টিউটোরিয়াল ~ " কিভাবে Instagram account কে Facebook account থেকে unlink করবেন "

in আমার বাংলা ব্লগ8 months ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


আজকে আমি আপনাদের মাঝে একটা ভিন্ন ধরনের পোস্ট নিয়ে চলে আসলাম৷ আজকে আমি একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করব৷ আশা করি এই পোস্টটি হয়তো অনেকেই পূর্ববর্তী সময়ে অন্য কারো কাভহ থেকে দেখেছেন৷ আমি যখন এই পোস্টটি তৈরি করছিলাম তখন অনেক ভালো লাগছিল ৷ যখন আমি এটি তৈরি করার চেষ্টা করলাম তখন অনেক কিছুই দেখতে পেলাম৷ আশা করি এই কমিউনিটির মধ্যে যারা নতুন রয়েছেন তারা হয়তো এরকম কোন কিছুই দেখেননি ও সম্পাদনা করেননি৷ তাই আমি সকলের জন্য এরকম একটি টিউটোরিয়াল পোস্ট নিয়ে চলে আসলাম৷ আজকের এই টিউটোরিয়াল পোস্টটি হলো ~ কিভাবে Instagram account কে Facebook account থেকে unlink করবেন।

আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ফেসবুক ব্যবহার করে থাকি৷ তবে গুটি কয়েক মানুষজন ইনস্টাগ্রাম চালায়৷ হয়তো এখন অনেকে প্রবেশ করেছেন এবং ফেসবুকে থেকে এখন ইনস্টাগ্রামে তেমন একটা বেশি মানুষজন আসেনি৷ ফেসবুক থেকেই ইনস্টাগ্রামের উৎপত্তি হয়েছে এবং ফেসবুকের প্রতিষ্ঠাতাই ইনস্টাগ্রাম অ্যাপ তৈরি করেছেন। যখন আমরা ফেসবুকে প্রবেশ করি তখন যাদের ইনস্টাগ্রাম একাউন্ট নেই তাদেরকে খোলার কথা একটু বলা হয় । যদি আমরা সেখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং সবকিছু দিয়ে আমাদের ইনস্টাগ্রাম একাউন্ট খুলতে চাই তাহলে সেখান থেকে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি তাহলে সেটি লিংক হয়ে যাবে৷ দুটি একসাথে চালানো যাবে৷ যদি আমরা ফেসবুকে কোন কিছু শেয়ার করি তা অটোমেটিক্যালি ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যাবে৷ যদি আমরা কোন কিছু ইনস্টাগ্রামে শেয়ার করি তা অটোমেটিক্যালি ফেসবুকেও শেয়ার হয়ে যাবে৷ তাই হয়তো এই সমস্যা অনেকেই সমাধান করেছেন এবং অনেকেই চাচ্ছেন যে এই সমস্যাটি থেকে কিভাবে দূর করা যায়৷ তাই বিভিন্ন কারণবশত আমাদেরকে এই ইনস্টাগ্রামকে ফেসবুকে একাউন্ট থেকে আলাদা করতে হয়৷ আলাদা করার প্রক্রিয়া একেবারেই সহজ৷ সেই সহজ কিছু প্রক্রিয়ায় আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম৷ আশা করি এটি আপনাদের অনেক উপকারে আসবে৷

ধাপ-০১

Screenshot_20240330_142141_Google Play Store.jpg

প্রথমে আমরা প্লে স্টোর থেকে আমাদের যে Instagram app রয়েছে সেটি ইনস্টল করে নেব৷ এর অরজিনাল অ্যাপ এর মধ্যেই আমরা এই কাজটি করতে পারব৷ আমি কখনো এর লাইট ব্যবহার করিনি৷ লাইট অ্যাপ এ হয়তো একটু ঝামেলা পোহাতে হয়৷ তাই আমরা অরজিনাল যে অ্যাপটি রয়েছে সেটি ইন্সটল করে নেব এবং ইন্সটল করার পর ওপেন করব।

