লাইফ স্টাইল।। ফুটবল খেলা দেখাতে যাওয়ার কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(৩০/০৯/২০২৩) রোজ: শনিবার।

Screenshot_2023-09-30-19-22-59-49.jpg

লোকেশন

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আমি @biplob89 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফুটবল খেলা দেখতে যাওয়ার কিছু মুহূর্ত। ফুটবল খেলা দেখতে আমার খুবই ভালো লাগে। আর আজকে আমাদের গ্রামের খেলা ছিল ভাংবাড়িয়া ফুটবল মাঠে। আজকে এই উক্ত খেলায় একদিকে অংশগ্রহণ করেছিল জুগীরগোফা ফ্রেন্ডস ক্লাব এবং অপরদিকে অংশগ্রহণ করেছিল সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার পোড়াদাহ ফুটবল একাদশ। আজ এই বাগ সিংহের লড়াই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ভাংবাড়িয়া ফুটবল মাঠে। আর আজকে আমাদের ফুটবল প্রিয় গ্ৰাম জুগীরগোফার খেলা ছিল। আজকে সকাল থেকে কমবেশি বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির কারণে মনে হচ্ছিল আজকে খেলা মনে হয় দেখতে যেতে পারবো না । যাইহোক বৃষ্টি যখন থেমে গেল তখন বাসা থেকে রওনা দিলাম ফুটবল খেলা দেখার উদ্দেশ্যে। কোথাও ফুটবল খেলা হলেই আমি আর আমার ছোট আব্বু মোটরসাইকেলে একসাথে খেলা দেখতে রায়। তবে আজকে ছোট আব্বুদের স্কুলে একটা অনুষ্ঠান ছিল তাই ছোট আব্বুর বাসায় ফিরতে লেট হয়েছিল। তারপরে ছোট আব্বু ফোন দিয়ে বললো তুমি রডে আসো । এরপর ছোট আব্বু আসলো তারপর আমি গাড়ি ড্রাইভ করলাম এবং ছোট আব্বু পিছনে বসলো। তারপর খেলা দেখার জন্য রওনা দিলাম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় বল ফুটবল ফুটবল ফুটবল

IMG20230930173523.jpg

বাসা থেকে রওনা দেওয়ার ৩০ মিনিট পরে আমরা ভাংবাড়িতে পৌঁছালাম। এরপরে গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং এর জন্য আমার কাছ থেকে ২০টাকা নিয়েছিল। আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন আমার গাড়ির পার্কিং কার্ড নাম্বার ১০৪৩ । তারমানে বুঝতেই পারছেন কতো মানুষ খেলা দেখতে এসেছে।

Screenshot_2023-09-30-19-22-59-49.jpg

এরপরে গাড়ি পার্কিং করে প্রায় পাঁচ মিনিট পথ পায়ে হেঁটে মাঠের দিকে রওনা দিই। উপরে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খেলার মাঠে প্রবেশ করার টিকিট। তারপরে খেলার মাঠের গেটে গিয়ে ২০ টাকা দিয়ে ২টা টিকিট ক্রয় করি। এরপর আমি আর ছোট আব্বু খেলার মাঠে প্রবেশ করি।

IMG20230930161453.jpg

IMG20230930161555.jpg

খেলার মাঠে প্রবেশ করেই দেখি আমাদের মাঠে প্রবেশ করার পাঁচ মিনিট আগেই খেলা শুরু হয়ে গিয়েছিল। তবে মাঠে প্রবেশ করেই আমার খুবই ভালো লাগলো। কারণ এর আগেও এই মাঠে খেলা দেখতে এসেছিলাম কিন্তু এতো দর্শক দেখি নাই। তবে আজকে মাঠের চারদিকেই ছিল অনেক দর্শক আর এমন দৃশ্য ক্যামেরায় ধারণ না করলে যেন মনের মধ্যে এক অতৃপ্ত থেকে যায়। তাই উপরের এই ছবি আমি আমার ক্যামেরাই ধারণ করি।

