রঙ নিয়ে খেলা...

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটি নতুন পোস্ট।

গতকাল মন একটু খারাপ ছিল।একা একা ভালো লাগছিল না তাই ভাবলাম পেইন্টিং করা যাক। আমার রঙ নিয়ে খেলতে বেশ মজাই লাগে। মন খারাপ থাকলে কিংবা মন ভালো থাকলে আমি আঁকতে বসে যাই।
আর গতকাল মন একটু খারাপ ছিল তাই স্কেচবুক আর রঙ তুলি নিয়ে বসে গেলাম।
যেহেতু একটা পেইন্টিং করেছি তাই ভাবলাম আপনাদের সাথেও তা শেয়ার করি।
আর তাইতো চলে এলাম আপনাদের সাথে আমার পেইন্টিং শেয়ার করতে।

প্রয়োজনীয় উপকরণ

স্কেচবুক
রং
তুলি
কালার প্লেট
পানি

পেইনন্টিং এর ধাপ

আমি পেইন্টিং কিভাবে করেছি তার ধাপ গুলো শেয়ার করছি।

|

প্রথম ধাপ

প্রথমে স্কেচবুক এর অর্ধেক অংশ আকাশ,আর বাকি অর্ধেক অংশ মাঠ এর জন্য ভাগ করে নিয়েছি। এর পর আকাশ এর রঙ আর মাঠের রঙ সবুজ দিয়েছি।

দ্বিতীয় ধাপ

এরপরের ধাপ এ মাঠ এর রঙ একটু গাড় করার জন্য দ্বিতীয় কোট দিয়ে রঙ গাড় করেছি।

তৃতীয় ধাপ

মাঠ রঙ হয়ে গেলে আকাশে মেঘ এর রঙ হিসেবে সাদা রঙ ব্যবহার করেছি।

চতুর্থ ধাপ

পরের ধাপে মাঠে ঘাসের মত হাল্কা সবুজ রঙ নিয়ে তুলির সাহায্যে দাগ টেনে দিয়েছি।

পঞ্চম ধাপ

আকাশ এবং মাঠ রঙ করা হয়ে গেলে সূর্যমুখী ফুল গুলো এঁকে নিয়েছি।

এইভাবে আমি আমার পেইন্টিংটি সম্পূর্ণ করেছি।

আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ন পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

অনেক সুন্দর হয়েছে আপনার পেইন্টিং টা।প্রতিটি ধাপ সুন্দর ভাবে ফুটিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ব্যবহার করা ক্যামেরার ডিটেইলস দিলে আরো ভালো হতো ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

চমৎকার একটি পেইন্টিং দেখলাম আপু। মন খারাপ জন্য আপনি পেইন্টিং করেছেন। পেইন্টিংটি দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আপনার মনটা খারাপ ছিল। অসাধারণ হয়েছে আপনার পেইন্টিং ঠি অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মধ্যে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 8 months ago 

যাক মন খারাপের মধ্যে রং নিয়ে খেলতে খেলতে খুব সুন্দর একটি পেইন্টিং করে নিলেন। কি সুন্দর একটি আকাশ আর তার নিচে অনেক সুন্দর সবুজ গাছের মধ্যে হলুদ ফুল দেখতে খুবি চমৎকার লাগছে। সব মিলিয়ে পরিবেশনের পর পেইন্টিংটি দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ আপু ।এত সুন্দর একটি পেইন্টিং একেঁ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 8 months ago 

বেশ চমৎকার হয়েছে আপনার এই আর্ট কৌশল। অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এ আর্ট দক্ষতা দেখে। ছবিটা কিন্তু দারুণ অংকন করেছেন আপনি।

 8 months ago 

ধন্যবাদ

 8 months ago 

রং নিয়ে খেলার অভ‍্যাস আমার একেবারেই নেই। অর্থাৎ এসব পেইন্টিং আর্ট এর ধার কাছ দিয়েও আমি যায় না। কিন্তু আপনাদের এসব আর্ট পেইন্টিং দেখলে বেশ ভালো লাগে। সূর্যমুখী ফুলের পেইন্টিং টা খুবই সুন্দর করেছেন আপু। আপনি তো বেশ দারুণ পেইন্টিং করেন। এর আগে আপনার পেইন্টিং খুব একটা দেখা হয় নাই। পরবর্তীতে আমাদের সাথে শেয়ার করে নিবেন পেইন্টিং গুলো।

 8 months ago 

ধন্যবাদ। জি চেষ্টা করবো পরবর্তী পেইন্ট গুলো শেয়ার করতে

 8 months ago 

আপনি তো বেশ চমৎকার একটি পেইন্টিং করেছেন। এ ধরনের পেইন্টিং গুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। আজকে আপনার পেইন্টিং অসাধারণ হয়েছে। আসলে কিছু কিছু পেইন্টিং আছে বারবার দেখতে মন চায়। আপনার পেইন্টিংটি চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

বেশ চমৎকার একটি পেইন্টিং করেছেন আপনি। নীল আকাশ সবুজ আর হলুদ ফুলে দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। আপনার আর্টের কালার কম্বিনেশন টা অনেক বেশি দারুণ ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.27
JST 0.040
BTC 98186.05
ETH 3639.90
USDT 1.00
SBD 3.93