ধাপ-০২

20240330_143213.jpg

ওপেন করার পর আমাদের যাদের একাউন্ট নেই তাদের একাউন্ট খুলতে হবে যা একেবারেই সহজ৷ যাদের আছে তারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন৷ আমারও অ্যাকাউন্ট রয়েছে তাই আমি প্রবেশ করার পরে যে সকল পোস্টগুলো রয়েছে আমাদের স্টিমিট এর মত সেরকমই এখানে পোস্ট এসেছে।

ধাপ-০৩

Screenshot_20240330_142350_Instagram.jpg

এরপর নিচে একেবারে কর্ণারে যে প্রোফাইলের অংশটি রয়েছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমরা আমাদের নতুন একটি সেটিংসে প্রবেশ করব৷ আমরা পূর্ববর্তী সময়ে আমাদের প্রোফাইলে যা কিছু শেয়ার করেছি এবং আমাদেরকে যারা ফলো করেছে এবং যাদেরকে আমরা ফলো করেছি সব কিছু এখানে দেখা যাবে।

ধাপ-০৪

Screenshot_20240330_142359_Instagram.jpg

এরপর একেবারে উপরের কর্ণারে যে তিনটি দাগ রয়েছে সেখানে ক্লিক করতে হবে৷ চাইলে আমরা আমাদের প্রোফাইলের অন্য সেটিং থেকে ও গিয়ে প্রবেশ করতে পারবো৷ যেহেতু এখন আমি সহজে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তাই এই তিনটি দাগের স্থানে ক্লিক করলেই আবার অন্য একটি ইন্টারফেস এখানে শো করবে।

ধাপ-০৫

Screenshot_20240330_142442_Instagram.jpg

সেখানে ক্লিক লিখার পরে আমরা আমাদের সেটিং এ চলে যাব৷ সেটিংসে চলে যাওয়ার পরে একেবারে প্রথমে আমরা একাউন্ট সেন্টার নামে একটি অপশন দেখতে পাবো৷ সেখানে ক্লিক করব৷ সেখানে ক্লিক করার পরে আমরা আরো কিছু বিষয় দেখতে পাবো।

ধাপ-০৬

Screenshot_20240330_142558_Instagram.jpg

সেখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলেই আমরা একাউন্ট নামে একটা অপশন দেখতে পারবো৷ এর উপরেও কিছু অপশন রয়েছে যা আমাদের এখন প্রয়োজন নেই৷ তাই জন্য আমরা একেবারে নিচের দিকে চলে আসবো এবং অ্যাকাউন্ট নামের অপশনে ক্লিক করব৷ একাউন্ট নামের অপশনে ক্লিক করার পরে আরও কিছু বিষয় এখানে আসবে।

ধাপ-০৭

Screenshot_20240330_142605_Instagram.jpg

এরপর আমরা আমাদের ইনস্টাগ্রাম একাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট দুটি এখানে একসাথে দেখতে পারবো৷ আমরা যে কোন একাউন্টে এখান থেকে রিমুভ করে দিতে পারব। চাইলে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ করতে পারব। চাইলে আমরা আমাদের ইনস্টাগ্রাম একাউন্টকেও রিমুভ করতে পারব৷ যেহেতু আমরা এখন আমাদের ফেসবুক একাউন্ট এখান থেকে রিমুভ করার জন্য এসেছি তাই আমরা ফেসবুক একাউন্টের এখানে যে রিমুভ
অপশনটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব।

ধাপ-০৮

Screenshot_20240330_142611_Instagram.jpg

রিমুভ অপশনে ক্লিক করার পরে আমাদেরকে কনফার্মেশন এর জন্য আরো একটি পেজ আসবে৷ সেখানে প্রথমেই যে রিমুভ একাউন্টের অপশন আছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে নতুন একটি ইন্টারফেস আসবে৷ সেখান থেকে আমরা আমাদের একাউন্টকে রিমুভ করতে পারব।

