টিসিবি এর কার্ড দিয়ে পূণ্য তোলার কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(২৫/০৮/২০২৩) রোজ: শুক্রবার ।

IMG20230825102343.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আমি @biplob89 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি টিসিবি এর কার্ড দিয়ে পূর্ণ তোলার কিছু মুহূর্ত।সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। তারপরে আমাদের ইউনিয়নের দিকে টিসিবি এর পূর্ণ তোলার জন্য রওনা দিই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20230825085454.jpg

ইউনিয়নে পৌঁছেই দেখি অনেক ভিড়। প্রথমত খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। দেখি সবাই লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তারপর আমিও লাইনে দাঁড়িয়ে যায়। এভাবে প্রায় ২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে মহিলা ও আরেক পাইবে পুরুষ খুব সুন্দর ভাবে একে একে ভেতরে প্রবেশ করাচ্ছেন । এভাবে আমি একসময় ভিতর প্রবেশ করি।

IMG20230825085505.jpg

IMG20230825090405.jpg

আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদের পাশেও অনেক মানুষের ভিড়। সেখানে অনেকেই তাদের এনআইডি কার্ডের ফটোকপি করছে। কারণ এই কার্ডগুলো অনলাইন করা হবে এর জন্য টিসিবি কার্ডের সাথে এনআইডি কার্ডের ফটোকপি অ্যাড করে দিতে হবে। ফটোকপি করার ওখানে ও অনেক ভিড় ছিল আসলে চারিদিক দিয়ে দৃশ্যটা খুব বিরক্তিকর মনে হচ্ছিল। তারপর আমিও সেখান থেকে কার্ড ফটোকপি করে টিসিবি কার্ডের সাথে এড করে আবার লাইনে এসে দাঁড়িয়ে যায়।

IMG20230825101254.jpg

এরপরে প্রায় দুই ঘন্টা পরে আমিও ভিতরে প্রবেশ করি। আসলে বাইরের দৃশ্যটি যেমন ভিড় ছিল ভিতরে তেমন একটা ভিড় ছিল না। তারপর আমাদের থেকে কার্ড নিয়ে একজন সইন করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারি পাশে সেখানে টাকা জমা নিচ্ছে। এরপরে টাকা পরিশোধ করে কার্ড সাইন করে আবার ফেরত দিচ্ছে।

IMG20230825102427.jpg

IMG20230825102010.jpg

আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে চাউল গুলো দুইজন ডিজিটালে পরিমাপ করছে এবং আমাদের নিকট দিয়ে দিচ্ছেন। তারপর যেখানে পুণ্য দিচ্ছে সেখানে কার্ডটি জমা দিয়ে পূণ্য নিয়ে নিলাম। পুণ্য যখন পেয়ে গেলাম তখন খুবই ভালো লাগলো দুই ঘন্টার ক্লান্তি আর যেন কিছুই মনে হলো না। আর এই পূর্ণর মধ্যে ছিল পাঁচ কেজি চাল দুই কেজি ডাল এবং দুই কেজি তেল। এক একটা টিসিবি কার্ডের প্রতি ৪৭০ টাকা করে নিলো এবং এটি অনলাইনের ফ্রি নিলো ৫০ টাকা। সর্বমোট প্রতিটি কার্ডের প্রতি ৫২০ টাকা করে নিলো এবং পূর্ণ হাতে ধরিয়ে দিল। আজকের মত এখানেই শেষ করছি।

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।

ধন্যবাদ

Sort:  
 last year 

অনেক ভালো লাগলো ভাই আপনার টিসিবি এর কার্ড দিয়ে পণ্য তোলার কিছু মুহূর্তের কথা পড়েও দেখে। আসলে সরকারিভাবে এই সব পণ্য দিলে প্রচুর মানুষের ভিড় হয়। তবে এবার কার্ড দিয়ে যে পণ্যগুলো নিতে হচ্ছে সেটা পড়ে বেশ ভালো লাগলো। আপনি দুই ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে ছিলেন এবং মোট ৫২০ টাকা দিয়ে পণ্যগুলো নিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার এত মূল্যবান মতামত প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার টাইটেলে পন্য বানান টা ভুল হয়েছে, এমনকি ভিতরে ও কিছু ভুল আছে একটু চেক করে নিবেন দয়া করে।ধন্যবাদ

 last year 

বন্ধু তুমি আজকে আমাদের মাঝে শেয়ার করেছো টিসিবি এর কার্ড দিয়ে পূণ্য তোলার কিছু মুহূর্ত। আসলে এখন প্রায় বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে টিসিবি এর পণ্য দেওয়া হয়। আসলে টিসিবি এর পণ্য নেওয়ার জন্য তোমাদের কাছ থেকে মোট ৫২০ নিয়েছিল জানতে পারলাম। আসলে এগুলো নিতে হলে লাইনে দাঁড়াতে হয় আমিও অনেকবার নিয়েছি। ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

বন্ধু তোমার এত মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44