লেভেল এক হতে আমার অর্জন

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। সবাই আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি তবে এই মুহুর্তে একটুখানি নার্ভাস! কারন কিছুদিন আগেই আমাদের লেভেল ওয়ানের ক্লাস শেষ হয়েছে এবং সেই ক্লাস থেকে আমার অর্জনসমূহ নিয়ে আজকের এই পোস্টটি লিখতে বসেছি।তো চলুন শুরু করা যাক।

আমার বাংলা ব্লগে ব্লগ লেখার জন্য এবং এই কমিউনিটির সদস্য হয়ে থাকবার জন্য কতিপয় কিছু নিয়ম-কানুন ও বিধিনিষেধ মেনে চলতে হয়।এজন্য কিছু কিছু টার্ম যেমন : স্পামিং, কপিরাইট, প্লাগারিজম, রিরাইট আর্টিকেল, ম্যাক্রোপোস্ট,ট্যাগের ব্যবহার ইত্যাদি সম্পর্কে ধারণা রাখতে হবে।তো প্রথমেই আসা যাক স্পামিং নিয়ে।

স্পামিং:

বারবার করা অবাঞ্ছিত বিরক্তিকর বিভিন্ন কর্ম কান্ড যেমন - অপ্রয়োজনীয় ট্যাগের ব্যাবহার কিংবা কাউকে অপ্রয়োজনে বারবার মেনশন দেওয়া, কারু পোস্ট সঠিকভাবে না বুঝে অযথা অপ্রাসঙ্গিক মন্তব্য করা কিংবা সকল পোস্টে একই ধরনের দায়সারা গোছের মন্তব্য করা, একই পোস্ট বারবার করা,24 ঘন্টায় তিনটির অধিক পোস্ট করা ইত্যাদি স্পামিং হিসেবে বিবেচিত হবে। সুতরাং এই বিষয় খেয়াল রাখতে হবে।

কপিরাইট সম্পর্কে ধারণা:

কোনো ইন্টেলেকচুয়াল প্রোপার্টির মালিক বা ক্রিয়েটর যে আইনের মাধ্যমে তাদের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি সংরক্ষণ করতে পারেন তাকে কপিরাইট আইন বলে।তবে ওই মালিক বা ক্রিয়েটর এর অনুমতি ছাড়া তার মেধাপ্রসূত সম্পদ ব্যাবহার করা বা হুবহু কপি করে নিজের বলে চালিয়ে দেওয়া এই আইন লংঘনীয় অপরাধ। এমনকি অন্যের থেকে নেওয়া ছবি, ভিডিও নিজের লেখায় শেয়ার করা যাবে না। লেখাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য মাঝে মাঝেই ছবি, ভিডিও ইত্যাদির প্রয়োজন হয়।এক্ষেত্রে কপিরাইট ফ্রি সোর্স থেকে এগুলো সংগ্রহ করতে হবে এবং অবশ্যই সোর্সের নাম উল্লেখ করতে হবে।
কয়েকটি কপিরাইট ফ্রি ওয়েবসাইটের নাম হলো:
১.www.pexels.com
২.www.pixabay.com
৩.www.freeimages.com

ট্যাগের ব্যবহার ও ব্যবহারের কারন:

ট্যাগ হলো যে বিষয়ে পোস্ট লেখা হয় সেই সম্পর্কে ছোট ছোট কিছু কি -ওয়ার্ড যার সাহায্যে সহজেই পোস্টের ধরন সম্পর্কে বোঝা যায় এবং সহজেই পোস্টটি খুঁজে পাওয়া যায়। রেসিপি শেয়ারিং পোস্ট, ড্রয়িং পোস্ট, ট্রাভেলিং পোস্ট, ফটোগ্রাফি পোস্ট ইত্যাদি এদের প্রত্যেকের জন্যই আলাদা আলাদা ট্যাগ ব্যবহার করা হয়।ফলে সহজেই ওই রিলেটেড পোস্টগুলো খুঁজে পাওয়া যায়।আবার বিভিন্ন স্পর্শকাতর যেমন: সড়ক দুর্ঘটনা, মারামারি, অগ্নিকাণ্ড ইত্যাদি রিলেটেড পোস্টগুলো কেউ চাইলে সহজেই ইগ্নোর করতে পারে এজন্য NSFW ট্যাগটি ব্যবহার করতে হয়।

