জন্য সময়ের গুরুত্ব দেয়া খুবই প্রয়োজন। কারণ জীবনে যে সময় চলে যায় তা কোনো ভাবেই ফিরে আসে না। সময় যথাযথ ব্যবহারে জীবনের সফলতা বয়ে আনে।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 57254.26
ETH 2887.51
USDT 1.00
SBD 3.60