ধাপ-০৯

Screenshot_20240330_142616_Instagram.jpg

এবার একদম শেষ পর্যায়ে আমরা এখানে সব কিছু করার পরে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে৷ রিমুভ হওয়ার সাথে সাথে এখানে একটি পপ আপ নোটিফিকেশন দেখাবে যে আপনার একাউন্টটি রিমুভ হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে পরবর্তীতে যদি আমরা আবার দেখি তখন আমরা সেখানে আর দুটি অ্যাকাউন্ট দেখতে পারবো না৷ শুধুমাত্র আমাদের একটা একাউন্টে দেখা যাবে।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

20240306_081102.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png



cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

বাহ ভাইয়া আপনার কাছ থেকে দারুণ একটি বিষয় শিখে নিলাম। আমি নিজেই ফেইসবুক ব্যবহার করি।তবে কখনো instagram ব্যবহার করি নাই আর একাউন্ট খুলি নাই। তবে আজকে আমি ইনস্টাগ্রাম টা খুলে এমন ভাবে সিস্টেম করে নিবও।বেশ দারুণ একটি সেটিংস।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 8 months ago 

অবশ্যই তাহলে আপনি দুটি আলাদাভাবে যেরকম চালাতে পারবেন তেমনি একসাথে লিংক করেও চালাতে পারবেন।

 8 months ago 

খুবই সুন্দর একটা টিউটোরিয়াল আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এটা যারা করতে পারে না তাদের জন্য এই টিউটোরিয়াল টা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিছুদিন আগে আমিও এই ভাবেই instagram এর সাথে ফেসবুকে লিংকআপ করে দিয়েছি।

 8 months ago 

অবশ্যই৷ যারা এই বিষয়টি সম্পর্কে অবগত নন তারা এই টিউটোরিয়াল থেকে এটি করে নিতে পারবে।

 8 months ago 

বেশ কিছুদিন ধরে আমি এমন একটি পোস্ট বা ভিডিও খুঁজে খুজতেছি। যেখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ফেসবুক রিমুভ করে দিতে পারবো। অবশেষে ভাই আপনার পোস্টের মাধ্যমে আমি আমার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ফেসবুক রিমুভ করতে সক্ষম হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার পোস্টের মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি। অসংখ্য ধন্যবাদ ভাই অনেক শিক্ষানীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনি অনেকদিম ধরে এরকম পোস্ট অথবা ভিডিও খুজতেছিলেন শুনে খুব ভালো লাগলো। আশা করি এখান থেকে আপনি খুব ভালোভাবে এই কাজটি করতে পারবেন।

 8 months ago 

হ্যা ভাই আমি খুব সুন্দর ভাবে কাজটি করতে সফল হয়েছি।

Posted using SteemPro Mobile

 8 months ago 

যদিও এ বিষয়গুলো আমার জানা আছে তবে আপনার পোস্টটা আজকে দেখে ভালো লাগলো। যারা জানেন না তারা খুব সহজে এ বিষয়গুলো শিখতে পারবেন। তবে এটা ঠিক ফেসবুক ইউজারের সংখ্যা বেশি হলেও instagram এখনো খুব কম মানুষ ইউজ করে। তবে আমি প্রায় বেশ কিছুদিন ধরেই ইউজ করছি। ফেসবুক থেকেও ইনস্টাগ্রামে আমি বেশি একটিভ থাকি। যাই হোক আপনার টিউটোরিয়াল পোস্টটি দেখে ভালো লাগলো।

 8 months ago 

আপনার এই বিষয় জানা আছে শুনে খুব ভালো লাগলো। আসলে অনেকে এই জানেন না। আর আপনি ইনস্টাগ্রামে এখন বেশি এক্টিভ শুনেও ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.21
JST 0.035
BTC 91999.86
ETH 3131.58
USDT 1.00
SBD 3.08