সন্ধ্যায় কাটানো কিছু মুহূর্ত।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(১৮/১১/২০২৩) রোজ: শনিবার।
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজকে আমি @biplob89 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সন্ধ্যার কিছু মুহূর্ত। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।
এইতো কয়েকদিন আগে আমি যশোরে গিয়েছিলাম আমার একটা জরুরী কাজের জন্য। আমার বাড়ির পাশের এক বড় ভাই ছিল যশোরে তাই তার ম্যাচে আমি উঠেছিলাম। আমি সকালের দিকে সেখানে পৌঁছে গিয়েছিলাম তারপর সেখানে রেস্ট করি তারপর সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠি। আপনারা উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে আমি আর আমার বড় ভাই রয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসতে ভাই আসলো তারপরে দুইজনের একটা সেলফি ছবি উঠায় নিলাম। তারপর একটা দুটো কথা বলতে সিদ্ধান্ত নিলাম চলো একটু বাজারে ঘুরে আসি। তারপরে রুম থেকে আমি আর ভাই বের হই।
বাজারে অনেক কিছু দেখলাম এবং বড় ভাইয়ের কাছে জানতে চাইলাম এখানে খুব প্রিয় খাবার কোনটা খাওয়া যায়। ভাই বললো ওই যে দোকান দেখছো ওই মামা খুব সুন্দর করে ছোলা মুড়ি মাখায়। তারপরে বললাম তাহলে চলো ওই ভাইয়ের কাছে মাখানো ছোলা মুড়ি খেয়ে আসি। তারপরে সেখানে গিয়ে দেখি সেখানে ডিম বিক্রি করছে। আমার ঠান্ডা লেগেছে তাই ভাবলাম ডিম খেলে বেশি উপকার হবে। তখন সন্ধ্যার সময় হয়েছিল ।রাতের খাবার এখনো খাওয়া হয়েছিল না । তাই ভাবলাম খালি পেটে ছোলা মুড়ি খেলে সমস্যা হতে পারে। তাই আমি ছোলা মুড়ি না খেয়ে একটা ডিম খেলাম এবং বড় ভাই ছোলা মুড়ি খেলো। সেখানে একটি হাঁসের ডিমের দাম আমার থেকে নিয়েছিল ২৫ টাকা। আসলে ডিমটি খেতে খুবই স্বাদ লেগেছিল আমার। তাই ডিম খাওয়ার আগে একটা ছবি সেখান থেকে ফোনে ধারণ করলাম।
এরপরে বাজারে আরো ঘুরে দেখলাম বাজারে নতুন একটা ফল উঠেছে যেটার নাম পানিফল। এই ফল আমি আগে কখনো খাইনি এবং বড় ভাইও খাইনি তাই দুজনেরই খাওয়ার আগ্রহী হলো। তাই বাজার থেকে পানি ফল ক্রয় করলাম। প্রতি কেজি পানি ফলের দাম নিয়েছিল ৩০ টাকা। তবে খেয়ে দেখলাম এটি কিছুটা জল্পাই আলুর মতো লাগছে।
আমি আজ কয়েকটি দিন খুবই ব্যাস্ততার সময় পার করছি। তারপরেও আমি আপনাদের মাঝে পোস্ট শেয়ার করছি। এটাই আমার ভালো লাগা আপনাদের ভালবাসা।
আজকের মতো এখানেই শেষ করছি।
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।
যশোরে গিয়ে আপনি আপনার বড় ভাইয়ের সাথে সন্ধায় খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। খালি পেটে ছোলা মুড়ি খেলে গ্যাসের খুব প্রবলেম করে ভাইয়া। ভালোই করেছেন আপনি খাননি। তবে শুনেই অবাক হলাম একটা হাসির ডিমের দাম ২৫ টাকা। সবকিছুর দাম প্রতিনিয়ত এভাবে বেড়েই চলেছে। যাই হোক পানিফল কিন্তু আমার কাছে ভালই লাগে আমি অনেক খেয়েছি এটি। এবং এটির দাম ও তুলনামূলক কম। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ভাইয়া ধন্যবাদ।
