কলেজ শেষ করে দুই বন্ধু রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(২২/০১/২০২৪) রোজ: সোমবার।

IMG20240122114105.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি।আমি @biplob89 আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কলেজ শেষ করে দুই বন্ধু রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার কিছু মুহূর্ত। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

কালকে থেকে কলেজে মডেল টেস্ট পরীক্ষা শুরু হবে। এবার আমি এইচএসসি শিক্ষার্থী।

IMG20240122113448.jpg

কালকে থেকে যেহেতু কলেজে মডেল টেস্ট পরীক্ষা শুরু হবে। তাই আজকে কলেজ শেষ করে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমি আর আমার বন্ধু কিবরিয়া সেও এই প্লাটফর্মের একজন এক্টিভ মেম্বার। দুই বন্ধু যখন কলেজ শেষ করে কলেজ থেকে বের হলাম তখন প্রায় ১২টা বাজে। দুপুর হতে আর মাত্র কিছু সময় বাকি। এদিকে অনেক খিদা ও লেগেছে। তাই আমি বললাম বন্ধু চলো আজকে দুই বন্ধু মিলে দুপুরের খাবারটা রেস্টুরেন্টে খাওয়া যাক। যেহেতু দুই বন্ধু অনেক ক্ষুধার্ত তাই বন্ধু আমার কথা ফেলতে পারলো না। এরপরে দুই বন্ধু দুপুরের খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টের দিকে রওনা দিলাম। গাংনীতে সেরা দুটি নামকরা রেস্টুরেন্ট হচ্ছে সামাদ এবং অপরটি ও তারিই ভাই সোবহান রেস্টুরেন্ট। তবে আমরা দুই বন্ধু সামাদ রেস্টুরেন্টে গেলাম। তবে দেখতে পেলাম সেখানে খুব একটা চাপ ছিল না কারণ দুপুর হতে কিছু সময় বাকি ছিল। এতে খুবই ভালো লাগলো আমরা খুব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে প্রবেশ করলাম।

IMG20240122113702.jpg

এরপরে দুই বন্ধু ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়লাম । এখন শুধু খাবারের অপেক্ষায়। এমন সময় বন্ধুর অনুরোধে একটা সেলফি ছবি তুলে নিলাম। যেটা আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন।

IMG20240122113852.jpg

এরপরে প্রথমে আমাদের দুই বন্ধুর দুই প্লেট ভাত দিল। যেটা আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন।

IMG20240122114029.jpg

IMG20240122114105.jpg

IMG20240122114111.jpg

এরপরে আমি বন্ধুকে বললাম এক পিস করে গরুর মাংস দিয়ে খাওয়া যাক তাতে খুব ভালো লাগবে দুপুরের খাওয়াটা। এরপরে সেখানকার ওয়েটারদের বললাম আমাদের এক পিস করে দুই পিস গরুর মাংস দিন। কিছুক্ষণ পরে মাংস নিয়ে আসলো। আর এখন যেহেতু শীতকাল সে কারণে গরম গরম ভাত আর মাংস দিয়ে আজকে দুপুরের খাবার নিবারণটা খুব মজার ছিল। তবে এক প্লেট ভাত খেয়ে আমার আত্মা মিটলো না। তাই আরো এক প্লেট ভাত নিয়ে দুই বন্ধু অর্ধেক করে ভাগাভাগি করে নিই । এখানে এক পিস গরুর মাংসের দাম নিয়েছিল আমাদের কাছ থেকে ১৪০ টাকা এবং এক প্লেট ভাত ২০ টাকা। সব মিলিয়ে আমাদের খাবারের বিল হয়েছিল ৩৪০ টাকা। আসলে আমরা দুই বন্ধু সব সময় একসাথেই থাকি । সেই সাথে আজকে একসাথে দুপুরের খাবারটা খাওয়ার কারণে খুবই ভালো লাগলো আমার। এভাবে আজকে আমি আর আমার বন্ধু দুজন দুপুরে খাওয়াটা আমরা রেস্টুরেন্টে শেষ করলাম। কারণ বাড়িতে আসছে একটু সময়ের ব্যবধান। সে কারণে আজ দুই বন্ধু রেস্টুরেন্টে দুপুরের খাওয়াটা শেষ করলাম

IMG20240122120549.jpg

আসলে যেহেতু মাংস দিয়ে ভাত খেয়েছি তাই সেভেন আপ না খেলে আবার কেমন হয়। তাই পাশের একটি দোকান থেকে একটা সেভেন আপ ক্রয় করে দুই বন্ধু ভাগাভাগি করে খেয়ে নি।

সবমিলিয়ে আজকে দুই বন্ধু একসাথে দুপুরে রেস্টুরেন্টে খাওয়া শেষ করার মধ্যে দিয়ে বেশ দারুন একটা সময় উপভোগ করলাম।

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

দুই বন্ধু মিলে দেখছি বেশ ভালোই খাওয়া দাওয়া করলেন। যেহেতু দুপুর বেলা ছিল সেজন্য আপনারা রেস্টুরেন্টে গিয়ে ভাত খেয়েছিলেন। আসলে গরুর মাংস দিয়ে যেহেতু খেয়েছেন তাই এক প্লেট ভাতে তো হওয়ার কথাই না। কারণ গরুর মাংস হলে কমপক্ষে এক প্লেট এবং আরেক প্লেটের অর্ধেক তো লাগবেই। যাইহোক আপনাদের খাওয়া দাওয়া করার মুহূর্তটা দেখে সত্যি অনেক বেশি উপভোগ করলাম। ধন্যবাদ এরকম একটা মুহূর্ত শেয়ার করার জন্য।