যেসব পোস্ট লেখা নিষিদ্ধ :

১. বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় পোস্ট লেখা নিষিদ্ধ।
২.অন্যকে অপমান করে কিংবা হেয় করে বিদ্বেষমূলক পোস্ট।
৩. নারী নির্যাতন কিংবা শিশু নির্যাতনকে সমর্থন করে এমন কোনো পোস্ট।
৪.ধর্ম ও রাজনীতি বিষয়ে বিশেষ করে religion affiliation সম্পর্কিত কোনো পোস্ট।
৫.চাইল্ড পর্নোগ্রাফিক যেকোনো কন্টেন্ট।
৬. পশুপাখি নির্যাতনমূলক কোনো পোস্ট।
৭.অবৈজ্ঞানিক, কুসংস্কার কিংবা মিথ্যা গুজব ছড়ায় এম্ন কোনো পোস্ট।
৮.NSFW ট্যাগ ছাড়া আপত্তিকর, অশ্লীল কোনো পোস্ট।
৯.সামাজিক বর্নববৈষম্য সমর্থন করে এমন কোনো পোস্ট।
১০.যেকোনো ধরনের অপরাধকে সমর্থন করে এমন কোনো পোস্ট শেয়ার করা যাবে না।

প্লাগারিজম:

প্লাগারিজম হলো অন্য কারু লেখা কিছুটা পরিবর্তন করে কিংবা হুবহু ব্যবহার করে নিজের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা। এটি একটি অপরাধমুলক কর্মকাণ্ড। আমার বাংলা কমিউনিটিতে কেউ এমন অপচেষ্টা করলে শাস্তি সরূপ তার রিওয়ার্ড মাইনাস করাসহ কখনো ব্যান পর্যন্ত করা হয়।

রি-রাইট আর্টিকেল:

আমাদের সকল বিষয়ে সমান জ্ঞান থাকে না। তাই বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য আমরা অনেক সময় গুগল সহ বিভিন্ন সোর্স ব্যবহার করে থাকি।এসব সোর্স থেকে তথ্য সংগ্রহ করে আর্টিকেল লেখাকে রি-রাইট আর্টিকেল বলে।
এক্ষেত্রে সর্বোচ্চ ২৫% লেখা সোর্স থেকে নেওয়া যাবে এবং কমপক্ষে ৭৫-৮০% নিজের লেখা হতে হবে।এবং সোর্সের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

ম্যাক্রো পোস্ট :

একটি মাত্র ছবি ও ১০০ এর চেয়ে কম শব্দে লেখা পোস্টকে ম্যাক্রো পোস্ট বলে।আর বারবার এই ধরনের পোস্ট করা স্পামিং এর অন্তর্গত হিসেবে বিবেচিত হয়।
এবং ২৪ ঘন্টায় একজন পোস্টদাতা সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবেন, এর বেশি পোস্ট করলে তা স্পামিং এর অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।

এছাড়াও কমিউনিটির আরো বেশ কিছু নিয়মাবলি রয়েছে যেমন:কমিউনিটিতে এক্টিভ থাকা, রেগুলার অন্যদের পোস্ট পড়া, অন্যদের পোস্টে গঠনমূলক মন্তব্য করা,সম্মানিত এডমিন-মডারেটরদের সাথে সহযোগিতামূলক আচরণ করা, কমিউনিটির discord সার্ভারে এক্টিভ থাকা ইত্যাদি মেনে চলার চেষ্টা করা।

এই ছিল আমার লেভেল ওয়ানের অর্জন বিষয়ে লিখিত এক্সাম।ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

সুন্দর উপস্থাপন করেছেন।
লেভেল ওয়ান এর টপিক গুলো পরিষ্কার ধারণা নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল দিদি।

 11 months ago 

আশা করি সব গুলো টপিক খুব ভালভাবে বুঝতে পেরেছিস এবং নিয়ম গুলো পালন করবি৷ কোন কিছু বুঝতে সমস্যা হলে লেভেল ওয়ান এর প্রফেসর এর থেকে বুঝিয়ে নিবি৷ শুভ কামনা রইল।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59377.35
ETH 2639.75
USDT 1.00
SBD 2.45