হ্যাঁ আপু আমিও অবাক হয়েছিলাম একটা হাঁসের ডিম বলে নাকি ২৫ টাকা।
আপনি ও আপনার বড় ভাই সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন তা আমাদের মাঝে তুলে ধরলেন আমরা জানতে পারলাম। আপনি যশোরে গিয়েছিলেন ও বড় ভাইয়ের ম্যাচে উঠছিলেন। ভালো করেছেন। দুইজন মিলে বাজারে ঘুরার সিদ্ধান্ত নিলেন আরো বেশ ভালো করলেন। ঘোরাঘুরি করলে মন ভালো থাকে। এরকম দু একটা বড় ভাই যদি বাইরে থাকে না। আমাদের বিপদ-আপদে অনেক কাজে লাগে। জি ভাইয়া খালি পেটে মুড়ি খেলে সমস্যা হবে। ডিমে অনেক পুষ্টি । আপনারা ডিম খেয়েছেন দেখে আমার ভীষণ ভালো লাগলো। পানিফল এটা তো আজকে আমি নতুন দেখলাম ভাইয়া। আপনার মাধ্যমে জানতে পারলাম। সত্যি বলতে আমার বাংলা ব্লগের মাধ্যমে অনেক অনেক অজানা কিছু জানতে পারি। আজকে যেমন আপনার পোষ্টের মাধ্যমে এই পানি ফলের জিনিসটি দেখতে পেলাম। অনেক সুন্দর করে আপনি মুহূর্ত পার করেছেন। হাজারো ব্যস্ততার মাঝে আমাদের মাঝে পোস্টটি শেয়ার করেছেন। জেনে ভীষণ ভালো লাগলো।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মন্তব্যটি শেয়ার করার জন্য।
সন্ধ্যে কাটানো আপনার ঘোরাঘুরি মুহূর্তটা দারুন ছিল। এভাবে বড় ভাইয়ের মেসে থাকার আনন্দটা অন্যরকম। বাজারে গিয়ে আপনি ঝাল মুড়ি না খেয়ে হাঁসের ডিম খেয়েছেন যা শরীরের জন্য উপকারে আসবে। যশোর শহরে আমার এখনো যাওয়া হয়নি। তবে যশোর শহর ঘোরাঘুরি করার খুব ইচ্ছা আছে।
আপনার মন্তব্যটি পড়ে জানতে পারলাম আপনি এখনো যশোরে যাননি ।তবে আপনার ইচ্ছা আছে যশোরের শহর একটু ঘোরাঘুরি করার আপনার জন্য শুভকামনা রইল।
আপনি যশোরে গিয়ে সন্ধ্যার সময় নিশ্চয়ই খুব সুন্দর কিছু সময় কাটিয়েছিলেন। আসলে সন্ধ্যার সময় বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে বেশ ভালই লাগে। আপনারা বাইরে গিয়ে প্রথমে ছোলা মুড়ি খাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু পরে শরীরের কথা চিন্তা করে যে আপনি ডিম খেয়েছেন জেনে ভালো লাগলো। আসলে মুড়ি মাখানো খেতে ভালো লাগে তবে সব সময় খাওয়া উচিত নয় কারণ এতে পেটে গ্যাস সৃষ্টি হতে পারে। যাই হোক শেষে আবার আপনারা দেখছি নতুন একটি ফল সম্পর্কে পরিচিত হয়েছেন। যদিও বা আমিও এর আগে এই ফলটার নাম জানতাম না তবে আজকে আপনার মাধ্যমে জানতে পেরে এবং ফলটি দেখতে পেরে বেশ ভালো লাগলো। আর এটার টেস্ট জলপাই আলুর মতো ছিল সেটাও জেনে ভালো লাগলো। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার মতামতটি শেয়ার করার জন্য।