নিজ জমির ধান বাসায় নিয়ে আসার অনুভূতি।।

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (০৬/০৫/২০২৪) রোজ: সোমবার।

IMG20240504142307.jpg

💞 শুভ রাত্রি 💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি।আমি @biplob89 প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি নিজ জমির ধান বাসায় নিয়ে আসার অনুভূতি।। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20240505094706.jpg

IMG20240505094638.jpg

আপনারা সবাই জানেন এখন ধানের সময়। কৃষকের এক হাসিমুখ ফসল ভরা ধানের মাঠ দেখতেই খুব ভালো লাগে। আরো বেশি ভালো লাগে যখন গানগুলো বাসায় নিয়ে আসার জন্য সকল কৃষক বিভিন্ন ধরনের পরিশ্রম করে থাকে। ধান হচ্ছে একটি নবান্ন উৎসব। প্রতিবছরই এই বাংলা মাস বৈশাখ মাসের মধ্যেই কৃষক ধান কেটে ফসল বাড়িতে নিয়ে আসে। এটা কি সুখের মুখের হাসি দেখতে খুবই ভালো লাগে। আমাদের নিজের ও ধানের আবাদ হয়। এবছর আমাদের প্রায় সাড়ে তিন বিঘা ধান ছিল। এখন যাও তো ধান কাটার মুহূর্ত অর্থাৎ বাড়িতে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। তাই একদল কৃষকের মাধ্যমে ধান বাড়িতে নিয়ে আসার জন্য বেশ ছোটাছুটি। নিজের জমি স্থান বাড়িতে নিয়ে আসব আর মাঠে যাব না তা তো হয় না। এইতো গতকালকে আমাদের নিজ জমিতে ধান কাটা হয়েছে। এই সময় আমি মাঠে গিয়েছিলাম যে তারা কিভাবে ধান কেটে মড়াই-ঝাড়াই করে সেটা দেখার জন্য। সাথে আমার বাবা ও গিয়েছিল। আমার যেতে একটু দেরী হয়ে গিয়েছিল তাই আমি ধান কাটার মুহূর্তটা দেখতে পাইনি কারণ তারা খুব সকালে ধান কাটা শেষ করে দেয়। ধান কাটা শেষ হলে তারা সে ধানগুলো বেঁধে নেই । আমি যখন যায় তখন দেখতে ছিলাম কৃষকরা ধান বাধতেছে । সাথে ফোনটাও নিয়ে গেছিলাম তাই এমন ফটোগ্রাফি করতে পেরেছি। সত্যিই এমন দৃশ্য শুধু চোখে দেখে মন ভরে না তাই ফোনের মাধ্যমে ফটোগ্রাফি করলে বেশ ভালো লাগে। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কৃষকেরা এখসাথে ধান বাধতেছে ।

IMG20240504142307.jpg

আসলেই গতকালকে ধান কাটার এমন দৃশ্য দেখতে পেয়ে বেশ ভালো লেগেছিল। যেহেতু কালকের রোজ ছিল তাই মাঠের মধ্যে আর দাঁড়িয়ে থাকলাম না একটু দূরে গাছের ছায়ায় এসে বসে ছিলাম। পরে দেখতে পাই যখন মেশিন রেডি করে তারা ধান মড়ায়-ঝাড়াই করছে ঠিক ওই মুহূর্তে আমি আবার জমিতে যায়। হ্যাঁ আমি নিজ চোখে দেখতে পেলাম ধান মড়ায়-ঝাড়াই করছে সত্যি এমন দৃষ্টি নন্দন দৃশ্যটি দেখে আমি ছবি না তুলে আর থাকতে পারলাম না। উপরের দিকে লক্ষ্য করলেই আপনারা সেই দৃশ্যটি দেখতে পাবেন।

IMG20240504182653.jpg

এভাবে ধানগুলো যখন মড়ায়-ঝাড়াই শেষ হলো তখন বাস্তা পূর্ণ করে একে একে ধানের বাস্তাগুলো জমি থেকে রাস্তার পাশে নিয়ে আসলো। এভাবে একে একে অনেকগুলো বস্তা তারা জমি থেকে নিয়ে আসলো। এখনো মাঠে সবারিই ধান পড়ে রয়েছে। কিন্তু আমাদের সৌভাগ্য ভালো যে বৃষ্টির ধারা না খেয়েই সবার প্রথমে বাড়িতে ধান নিয়ে চলে আসলাম এটা আল্লাহর কাছে বিশেষ একটা পাওয়া।এমন সময় আমি উপরের ফটোগ্রাফিটি আমি আমার ফোনে ধারণ করি। যেটা আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন। এরপরে সেখান থেকে আবার একটি ভ্যান ভাড়া করে বাসায় নিয়ে এসেছিলাম।

