বৃষ্টিময় একটি সকাল।

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(০৫/১০/২০২৩) রোজ: বৃহস্পতিবার।

pexels-jill-burrow-6858672.jpg

ছবিটি এখান থেকে নেওয়া হয়েছে

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আমি @biplob89 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বৃষ্টিময় একটি সকাল। আসলে বৃষ্টির দিনে সারাদিন ঘরে বসে থাকতে হয়। কারণ কোথাও বের হওয়ার মতো পরিস্থিতি থাকে না। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। এরপর দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আসলে সারারাত বৃষ্টি হয়েছে আর তাই গভির ঘুম হয়েছে । যে কারণে রাত্রে বৃষ্টি হয়েছে এটা আর বুঝতে পারি নাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার পর বাসার বাইরে দিকে আসি। এসে খাল গুলো দেখি পানিতে একদম ভরা পরিপূর্ণ হয়ে গেছে। এবং বাড়ির পাশে পুকুর গুলাও পানিতে ভরপুর মনে হচ্ছে পানি গুলো এতই হয়েছে যে পুকুরের উপর দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে এবং মাছ ও বেরিয়ে যাচ্ছে মানুষগুলো সব এসব কাজে ব্যস্ত হয়ে গেছে। আসলে এত পানি হয়েছে এটা দেখে সত্যি অবাক লাগলো কারণ অনেকদিন পরে এত বৃষ্টি হয়েছে যেখানে খাললে পানি ছিল না সেখানে আজ এতই পানি হয়েছে যে মানুষ ডোবে যাবে । আসলে বৃষ্টির পড়া দেখলে মনের মধ্যে ছোটবেলার স্মৃতিগুলো জেগে ওঠে।

কারণ ছোটবেলায় বৃষ্টি হলেই ফুটবল নিয়ে বেরিয়ে পড়তাম খেলা খেলতে। এবং কাদা মাখামাখি করে বাসায় ফিরতাম। বাসায় এসে তো সেই রকম বোকা ঝকা খেতে হতো এবং দুই একটি মারও খেতে হতো। কতই না ভালো লাগতো সে সময়টা। আসলে সে সময় গুলো আজ বড্ড বেশি মিস করি। এখন বৃষ্টি অঝরে পড়ছে কিন্তু আফসোস সেই ছোটবেলার মতো করে আর বন্ধুদের সাথে ফুটবল নিয়ে খেলতে পারছি না ।আরো আফসোস এই বৃষ্টির দিনে কাদা মাখামাখি করতে পারছিনা। সত্যিই স্মৃতিগুলো মনে পড়লে মনের মধ্যে কেমন জানি হয়ে যায়।

তবে আমার মনে হয় যে ছোটবেলার স্মৃতিকে যদি আবার ফিরে যেতাম তাহলে আবারও ওইরকমই করতাম তবে কি আর করার সময় সাথে সাথে সব কিছুর পরিবর্তন। তবে ছোটবেলার অনেক স্মৃতি এই বৃষ্টির দিনে মনে পড়ে যাচ্ছে আসলে এখন মনে হচ্ছে ছোটবেলায় স্মৃতিগুলোই খুবই দারুণ ছিল। সব মিলিয়ে ছোটবেলায় কাদা মাখামাখি করা এবং ফুটবল খেলার কথাটি আমার আজ বৃষ্টির দিনে বারবার মনে পড়ছে। এখনই মনে হচ্ছে বল নিয়ে বেরিয়ে পড়ি ফুটবল খেলার জন্য কিন্তু তা আর হয়ে উঠছে না।

তবে ছোটবেলার ঐ সকল স্মৃতিগুলো আজ হৃদয়ের তোলপাড় খেয়ে যাচ্ছে।

আজকের মতো এখানেই শেষ করছি

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

আসলে বৃষ্টির সময় বাহিরে বের হওয়া যাচ্ছে না এটা কিন্তু সত্যি। আমাদের এদিকে ও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে বাইরে বের হতে পারছি না। আর বৃষ্টির দিনে ছোটবেলার কথা একটু বেশি মনে পড়ছে। ছোটবেলায় কতইনা মজা করতাম বৃষ্টির সময়। বিশেষ করে ফুটবল খেলাটা একটু বেশি হত। আমারও ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে আপনার এই পোষ্ট পড়ে।

 9 months ago 

আমার এই পোস্ট দেখে আপনার ও ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে ভালো লাগলো।

 10 months ago 

বৃষ্টি হলে মাঠে ফুটবল খেলার ধুম পড়ে। তবে আজ দু একদিন একটু বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে ছোটদের খেলাধুলা দেখতে দেখতে নিজের ছোটবেলার স্মৃতিগুলো বেশ মনে পড়ে। বিশেষ করে দলবল নিয়ে মাঠে ফুটবল খেলার বিষয়টা। বেশ ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে।

 9 months ago 

ধন্যবাদ আপনাকে

 10 months ago 

বৃষ্টির দিনে ভালো লাগে খেতে বৃষ্টির দিনে ভালো লাগে খেলতে ভালো লাগে মাছ ধরতে। এগুলো হলো ছোটবেলার কাটানোর সময়। বৃষ্টির দিনে ছোটবেলায় কত ভিজে ভিজে এ পাড়া ওপাড়া এখানে খেলা ওখানে খেলা এখানে মাছ ধরা করে বেড়িয়েছি। সেই সবে স্মৃতিগুলো এখনো মনে পড়লে মনে হয় যেন এই তো সেদিনের কথা। ছোট ভাই তুমি খুব সুন্দর করে লিখেছো খুব ভালো লেগেছে পড়ে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপনাকেও ধন্যবাদ আপনার মন্তব্যটি শেয়ার করার জন্য।

 9 months ago 

একটানা বৃষ্টিতে জনজীবন অতিষ্ট প্রায়। তাছাড়া বৃষ্টি হলেই ছোটবেলার বেশ স্মৃতি আমারও মনে পড়ে। ছোটবেলায় আগে সবাইকে দেখতাম বৃষ্টি হলে ফুটবল নিয়ে মাঠে নেমে যেত। আমরাও এরকম ঝুম বৃষ্টিতে বাইরে অনেক গোসল করেছি। আপনার পোস্টটি পড়ে ছোটবেলায় বেশ কিছু স্মৃতি মনে পড়ে গেল। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 9 months ago 

আমার পোস্ট দেখে আপনার ছোটবেলার কথা মনে পড়ে গেল জেনে খুশি ধন্যবাদ আপু।

 9 months ago 

বৃষ্টির সময় এলেই ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আপনার মতো আমিও শৈশবে ষ গ্রামে থাকতে বৃষ্টি হলেই ফুটবল নিয়ে বের হয়ে যেতাম। সেই শৈশবে কতইনা মজা হতো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 9 months ago 

ধন্যবাদ ভাই আপনার গঠনমূলক মতামতটি শেয়ার করার জন্য।

 9 months ago 

আসলে ছোটবেলায় বৃষ্টি হলে অনেক মজা হত। বৃষ্টি শুরু হলে ফুটবল নিয়ে বেরিয়ে যেতাম আর কাঁদার মধ্যে গড়াগড়ি খেতাম। কিন্তু এখন বৃষ্টি হলে আর সাহস করে বৃষ্টিতে ভিজতেও ভয় লাগে।

 9 months ago 

ঠিক বলেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66750.09
ETH 3474.88
USDT 1.00
SBD 2.80