You are viewing a single comment's thread from:
RE: জেনারেট রাইটিং :- হনুমানের দাঁত খিল-খালানো।
খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আজকে আপনি পোস্ট শেয়ার করেছেন। আসলে সমাজে এমন অনেক মানুষই থাকে যারা মানুষদেরকে মানুষ বলেও মনে করে না৷ তারা নিজেদেরকে এমন একটা কিছু মনে করে যে তারা সবকিছুই ভালোভাবে করতে থাকে৷ এত ভালোভাবে তারা মানুষদেরকে নিচু করতে থাকে এবং অপমান করতে থাকে যে তারা নিজেদেরকে অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করে৷ তবে তাদেরকেও একটা না একটা সময় সেই পরিস্থিতির শিকার হতে হবে৷ কারণ প্রকৃতি সব কিছুরই জবাব মানুষকে দেয় যা মানুষ পরবর্তীতে বুঝতে পারে৷
জি ভাই আপনার কথার সাথে আমি একমত বর্তমান সময়ে মানুষ খুব মানুষকেও ছোট করে। সমাজ এমন মানুষের অবস্থা এখন বেশি।