বৃষ্টিময় প্রকৃতির মাঝে কাটানো কিছু মুহূর্ত।।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (০৯/০৫/২০২৪) রোজ: বৃহস্পতিবার।
💞 শুভ সন্ধ্যা 💞
অনেকদিন পরে বৃষ্টির দেখা পেয়ে সত্যি খুবই ভালো লাগছে। বিশেষ করে এই বৃষ্টির খুবই প্রয়োজন ছিল। কারণ সবার মুখে একই কথা ছিল কবে বৃষ্টি হবে বৃষ্টিতে ভিজবো এবং বৃষ্টিময় আবহাওয়াটা হয়তো এই প্রতিকূল আবহাওয়াটা থেকে মুক্তি দেবে। বৃষ্টিতে ভেস্তে আমার খুবই ভালো লাগে কিন্তু অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে এজন্য বাসা থেকে কেউ বৃষ্টিতে ভিজতে দিল না কারণ এতে জ্বর সর্দি কাশি হতে পারে। তবে আজকে প্রায় তিনটার সময় দেখি আকাশে একটু মেঘ হয়েছে এতে মনে হচ্ছিল না যে আজকে বৃষ্টি হবে। তারপরে যখন আসরের আজান দিল ঠিক তারপরেই দেখে আকাশে মেঘ খুব বেশি জমে গেল। এমন সময় একটু বাতাসও উঠলো। বাতাস উঠতে উঠতে দেখি একদম আকাশে ভারি মেঘ জমে গেল। এমন মুহূর্তে আকাশে বেশ কিছু পাখিদের আনাগোনা দেখতে পেলাম এমন সময় আমি উপরের এই ফটোগ্রাফিটি আমি আমার ফোনে ধারণ করি। বাতাসে গাছপালা যে দোলা খাচ্ছে এটা যদি ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আকাশে বেশ কয়েকটি পাখি উড়ে বেড়াচ্ছে এতে তারা খুবই শান্তি অনুভব করছে যেটা আমি বুঝতে পারলাম।
এভাবে প্রায় অনেকক্ষণ বৃষ্টি হলো প্রায় ৪০ মিনিট বেশি বৃষ্টি হলো। সত্যিই আবহাওয়াটা খুবই সুন্দর বেশ ভালো লাগলো। এক পর্যায়ে যখন বৃষ্টি থেমে গেল তখন রুম থেকে বের হয়ে একটু ফাঁকাই প্রকৃতির মাঝে একটু হাটাহাটি করছিলাম। এমন সময় দেখি পথের মাঝে ভেটুল গাছে পাতায় পানির বিন্দু বিন্দু ফোটা সাথে গাছপালাগুলোর যেন মনে হচ্ছে নতুন রূপ ধারণ করেছে এটা দেখে খুবই ভালো লাগলো। তাই উপরের ছবিটি আমার ফোনে ধারণ করি।
বৃষ্টি হওয়ার পরপরই আবহাওয়াটা পুরোটাই ঠান্ডা হয়ে গেল এতে দেখতে পেলাম সবাই অনেক খুশি। আসলে বৃষ্টি হওয়ার পরে হাটাহাটি করার মজা আলাদা কারণ আবহাওয়াটা ঠান্ডা এবং মনে বলে যেন হেটে দূর দূরান্তে চলে যায়। এভাবে হাঁটতে হাঁটতে আমি রাস্তায় গেলাম যে রাস্তার পাশে দেখতে পেলাম গাছপালাগুলো এতদিন যেমন দেখাচ্ছিল তার চেয়ে আজকে যেন অন্যরকম দেখাচ্ছে। একদম মনে হচ্ছে যেন গাছপালা গুলো মাত্রই জন্মেছে আর এই বৃষ্টির পানি পেয়ে তারা আরো মেতে উঠেছে। আরো একটা বিষয়ের লক্ষ্য করলাম যে দৃষ্টিতে কিছু ফুল এবং গাছপালা লতাপাতা গুলো খুব আকর্ষণীয় রূপ ধারণ করেছে। তাই পথের পাশের একটি গাছের ফলের অংশটুকু ছিড়ে নিয়ে হাতে ধরে একটা ফটোগ্রাফি করে নিলাম। যে ছবিটা আপনারা উপরের অ্যালবামে দেখতে পাচ্ছেন। এর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেয় তাই বাসায় আসি। এভাবে আজকের বিকেল থেকে এখনো যে আবহাওয়াটা অর্থাৎ এখনো ফির ফিরে বৃষ্টি হচ্ছে এতে খুবই ভালো লাগছে। বৃষ্টিতে যেন মনটা একদম উদাসীন হয়ে গেছে। সত্যি কথা বলতে বৃষ্টিতে খুবই খুশি খুশি লাগছে সাথে আবার ঠান্ডায় মনে হচ্ছে ঘোমটা খুবই গভীর হবে সাথে গরমের এই ক্লান্তি আর থাকবে না।
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
আপনি ঠিকই বলেছেন ভাইয়া আমাদের বৃষ্টির খুবই প্রয়োজন ছিল। বৃষ্টি হবার কারণে আমাদের অনেকটাই স্বস্তি হয়েছে। দীর্ঘদিন রোদের পরে আজ দুই দিন বৃষ্টি হবার পর গাছপালা গুলোর দিকে তাকালে যেন কেমন একটা খুশি খুশি ভাব লাগছে। বৃষ্টির পানিতে গাছের পাতা ধুয়ে পরিষ্কার হয়ে গেছে পুরো প্রকৃতিটা দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছে। আপনার বৃষ্টিময় প্রকৃতির মাঝে কাটানো কিছু মুহূর্ত পোস্ট করে খুবই ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
প্রাকৃতিক পরিবেশের মাঝে কাটানো কিছু মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাই। আসলে প্রচন্ড গরমের পর বৃষ্টির স্বস্তি পেয়েছি আমরা। এজন্য এই মুহূর্তে এমন পরিবেশে ঘুরতেও বেশ ভালো লাগছে।
একদম ঠিক বলেছেন ভাইয়া ধন্যবাদ।