কবিতা আবৃতি//আমার বাংলা ব্লগ// আমি @biplob25//১৮-০৬-২০২১

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো, বন্ধুরা




আমি @𝕓𝕚𝕡𝕝𝕠𝕓25 বাংলাদেশ থেকে🇧🇩



নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন।আমিও অনেক ভালো আচি।আজকে আমি আমার বাংলা ব্লগ একটি কবিতা আবৃতি শেয়ার করবো। শেয়ার করবো।


🌹আমার কবিতাটির নাম হচ্ছে শব্দ দূষণ, লিখেছেন সুকুমার বড়ুয়া🌹



🌺 তা হলে বন্ধুরা চলুন শুরুকরা যাক। 🌺


💐কবিতার ভিডিও লিংক💐.....🎙🎙

🐝শব্দদূষণ🐝

সুকুমার বড়ুয়া


গরু ডাকে হাস ডাকে ডাকে কবুতর


গাছে ডাকে শত পাখি সারাদিন ভর।


মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে


নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে।


দোয়েল চড়ুই মিলে কিচিরমিচির


গান শুনি ঘুঘু আর টুনটুনির।


শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে


ঘুম দেয়া মুশকিল হর্নের হাঁকে।


সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন


দরজায় বেল বাজে, কান পেতে শোন।


গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে


ছোটদের হইচই স্কুল মাঠে।


পল্লীর সেই সুরে ভরে যায় মন


শহুরে জীবন জ্বালা- শব্দদূষণ।



🌻আশা করি সবার ভালো লাগবে।ভালো থাকবেন সুস্থ্যথাকবেন।🌻


শুভেচ্ছান্তে,
@🇧 🇮 🇵 🇱 🇴 🇧 25
Sort:  
 4 years ago 

ভিডিওটি দেখলাম। ভালো চেষ্টা করেছেন। লেগে থাকুন আশাকরি ভবিষ্যতে আরও ভালো করতে পারবেন । আসলে ক্যামেরার সামনে কোন কিছু করা আসলেই কষ্টকর। যাইহোক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

চেষ্টা ভালোই করেছেন আবৃত্তি করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 4 years ago 

ভালোই কবিতা আবৃত্তি করেছেন। ধন্যবাদ আপনাকে কবিতাটি নিজের মুখে আবৃত্তি করে শোনানোর জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

এক কথায় অনবদ্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98939.69
ETH 3476.97
USDT 1.00
SBD 3.22