লাইফ স্টাইল।। মসজিদে সবাই মিলে একসাথে ইফতার করার কিছু মুহূর্ত।।

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ ২৪/০৩/২০২৪) রোজ: রবিবার

IMG20240318181556.jpg

💞 রামাদান মোবারক 🌸

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আমি @biplob89 আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লাইফ স্টাইল।। মসজিদে সবাই মিলে একসাথে ইফতার করার কিছু মুহূর্ত।। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20240318181556.jpg

রমজান মাস মানেই রহমতের একটি মাস। রোজা মুসলমানদের জন্য ফরজ। প্রতিবছরের ন্যায় এবার রোজা করে তেমন একটা সমস্যা হচ্ছে না। কারণ এবার আবহাওয়াটা মাশাআল্লাহ খুবই ভালো। তবে আজকের দিনটি একটু কঠিন ছিল কারণ আজকে সারাটা দিন ভালই রোদ পরেছে। রমজানের রোজা করা সত্যি খুবই ভাগ্যবান এর একটি বিষয়। কারণে রমজান মাসে অনেকে হয়তো অসুস্থ হয়ে রোজায় থাকতে পারে না। তবে সারাটা দিন রোজায় থাকার পরে ইফতারি সামনে নিয়ে বসে থাকার মুহূর্তটা খুবই দারুণ একটা মুহূর্ত। তবে এই মুহূর্তে একটা যদি অনেক মানুষ একসাথে বসে ইফতার করা হয় তাহলে আরও বেশি ভালো লাগে। প্রতিবছরের ন্যায় এবারও আমাদের মহল্লায় মসজিদে ৩০ টি দিনই ইফতারের আয়োজন করা হয়েছে। তার মধ্যে আমার পরিবার থেকে দুই দিন দেওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ সেই দুইদিন দেওয়া হয়ে গেছে । গতকালকেও আমাদের পরিবার থেকে মসজিদে ইফতারি দেওয়ার একটা কথা ছিল আলহামদুলিল্লাহ সেটা দেওয়া হয়েছে। সকলে মিলে একসাথে ইফতারি করার সত্যি অনেক মজার। সকলে মিলে যখন একসাথে ইফতার সামনে নিয়ে বসে যায় তখন খুবই ভালো লাগে। আর এমন একটা মুহূর্ত ফটোগ্রাফি না করলে যেন একটা অতৃপ্তি থেকে যায়। তাই ফোনটা বের করে ইফতারের কয়েক মিনিট আগ মুহূর্ত আমার ফোনে একটা সেলফি ছবি ধারণ করি। যে ছবিটি আপনারা উপরে দেখতে পাচ্ছেন। যদিও ফোনে সকলেই ক্যামেরা বন্ধ হতে পারেনি তবে আমাদের মসজিদে অর্থাৎ আমাদের মহল্লায় প্রতিদিন ৮০ প্লাস রোজাদার থাকে। আর এই ৮০-৯০ জন বা ১০০ জন একসাথে ইফতার করতে পেরে সত্যি খুবই ভালো লাগে।

IMG20240318181533.jpg

উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন ইফতারের আইটেম। আলহামদুলিল্লাহ ইফতার করার আগ মুহূর্তটা খুবই দারুণ হয়ে থাকে। কারণ সারাটা দিন খাওয়া দাওয়া থেকে বিরত থেকে এই মাগরিবের আজানের অপেক্ষায় থেকে যে খাবার নে আমরা বসে থাকি এই মুহূর্তটা খুবই ভালো একটি মুহূর্ত। ইফতারি করার আগেই আমি উপরের এই ছবিটা আমার ফোনে ধারণ করি। তবে সারাটা দিন রোজায় থাকার পরে যখন ইফতারি করা হয় একসাথে তখন খুবই ভালো লাগে। আর এই ইফতারি করার পরে সারাটা দিনের কষ্ট ভুলে যাই। মনে হয় এজন্য কোন কষ্টই না আর এই মাগরিবের সময় ইফতারি করার মাধ্যমে মনের মধ্যে একটা প্রশান্তি লাগে খুবই ভালো লাগে।

আজকের মতো এখানেই শেষ করছি

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

রমজান মাস উপলক্ষে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মসজিদের মধ্যে ইফতারীর আয়োজন করা হয়ে থাকে। আর সবাই মিলে মসজিদে ইফতার করতে বেশ ভালোই লাগে। ইফতার করার পর মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে। আপনি আজকে মসজিদে ইফতার করার খুবই সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

হা ভাই আপনি ঠিকই বলেছেন আমাদের গ্রামে ৩০ টি রোজায় ইফতারি দেওয়া হয়।কিন্তু আমার ইফতারি গ্রামে করা হয় না কারণ আমি গাংনীবাজারে ছোট্ট একটি চাকরি করি। অনেক সুন্দর একটি মুহূর্ত পোস্ট শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

 6 months ago 

সবাই মিলে ইফতারি করতে বেশ ভালই লাগে। আমাদেরও ইচ্ছা আছে সকল বন্ধুরা মিলে একসাথে ইফতারি পার্টি করার জন্য। এবার রহমতের মাসটি বেশ ঠান্ডায় ঠান্ডায় যাচ্ছে। রোজা করতে খুব একটা কষ্ট হচ্ছে না। আজকের দিনটি একটু কঠিন ছিল আর কি। খুবই ভালো লাগলো ৮০ প্লাস রোজাদার থাকে আপনাদের গ্রামে। সৃষ্টিকর্তা রোজা কবুল করুক।আমিন।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ভাইয়া আমাদের মহল্লায় ৮০+ রোজাদার।

 6 months ago 

ঠিক বলেছেন ভাইয়া সারাদিন রোজা রাখার পর সামনে ইফতারের নিয়ে বসে থাকার মুহূর্তটা অনেক‌ ভালো লাগে। মসজিদে একসঙ্গে সবাই মিলে ইফতার করার কিছু মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ।সত্যি একসঙ্গে ৮০-৯০ জন ইফতার করার মজাই আলাদা ।ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হমম ধন্যবাদ।

 6 months ago 

রমজান মাস সবাই মিলে মসজিদে ইফতার করতে খুবই ভালো লাগে। আমাদের এইদিকেও আমার সব বন্ধু গুলো এক সাথে মসজিদে ইফতার করি।আমার পরিবার থেকে একবার মসজিদে ইফতার দেওয়া হয়েছে। যাইহোক আপনার পরিবার দুইবার দিতে চাইছিলো আলহামদুলিল্লাহ দিয়েছেন। আপনি সুন্দর একটা মূহুর্ত কাটিয়েছেন। আসলে সারাদিন রোজা রেখে রোজাদার ব্যক্তির সামনে যখন ইফতার আসে তখনই রোজাদার অনেক খুশি হন।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।

 6 months ago 

মসজিদে সবাই মিলে একসাথে ইফতার করার খুব সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করেছেন আপনি। আসলে সবাই মিলে একসাথে ইফতার করার মজা একেবারে আলাদা৷ মসজিদে অনেকেই একত্রিত হয়ে থাকে৷ যখন সেখানে সকলের সাথে ইফতার করা হয় তখন মনের মধ্যে একটি আলাদা ভালো লাগা ও ভালোবাসা কাজ করতে থাকে৷ আপনি মসজিদে সবাই মিলে একসাথে ইফতার করার খুব সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ৷

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 6 months ago 

প্রতিনিয়ত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63193.07
ETH 2456.90
USDT 1.00
SBD 2.67