তবে খেলার প্রথম মূহুর্তে ত্রিশ মিনিটের মাথায় আমাদের গ্ৰাম এক শূন্য গোলে পিছিয়ে পড়ে। এরপরে মনের মধ্যে খারাপ লাগলো। কারণ কতো আসা করে খেলা দেখতে এসেছি জিতবো বলে । কিন্তু গোল খাওয়ার পরে একটু নার্ভাস হয়ে গেলাম। বিপক্ষ দলের দশ নম্বর জার্সি পরিণত একটা প্লিয়ার গোল দিয়েছিল। গোল খাওয়ার পরে আসলে মনের মধ্যে একটু কষ্ট পেলাম এভাবে একপর্যায়ে প্রথম আর্ধের খেলা শেষ হয়ে গেল। তারপর দ্বিতীয় আর্ধের খেলা দেখার অপেক্ষায় রইলাম ।

IMG20230930165136.jpg

IMG20230930165144.jpg

এভাবে প্রথম আর্ধের খেলা অর্থাৎ হাফ টাইমের বাঁশি দিলো রেফারি।

IMG20230930164557.jpg

IMG20230930164604.jpg

প্রথম আর্ধের খেলা শেষ হওয়ার পর একটু চারিপাশটা হাঁটা হাঁটি করলাম আর দেখলাম খালি দর্শক আর দর্শক। তবে উপরের ছবিটিতে যে প্লিয়ারের ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বিপক্ষ দলের নাইজেরিয়া প্লিয়ার। আপনারা উপরে ছবিটিতে দেখতে পাচ্ছেন এই নাইজেরিয়া প্লিয়ারের সাথে সবাই সেলফি তুলতে ব্যস্ত। আর আমি এর ফাঁকেই ছবিটি ক্যামেরায় ধারণ করি।

IMG20230930165115.jpg

IMG20230930165120.jpg

তবে মাঠের পূর্ব দিকে এসে দর্শকদের কান্ড দেখে আমি হাসি আর ঠেকাতে পারলাম না। কারণ মাঠে এতোই দর্শক হয়েছিল যে খেলা দেখা অনেকের জন্যই কষ্ট দায়ক হয়েছিল। উপরে ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খেলা দেখার জন্য গাছে উঠে পড়েছে। আর এমন দৃশ্য দেখে কি আর ফোনে ছবি না তুলে থাকা যায়।

IMG20230930165125.jpg

IMG20230930165234.jpg

এরপর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেল । তবে দ্বিতীয়ার্ধে আমাদের গ্রামের প্লেয়াররা খুবই আপ্রাণ চেষ্টা করছিল এবং অনেক গুলো শট গোলের দিকে দিয়েছিল । তবে কোনো শটেই গোলের দেখা পাওয়া যায়নি। খুবই দুঃখজনক শেষমেষ আমাদের গ্রাম এক শূন্য গোলের ব্যবধানে খেলায় জয় লাভ করতে পারল না। আসলে রেফারি যখন শেষ বাঁশি দিয়ে দিলো তখন মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হলো। যে আজকের ম্যাচটা জিততে পারলেই আমরা ফাইনালে উঠে যেতাম। এভাবে আজকের খেলার শেষ ফলাফলে খুবই দুঃখ অনুভব প্রকাশ করলাম।

IMG20230930173258.jpg

IMG20230930173300.jpg

এরপরে রেফারেল লম্বা বাঁশিতে খেলা শেষ হয়ে গেলে দর্শক মাঠের মধ্যে প্রবেশ করে । উপরের ছবি দুটিতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকে পুরা মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। পুরা মাঠটি দর্শকে পরিণত হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের সেখান থেকে হেরে বাড়িতে আসতে হলো। এরপর ছোট আব্বু বললো আমরা 15 মিনিটে এখানে থেকে যাই দর্শকের ভিড় কমে যাক তারপরে আমরা এখান থেকে বের হবো। তারপরে মাঠে দর্শকের ভিড় কমে গেলে আমরা মাঠের গেট পার হয়ে গেলাম।