আজকের মতো এখানেই শেষ করছি

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

কৃষকদের মুখে হাসি ফোঁটে যখন নতুন ধান বাড়িতে নিয়ে মান। আপনাদের জমির ধান বাড়িতে নিয়ে এসেছেন জেনে ভালো লাগলো। ফটোগ্রাফি এবং আপনার লেখা অনূভুতি গুলো সত্যি ভীষণ ভালো লাগলো। এধরনের গ্রামীণ দৃশ্য গুলো সব সময়ই ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 4 months ago 

গ্রাম অঞ্চলে থাকলে এই মুহূর্তগুলো দেখার সৌভাগ্য খুব ভালোভাবেই হয়ে যায়। বৃষ্টি হবার আগেই আপনাদের তিন বিঘা জমির ধান বাড়িতে নিয়ে আসতে পেরেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। আসলে কৃষক যখন সোনালী ফসল পায় তখন তার খুশিতে মনটা ভরে যায়।

 4 months ago 

হ্যাঁ একদম ঠিক বলেছেন ধন্যবাদ।

এখনতো সব জায়গাতেই ধান কাটার সময় চলছে, তাই কৃষকের মুখে হাসির জোয়ার বইছে। আপনি ঠিকই বলেছেন ভাই, ধান মাড়াই ঝাড়াই করার দৃশ্যটি দেখতে খুবই ভালো লাগে। যদিও বা আগে একটা সময় কৃষকেরা খুব কষ্ট করে ধান মাড়াই ঝারাই করত। তবে বর্তমান আধুনিক প্রযুক্তির কারণে মেশিনের সাহায্যে ধান মাড়াই ঝাড়াই করার কারণে, কৃষকদের অনেকটাই কষ্ট লাঘব হয়েছে। নিশ্চয়ই আপনার জমির ফসলের মারাই ঝাড়াই দেখে আনন্দিত হয়েছিলেন, তা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। নিজ জমির ধান বাসায় নিয়ে আসার সুন্দর অনুভূতি পড়ে ভালো লাগলো ভাই, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 4 months ago (edited)

গঠন মূলক মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 4 months ago 

ঠিক বলেছেন ভাই, এই সময়টা কৃষকরা অনেকটাই খুশি থাকেন। তাদের এতদিনের পরিশ্রমের ফল তারা এতদিন পরে পেতে যাচ্ছে। যাইহোক অনেক চমৎকার একটি অনুভূতি শেয়ার করেছেন। নিজেদের জমির ধানগুলো বাসায় নিয়ে এসেছেন শুনে অনেক ভালোই লাগলো, ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ধন্যবাদ আপু।

 4 months ago 

আপনার লেখায় কৃষকের পরিশ্রম এবং নবান্ন উৎসবের আনন্দ জীবন্ত হয়ে উঠেছে। আপনার ছবিগুলো এবং বর্ণনা মাধ্যমে আমরা যেন সেই অনুভূতির সাথে সংযুক্ত হতে পেরেছি। আপনার পোস্টের মাধ্যমে গ্রামীণ জীবনের এক অনন্য সৌন্দর্য ফুটে উঠেছে, যা আমাদের শহুরে জীবনে অনুপস্থিত। আপনার এই সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

 4 months ago 

হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন ধন্যবাদ।

 4 months ago 

বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি মাঠে ঘাটে ধান বাসায় তোলার ধুম পড়ে গিয়েছে। আপনি আপনার ধান কেটে মেশিনের মাধ্যমে মাড়াই করে বাসায় ধান তুলেছেন।এ বছর আপনারা প্রায় তিন বিঘা জমিতে ইরি ধান আবাদ করেছেন, এটা শুনে বেশ ভালো লাগলো। আশা করছি আপনারা এই ধান দিয়ে অনেক বেশি লাভবান হবেন।

 4 months ago 

লাভবান হতে পারবো ফলন দেখে মনে হচ্ছে ধন্যবাদ।

 4 months ago 

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া ধান কাটার মৌসুমে নবান্ন উৎসব শুরু হয়ে যায়। সেই সময় নতুন ধান ঘরে তুলতে সবাই ব্যস্ত সময় কাটায়। গ্রামে গেলে এই দৃশ্য গুলো বেশি দেখা যায়। আপনার অনুভূতি জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 4 months ago 

আমরা ছোট থাকতে এভাবে জমির ধান বস্তা ভরে মাথায় করে বাড়িতে নিয়ে আসতাম। জমিতে ভালো ধান হলে কৃষকের মন অনেক খুশি থাকে। আমি মেশিন দিয়ে ধানও মাড়াই করেছি। কৃষি নিয়ে জীবনে অনেক স্মৃতি আছে। আপনার অনুভুতি পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

 4 months ago 

আরে বাহ দারুন লাগলো আপনার অনুভূতি ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 54179.48
ETH 2261.18
USDT 1.00
SBD 2.31