পট চিত্র

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটি নতুন পোস্ট।

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9VZyJddrfBp2EniruJgAZ6X91u9fx3isRUX7BJsCM5rycYdiJceonP8WqNyP6ZGg9FGufUuVCfjKucSvgRzpsLGAbLS.jpeg

অনেক দিন পর গতকাল মাটির সরায় পেইন্ট করেছিলাম,তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি।
কিভাবে পেইন্ট করেছি তা শুরু করার আগে মাটির সরা নিয়ে কিছু কথা বলি।

মাটি সরা বলতে মাটির তৈরি ঢাকনা বা থালার মত দেখতে একটি পাত্র। প্রাচীনকাল থেকেই মাটির তৈরি তৈজসপত্র ব্যবহার হয়ে আসছে। তবে এই সরার ব্যবহার ও অনেক আগে থেকেই প্রচলিত।পূর্বে সনাতনধর্মালম্বীরা মাটির সরায় দেব-দেবীর চিত্র একে পূজা করতো।মাটির সরায় চিত্র একে যে পুজা করা হয় তাকে বলা হয় পট পুজা। বর্তমানে এই মাটির সরার বহুমুখী ব্যবহার লক্ষ্য করা যায়।সনাতন ধর্মাবলম্বীদের বিয়েতে এখনো মাটির পাত্র রঙ করে ব্যবহার করা হয়।তবে ঘর সাজানোর কাজে সরার ব্যবহার বেশি দেখা যায়।সরায় বিভিন্ন রঙিন নকশা এঁকে ঘর সাজানো হয়।সরা চিত্র বাংলাদেশের সংস্কৃতির সাথে অতোপ্রতো ভাবে জড়িত।

ফলে সেই প্রাচীন সংস্কৃতির চর্চা এখনো বর্তমান। আজ সুযোগ পেলাম তাই আমিও সেই সংস্কৃতি চর্চা করতে লেগে গেলাম।

প্রয়োজনীয় উপকরণ
মাটির সরা
এক্রেলিক রঙ
ব্রাশ
তুলি
পেন্সিল

কার্যপদ্ধতি
প্রথম ধাপ

একটি পরিষ্কার মাটির সরা নিতে হবে।সরায় বেস হিসেবে সাদা রঙ দিয়ে নিতে হবে।

দ্বিতীয় ধাপ

রঙ শুকিয়ে গেলে পছন্দমত নকশা এঁকে নিতে হবে।

তৃতীয় ধাপ

একটি চিকন তুলি ব্যবহার করে নকশার আউট লাইন দিতে হবে।

চতুর্থ ধাপ

নকশা অনুযায়ী মানানসই রঙ করি।

পঞ্চম ধাপ

পাতা গুলো রং করে নেই।

ষষ্ঠ ধাপ

সবকিছু রং করা হয়ে গেলে ডিটেইল পেইন্ট করে ফিনিশিং দেই।

রঙ করা শেষ এ রোদে বা বাতাসে শুকিয়ে নিতে হবে।

আশা করছি এই পোস্টটি আপনাদের কারো উপকারে আসবে।সম্পূর্ন পোস্ট পড়ার জন্য ধন্যাবাদ।কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
Sort:  
 4 months ago 

মাটির সরায় পেইন্ট দারুন একটি পেইন্ট করেছেন আপনি আপু।এজাতীয় পেইন্ট গুলা দেখতে অনেক বেশি ভালো লাগে,কারণ এইরকম পেইন্ট গুলোতে প্রাচীন নিদর্শন খুবই সুন্দর ভাবে ফুটে ওটে।আপনিও ঠিক তেমন তাই মন্তব্য করেছেন আপু,সনাতন ধর্মাবলম্বীরা তাদের বিয়েতে এগুলো ব্যবহার করত। পটচিত্রটি আপনি খুব দারুণভাবে উপস্থাপন করেছেন। প্রতিটি ধাপ আরো ভালোভাবে উপস্থাপন করেছেন আপনি আমাদের মাঝে।আপনার জন্যে শুভ কামনা রইলো আপু।

 4 months ago 

মাটি সরায় দারুন একটি পেইন্টিং করেছেন। এই ধরনের জিনিস গুলো আসলেই ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনার করা পেইন্টিংটি চমৎকার লাগছে দেখতে। লাল রঙের ফুল এবং পাতা আর্ট করার মাধ্যমে সম্পূর্ণ ডিজাইনটা করেছেন। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

অসাধারণ একটি পট চিএ আর্ট করেছেন আপনি। মাটির পাত্রে আর্ট করা আমার অনেক পছন্দের।আপনি খুবই নিখুঁতভাবে সুন্দর আর্ট করেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66560.03
ETH 3447.91
USDT 1.00
SBD 2.64