Diy //এসো নিজে করি// রঙিন পেপার দিয়ে শাপলা ফুল তৈরি// ১০% shy-fox লাজুক খ্যাক কে//16-11-2021

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো, বন্ধুরা


আসসালামু আলাইকুম☀️

আমি @𝕓𝕚𝕡𝕝𝕠𝕓25 বাংলাদেশ থেকে🇧🇩




নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। আমি ও অনেক ভালো আছি।আজকে আমার বাংলার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট টি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমি রঙ্গিন পেপার দিয়ে শাপলা ফুল তৈরি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করবো।

☀️ তা হলে বন্ধুরা চলুন শুরুকরা যাক। ☀️



🧸 🧸
রঙ্গিন পেপার দিয়ে শাপলা ফুল তৈরি

উপকরণঃ দুটি রঙিন পেপার।
👁️👁


IMG_20211116_184845.jpg

IMG_20211116_184738.jpg



☀️ ধাপ-১☀️


IMG_20211116_181451.jpg


এখানে প্রথমে আমি দুটো রঙ্গিন পেপার নিয়েছি।


☀️ ধাপ-২☀️


IMG_20211116_181634.jpg


এখানে আমি তিন কোন এর মত করে ভাঁজ করে নিলাম।


☀️ ধাপ-৩☀️


IMG_20211116_181809.jpg


কাগজটি সমান করার জন্য সাইটের বাকি অংশটুকু কেটে নিলাম।


☀️ ধাপ-৪☀️


IMG_20211116_181902.jpg


চারপাশে ভাঁজ করে দাগ দিলাম।


☀️ ধাপ-৫☀️


IMG_20211116_181940.jpg


দাগ গুলোর মধ্য দিয়ে উল্টে নিলাম।


☀️ ধাপ-৬☀️


IMG_20211116_182116.jpg

IMG_20211116_182038.jpg


কণাগুলো আবার উল্টে ছোট করে নিলাম।


☀️ ধাপ-৭☀️


IMG_20211116_182639.jpg


তারপর দুটোই সমান করে নিলাম।


☀️ ধাপ-৮☀️


IMG_20211116_182730.jpg


আবার উলটে নিলাম।


☀️ ধাপ-৯☀️


IMG_20211116_182858.jpg


কোন গুলো আবার ছোটো করে ভেঙ্গে নিলাম।


☀️ ধাপ-১০☀️


IMG_20211116_183338.jpg

IMG_20211116_183022.jpg


কোন গুলো একটি আরেকটির মধ্যে ঢুকিয়ে দিলাম।



☀️ ধাপ-১১☀️


IMG_20211116_183523.jpg


তারপর এখানে ডাটা দেওয়ার জন্য ছোট টুকরো কাগজ নিলাম।



☀️ ধাপ-১২☀️


IMG_20211116_183717.jpg


এই কাগজের অংশটিকে গোল করে পেচিয়ে নিলাম।



☀️ ধাপ-১৩☀️


IMG_20211116_184103.jpg


শাপলা ফুলের মাঝখানে ডাটা দিকে ঢুকিয়ে দিলাম।


☀️ ধাপ-১৪☀️


IMG_20211116_184649.jpg

IMG_20211116_185106.jpg


আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমার এই শাপলা ফুলটি তৈরি হয়ে গেল।
👁️👁️


এই রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় সেগুলো দেখতে অনেক সুন্দর ও ভালো লাগে বন্ধুরা আপনারা ও চাইলে এরকম আরো অনেক কিছু তৈরি করতে পারবেন।

তো আমার বাংলা ব্লগের বন্ধুরা এই ছিল আজকে রঙ্গিন কাগজ দিয়ে শাপলা ফুল তৈরি তারপর এখানেই শেষ করছি।




🌻আশা করি সবার ভালো লাগবে।ভালো থাকবেন সুস্থ্যথাকবেন।🌻



শুভেচ্ছান্তে,
@biplob25

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Sort:  
 3 years ago 

শাপলা ফুল তৈরি সুন্দর ছিল। পাতা গুলো ছড়ানো বেশি হলে আরও ভালো লাগতো। ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা অনেক সুন্দর। শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ। ❤️❤️

 3 years ago 

রঙিন পেপার দিয়ে শাপলা ফুল তৈরি অসাধারণ হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছে।
শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার রঙিন পেপার দিয়ে শাপলা ফুল তৈরি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি উপস্থাপন করছেন অনেক সুন্দর। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

রঙিন পেপার দিয়ে শাপলা ফুল তৈরি করেছেন। আমার খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপনা করেছেন। দেখার মত ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বেশ ভালো কাজ করছেন আপনি

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনার শাপলা ফুলটি খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর সুন্দর দুটি কাগজ আপনি বাছাই করেছেন ।কালারটি আমার কাছে দারুন লেগেছে। দুটি ফুলকে চমৎকার লাগছে দেখতে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি শাপলাফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32