পরিচয় পর্ব ১ আমার বাংলা ব্লগ @bijoymarma আমার প্রথম পোস্ট

হাই
সবাইকে নম্সকার
আমার নাম বিজয় মারমা। আমার বয়স ৩০ বছর
লেখা পড়া বি এস এস
আমি চাকুরী করি =বাইং হাউজের
আমি থাকি ঢাকা নারায়ণগঞ্জ

আমার বাবা একজন কৃষক আমাদের মুটামুটি অনেক জমি আছে
তাই মুটামুটি ভালো চলে
আমরা চার ভাই। আমাদের কোন বোন নাই। আর তিন ভাই দেশের বাড়িতে থাকে
আমার বড় দুইটা ভাই আছে আমার নিচে একটা ছোট ভাই আছে

IMG_20230505_223218.jpg

গ্রামের বাড়িতে যাওয়ার সময়। অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায় তবে অনেক গুলো ফুল নাম আমার অজানা তবে। তবে ফুল গুলো দেখতে অসাধারণ সুন্দর। তাই অনেক গুলো ফুল ছবি নিলাম। তাই সবাই সাথে করলাম, যদি কেউ ভালো লাগে আমাকে জানাবেন, তাহলে আরো কিছু ফুলের ছবি আপনাদেরকে উপহার দিবো

IMG_20230426_083010.jpg

IMG_20230426_083304_1.jpg

IMG_20230424_173518.jpg

IMG_20230423_164240.jpg

এটা আমার কুড়া এটা চট্টগ্রাম ভাষা। আমার অনেক ভালো লাগে তাই কুড়া পালাই
কুড়া দেখতে অনেক সুন্দর লাগে। আর দেশি কুড়া মাংস খাওয়ার মজা আলাদা।
আর দেশি কুড়া যদি পালায় ভালো কিছু লাভ বান করা যায়। তাই আমার অনেক দেশি কুড়া আছে
আর দেশি কুড়া পালাতে বশি কিছু খরচ হয় না
তাই সবাই চেষ্টা করে দেখতে পারে। এতে আপনার ভালো লাভ হইতে পারে
এই জন্য সবাইকে ধন্যবাদ
IMG_20230423_172933.jpg

আমাদের গ্রামের গাছের আম। এটা হচ্ছে তিন বছরে আম এই আম আমাদের রাংগামাটিতে পাওয়া যায়। এই আম গুলো অনেক মিস্টি এই আম আমার প্রিয় খাবার। তাই আমদের এখানে প্রায় সবাই কম বেশি আমের বাগান করে। আমের সিজনের বাজারে আম বিক্রি করে মুটামুটি ভালো লাভ করে
প্রায় অনেক আমের বাগান করে ভালো করে সংসার চলে। আর এর পাশাপাশি আরো অনেক রকমে ফসল চাষ হয়
IMG_20230423_175953_1.jpg

আমাদের গ্রামের সহজ সরল খেতে খাওয়া মানুষের জীবন। এরা আসলে অনেক সহজ সরল স্বভাবের মানুষ এরা একটু সময় পেলে এভাবে গাছের নিচে একসাথে গল্প করে, তাই তাদের জীবন এভাবে চলে
তবে আমার কাছে অনেক ভালো লাগে। আমি ও মন চাই তাদের মত গ্রামের থাকতে, আমরা শহরে থাকি শহরে নিয়মে
আমরা শহরে মানুষ গুলো নিজেকে অনেক চালাক মনে করে
আমি কাউকে ছোট করার জন্য লেখিনাই
নিজে অনুভূতি প্রকাশ করলাম
IMG_20230425_142524_1.jpg

আমি এই প্লাটফর্ম সম্পর্কে জানতে পেরেছি আমাদের @mabedin.mac স্যারে মধ্যেমে
তাই এই প্লাটফর্ম টি আমার কাছে ভালো লেগেছে

আমি এই।আমার বাংলা ব্লগ প্লাটফ্রমে কাজ করে যাবো
সততার সঙ্গে
সবাই সবাইকে একটু সাহায্য করবেন
সবাই এখানে কিছু নিয়ম অনুযায়ী কাজ করবো,
তাই সবাই সবাইকে সাহায্য করবেন

ধ্যনবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

তাহলে আরো কিছু লিখতে হবে ।
ঠিক আছে

 2 years ago 

আপনি এই কমিউনিটি সম্পর্কে কার মাধ্যমে জানতে পেরেছেন তা এখনো উল্লেখ করেন নি, এখনি এডিট করে তার ডিটেইলস শেয়ার করুন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 70213.83
ETH 2453.22
USDT 1.00
SBD 2.38