এসো নিজে করি রঙিন পেপার দিয়ে শার্ট তৈরি //১০% বেনিফিসিআরিজ shy-fox এর জন্য রইলো

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো, বন্ধুরা


আসসালামু আলাইকুম🕯️🕯️🕯️🕯️

আমি @biplob25 বাংলাদেশ থেকে🇧🇩




নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। আমি ও অনেক ভালো আছি।আজকে আমার বাংলার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট টি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমি রঙ্গিন পেপার দিয়ে শার্ট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করবো।

🍓 তা হলে বন্ধুরা চলুন শুরুকরা যাক। 🍓



আজ রবিবার, ২৩ ই জানুয়ারি ২০২২ইং



IMG_20220123_201215.jpg



উপকরণ, একটি রঙ্গিন পেপার ও কালার মার্কারপেন।


🥥🥥 ধাপ নাম্বার -১ 🥥🥥


IMG_20220123_192629_053.jpg


প্রথমে একটি রঙ্গিন পেপার নিয়েছি।


image.png



🥥🥥 ধাপ নাম্বার -২ 🥥🥥


IMG_20220123_193015.jpg


তারপর মাঝখান দিয়ে ভাজ করে নিয়েছি।



image.png


🥥🥥 ধাপ নাম্বার -৩ 🥥🥥


IMG_20220123_193212.jpg


আবারও দু পাশে ছোট ভাজ করে নিয়েছি।


image.png



🥥🥥 ধাপ নাম্বার -৪ 🥥🥥


IMG_20220123_193351.jpg


তারপর ডান দিকের কোণ মুড়িয়ে দিলাম।

image.png



🥥🥥 ধাপ নাম্বার -৫ 🥥🥥


IMG_20220123_193425.jpg


পর পর দুই দিকের কোণ মুড়িয়ে দিলাম।

image.png



🥥🥥 ধাপ নাম্বার -৬ 🥥🥥


IMG_20220123_194131.jpg


তারপরে অপর দিকে উল্টে নিয়েছি।

image.png



🥥🥥 ধাপ নাম্বার -৭ 🥥🥥


IMG_20220123_194219.jpg


এবার দু দিকের কোন মুড়িয়ে দিলাম।

image.png



🥥🥥 ধাপ নাম্বার -৮ 🥥🥥


IMG_20220123_203614_892.jpg


তারপর নিচের দিকের অংশ টি উপরে উঠিয়ে কলারের সঙ্গে জুড়ে দিলাম।

image.png



🥥🥥 ধাপ নাম্বার -৯ 🥥🥥


IMG_20220123_201215.jpg


এবার কালার মার্কার পেন দিয়ে শাটের মাঝখানের বোতাম দিয়ে দিলাম।


🥥🥥 ধাপ নাম্বার -১০ 🥥🥥


IMG_20220123_201751.jpg


সবশেষে আমার নেই রঙ্গিন পেপার দিয়ে শার্ট তৈরি শেষ হয়ে গেল।

image.png



তো আমার বাংলা ব্লগের বন্ধুরা এই ছিল আজকে রঙ্গিন পেপার দিয়ে শার্ট তৈরি তারপর এখানেই শেষ করছি।




💞আশা করি সবার ভালো লাগবে।ভালো থাকবেন সুস্থ্যথাকবেন।💞





ধন্যবাদ সবাইকে




শুভেচ্ছান্তে,
@biplob25

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKNWeDfUiokNKKNV.gif

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে শার্ট তৈরি করেছেন।শার্টটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং শার্ট তৈরির প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে আপনার তৈরি শার্ট টি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। সাথে একটা প্যান্ট দিলে পরিপূর্ণ হয়ে যেত। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।

ভাই আপনার রঙিন কাগজ দিয়ে দারুন ভাবে শার্ট তৈরি করছেন।যা দেখে আমি মুগ্ধ হলাম।আকার সাথে উপস্থাপনা অনেক সুন্দর।অনেক শুভ কামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি শার্ট তৈরি করেছেন। দেখতে একেবারে সত্যি কারের শার্ট বলে মনে হচ্ছে। এরকম রঙিন কাগজের অরিগ্যামি গুলো তৈরি করতে ভিশন সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। কারণ এগুলো তৈরি করতে অনেক গুলো ভাঁজ দিয়ে তৈরি করতে হয়। অনেক ভালো লাগলো আপনার তৈরি করা রঙিন কাগজের শার্ট।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি শার্ট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরিকৃত রঙিন কাগজের এই শার্ট দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যিই আমি মুগ্ধ আপনার এরকম একটি কাজ দেখে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56587.45
ETH 2991.05
USDT 1.00
SBD 2.15