IMG20230930173932.jpg

IMG20230930173935.jpg

IMG20230930174058.jpg

তবে গেট পার হয়ে এসে দেখি রাস্তায় অনেক মানুষের ভিড় । একদিকে গাড়ি ঘোড়ার ভিড় আবার অন্যদিকে মানুষের ভিড় । আসলে এতই ভিড় হয়েছিল যে ছোট আব্বু বললো আমাদের যেতে একটু লেট হয় হোক তারপরেও এত ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে বের হওয়া দুর্ঘটনা ঘটতে পারে। এরপরে ঘড়ি ধরে প্রায় ৪৫ মিনিট আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। তারপরে গাড়ি পার্কিং থেকে গাড়ি বের করে বাসার দিকে রওনা দিলাম। আসলে আজকে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম ।এরপরে হাটবোয়ালিয়া বাজারে এসে একটা ঠান্ডা শরবত খেয়ে নিলাম । তারপরে আবার গাড়িতে উঠে বাসার দিকে রওনা দিলাম। এভাবে বাসায় ফিরতে আজকে আমাদের সন্ধ্যা সাতটা বেজে গিয়েছে।

আজকের মতো এখানেই শেষ করছি

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

ফুটবল খেলা দেখার মুহূর্ত গুলো বেশ সুন্দরভাবে উপভোগ করছেন আপনি। আপনার খেলা দেখার মুহূর্ত গুলো অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। আসলে খেলা দেখতে সবার কাছে ভালো লাগে। খেলা দেখার জন্য অনেক লোক সমাগম হয়েছে। খেলা দেখার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

ভাইয়া আপনার কমেন্ট পরে মনে হচ্ছে আপনি সম্পূর্ণটি পড়েন নাই । ধন্যবাদ।

 11 months ago 

তাহলে আপনি এবং আপনার ছোট আব্বু বাঘ সিংহের ফুটবল ম্যাচ দেখে ফেলেছেন। তবে ফুটবল খেলার ম্যাচ হলে এমনেই দর্শক অনেক হয়। আপনার ফটোগ্রাফির মধ্যে দেখতে পারতেছি প্রতিপক্ষের নাইজিরের একটি খেলোয়াড়দের সাথে অনেক দর্শক ফটো তুলতেছে। তবে খেলার মধ্যে হার-জিত থাকে এটাই স্বাভাবিক। খুব রেখে কোন লাভ নেই। প্রত্যেক দলে জেতার জন্য খেলে থাকে। যাইহোক খুব সুন্দর করে ফুটবল খেলার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 11 months ago 

ধন্যবাদ আপু আপনার মতামতটি শেয়ার করার জন্য।

 11 months ago 

ফুটবল খেলা দেখতে এমনিতে অনেক ভালো লাগে। এবং ফুটবল খেলা দেখার জন্য দূরদূরান্ত থেকে লোক আসে। আজকে আপনি সিংহ এবং বাঘের ফুটবল খেলা ম্যাচ দেখেছেন। এ ম্যাচটি আপনি এবং আপনার ছোট আব্বু একসাথে দেখেছেন। যদিও আপনি আশা করেছেন আপনার সাপোর্টের দলটি জিতবে। লাস্ট পর্যন্ত জিততে পারে নাই। মন খারাপ করার কিছু নেই খেলার মধ্যে হার-জিত থাকে। যাইহোক সুন্দর করে খেলা দেখেছেন এটাই বড় কথা। এবং আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে খেলা দেখার জন্য দর্শক অনেক হয়েছে এবং গাছের ডালেও দর্শক বসে খেলা দেখতেছে। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আসলে ভাইয়া আমাদের গ্রামের খেলা দেখতে গিয়েছিলাম এবং এই ম্যাচটি জিতলে আমরা ফাইনালে যেতাম । তাই ম্যাচটি হেরে যাওয়ায় মনের মধ্যে খারাপ লাগে। তবে আপনার গঠনমূলক মন্তব্যটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

যদিও আমাদের গ্রাম এই দিনে ফুটবল খেলাতে হেরে গিয়েছিল তারপরও খেলাটা অনেকটাই জমজমাট ছিল। জমজমা আমার থাকার কারণে সকল দর্শকই মজা করে খেলাটা উপভোগ করতে পেরেছে। মোটরসাইকেল পার্কিং এবং টিকিট এই যেন অনেক টাকা ব্যয় হয়ে যায় খেলা দেখতে গেলে।

 11 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46