RE: জেনারেল রাইটিং ৷৷ বড় যদি হতে চাও ছোট হও তবে ৷
খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এই পোস্ট পড়ে খুবই ভালো লাগলো৷ আসলে ছোটবেলায় এরকম বিষয় নিয়ে অনেই ভাব-সম্প্রসারণ পড়া হয়েছিল৷ এখন তা বাস্তবেই বুঝতে পারছি৷ আসলে কেউ কখনো হুট করে বড় হয়ে যেতে পারে না৷ আর কেউ যদি নিজেকে বড় দাবি করে তাহলে সে কখনোই বড় হবে না৷ তার কাজের মাধ্যমে তাকে বড় হতে হবে। এভাবে কাজ করলে তাকে সবাই ভালবাসতে থাকবে। যদি সে ভালো কাজের মাধ্যমে সকলের মন জয় করে নিতে পারে তাহলে সে মানুষের মনের মধ্যে একটি উচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারে৷ তেমনি সে তার নিজস্ব জীবনেও অনেক বেশি পরিমাণে সফলতা অর্জন করতে পারবে৷ অন্যদিকে সে যদি কোন ধরনের সফলতা অর্জন না করে এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে কিন্তু সে নিজেকে নিজ থেকে বড় দাবি করতে থাকে তাহলে সে কখনোই বড় হতে পারবেনা৷ মানুষ যখন বলবে যে সে সফল হয়েছে এবং সে উচ্চশিখরে পৌঁছে গিয়েছে তখনই সে উপলব্ধি করতে পারবে যে সে বড় হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ একটি পোস্ট শেয়ার করার জন্য৷
জি ভাই সেই মাধ্যমিক থেকে ভাব সম্প্রসারণ পরেছি ৷ এখনো পরছি কিন্তু এ বড় হওয়ার পেছনে আমরা তেমন কিছু করছি না ৷ ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷
একদম। আপনার এই পোস্ট পড়ে আমার সেই দিনের কথা মনে পড়ে গেল।