 4 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 4 months ago 

দুই বন্ধু কলেজে গিয়েছিলেন এবং কলেজ থেকে ফেরার পথে সামাদ রেষ্টুরেন্টে গিয়ে মজা করে মাংস দিয়ে ভাত খেয়েছেন।এবং পরে সেভেন আপ খেয়েছেন ভাগ করে দু বন্ধু মিলে খুব ভালো লাগলো পোস্ট টি পড়ে।পোস্ট টি পড়ে জানতে পেলাম আপনারা এসএসসি পরিক্ষার্থী। শুভ কামনা রইলো আপনাদের জন্য। ধন্যবাদ কলেজে যাওয়ার পর যাবতীয় খুটিনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

আরে আপু আপনার ভুল হচ্ছে। আমরা এবার এইচএসসি ব্যাচ। ধন্যবাদ।

 4 months ago 

কলেজ শেষ করে দুই বন্ধু মিলে রেস্টুরেন্টে গিয়ে দুপুরের ভোজন জমিয়ে করেছেন। মাঝে মাঝে কলেজ শেষ করে বন্ধু-বান্ধবীদের সাথে এভাবে গল্প এবং খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগে। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

একদম ঠিক বলেছেন আপু এভাবে খাওয়া দাওয়া করলে বেশ ভালোই লাগে।

 4 months ago 

দুই বন্ধু মিলে বেশ ভালোই খাবার খেয়েছেন দেখছি।আসলে ক্ষুধার সময় এক প্লেট ভাতে কি আর হয় হা হা
।যাইহোক দুই বন্ধু মিলে আর এক প্লেট নিয়ে ভাগাভাগি করে নিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

একদম ঠিক বলেছেন খিদের ২ প্লেট কিছুই হয়নি। ধন্যবাদ আপু।

 4 months ago 

খুবই ভালো লাগলো কলেজ শেষ করে দুই বন্ধু মিলে রেস্টুরেন্টে খাবার খাওয়ার মুহূর্তের কথাগুলো জানতে পেরে। আমাদের গাংনী শহরে সামাদ রেস্টুরেন্টে অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন একটি রেস্টুরেন্ট। উক্ত রেস্টুরেন্টের খাবার গুলো খুবই মানসম্মত হয়ে থাকে। যাহোক বন্ধুকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে খাবার খাওয়ার দারুন একটি মুহূর্তের অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 months ago 

কলেজ শেষে দুই বন্ধু রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছেন ৷ গরম গরম ভাত সাথে মাংস বেশ ভালোই ছিলো আপনাদের খাওয়া দাওয়া ৷ অনেক ভালো লাগলো আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো দেখে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 4 months ago 

একদম ভাই গরম গরম ভাত আর মাংস একদম ফাটিয়ে দিয়েছি। ধন্যবাদ।

 4 months ago 

আপনাদের দুই বন্ধুকে একসাথে দেখে সত্যি খুব ভালো লেগেছে। একসাথে দুই বন্ধু রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়েছিলেন জেনে ভালো লাগলো। যেহেতু দুজনে অনেক বেশি ক্ষুধার্ত ছিলেন তাই রেস্টুরেন্টে চলে গিয়েছিলেন। আর ক্ষুধার্ত থাকার কারণে আপনার কথাও ফেলতে পারেনি আপনার বন্ধু। কিবরিয়া ভাইয়ার সাথে খাবার খেয়েছেন খুব মজা করে। ধন্যবাদ এই মুহূর্তটা সবার মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্যটি শেয়ার করার জন্য।

 4 months ago 

বাহ দুই বন্ধু মিলে রেস্টুরেন্টে মাংস দিয়ে খাওয়া দাওয়া করেছেন। কলেজ শেষ করে আসার সময় আপনাদের অনেক ক্ষুধা লেগে গেল। আসলে মাংস দিয়ে ভাত খেলে সেভেন আপ খেলে নিজের কাছেও খুব ভালো লাগে। আর প্রিয় বন্ধুকে নিয়ে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। এবং খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যেহেতু আপনাদের পরীক্ষা তাই আপনার জন্য দোয়া রইল।

 4 months ago 

ধন্যবাদ আপু।

 4 months ago 

আমার বাবা একটা কথা সবসময় বলতো পেট শান্তি তো মন শান্তি। তারজন্য খিদা লাগলে সব কাজ ফেলে খেয়ে নেওয়া উচিত। আপনারা যখন কলেজে গিয়েছেন আর সব কাজ শেষ করতে প্রায় দুপুর হয়ে গিয়েছে আর খিদাও লেগেছে। তারজন্য রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে ভালো কাজ করেছেন। আমিও বাহিরে গেলে মাংসের মধ্যে গরুর মাংসটাই বেছে নেই। সেই সময় এই মাংস খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ দুই বন্ধুর সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 4 months ago 

হ্যাঁ আপু আপনি একদম ঠিক বলেছেন পেট শান্তি তো মন শান্তি। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 61763.08
ETH 2899.43
USDT 1.00
SBD 3.49