একটি ফুলের আর্ট পোস্ট

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এবং আজকে লেভেল তিনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে আরও ভালো লাগছে।যাইহোক আজকে এসেছি আপনাদের সাথে আবার একটি আর্ট পোস্ট শেয়ার করতে।আজকে এঁকেছি একটি ফুলের ছবি। এর বর্ণনা গুলোই নিচে তুলে ধরছি।

IMG_20231118_194824.jpg

প্রয়োজনীয় উপকরণ
১.আর্ট পেপার।
২.6B পেন্সিল।
৩.রাবার।
৪.কটন বাড।

IMG_20231118_181925.jpg

১ম ধাপ

ফুলটি আঁকানোর জন্য প্রথমেই একটি বোঁটা এঁকে নিয়েছি খাতার মাঝখানে।

IMG_20231118_182232.jpg

২য় ধাপ

এরপর বোঁটাটির দুইপাশ থেকে দুটি পাতা এঁকেছি।

Color Splash_20231118195012895.png

৩য় ধাপ

পাতা আঁকানো শেষে বোঁটাটির মাথায় ফুলের একটি বৃতি এঁকেছি।

IMG_20231118_183328.jpg

৪ র্থ ধাপ

বৃতিটির মাঝ থেকে উপরের দিকে একটি বড় পাঁপড়ি আঁকানো শুরু করেছি।এরপর এর দুপাশে আরো দুটি পাঁপড়ি এঁকেছি।

Color Splash_20231118195040379.png

৫ ম ধাপ

তারপর মাঝের বড় পাঁপড়িরটির উপরের দিকে কয়েকটি ছোট ছোট ফুলের কুঁড়ি এঁকেছি।

IMG_20231118_184533.jpg

৬ষ্ঠ ধাপ

সবকিছু আঁকানো শেষে ফুলটি পেন্সিল দিয়েই রঙ করতে শুরু করেছি। এক্ষেত্রে প্রথমেই বোঁটাগুলো কালো করে নিয়েছি।

IMG_20231118_185028.jpg

৭ম ধাপ

বোঁটা শেষে একে একে পাতাগুলো রঙ করেছি।

Color Splash_2023111819518440.png

৮ম ধাপ

তারপর ফুলের বৃতিটি গাঢ় রঙ করে নিয়েছি।

IMG_20231118_192344.jpg

৯ ম ধাপ

এরপর ফুলের পাঁপড়িগুলো রঙ করেছি।

Color Splash_20231118195148230.png

১০ ম ধাপ

এবার ছোট ছোট ফুলের কুঁড়িগুলো রঙ করেছি এবং রঙগুলো ভালোভাবে ব্লেন্ড করবার জন্য কটন বাড ব্যবহার করেছি। সবশেষে নিজের নাম তারিখসহ স্বাক্ষর দিয়ে আর্টটি সম্পূর্ণ করেছি।

IMG_20231118_194257.jpg

এইতো এতটুকুই আজ।ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়বার জন্য।

Sort:  
 9 months ago 

ফুলের চিত্র অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি দক্ষতার সাথে ফুলের চিত্র অঙ্কন করেছেন। ফুলের চিত্রটি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন। সত্যি আপনার চিত্রটি আমার অনেক ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। সত্যি সত্যিই আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগল!

 9 months ago 

পেন্সিল দিয়ে যে কোন কিছুর চিত্র অঙ্কন করলে সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমিও আজ একটা গোলাপ ফুলের চিত্র অংকন করে আপনাদের মাঝে শেয়ার করেছি। খুবই সুন্দর একটা ফুলেরা চিত্র অঙ্কন করেছেন। যারা চিত্র অংকন করতে ভালোবাসে তাদের নেশায় পরিণত হয়ে যায় চিত্র অঙ্কন করা।

Posted using SteemPro Mobile

 9 months ago 

ধন্যবাদ,ভাইয়া।ঠিকই বলেছেন, আমারও ভীষণ ভালো লাগে এমন আঁকিবুঁকি করতে।

 9 months ago 

অভিনন্দন আজকে আপনি লেভেল থ্রিতে পাশ করেছেন। অনেক সুন্দর ভালো মন নিয়ে সুন্দর একটি ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলটি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। ধাপ গুলি খুবই স্পষ্ট ছিল।আপনি যদি একটু কালার কম্বিনেশন করতেন আরো দারুণভাবে ফুটে উঠতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 9 months ago 

ধন্যবাদ, ভাইয়া। নেক্সট টাইম কালার কম্বিনেশনের বিষয়টি মাথায় রাখব।

 9 months ago 

পেন্সিল আর্ট আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার একটি ফুলের আর্ট করেছেন। ফুলের আর্টটি আমার কাছে খুব ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর লেভেল তিনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য।

 9 months ago 

আমারও পেন্সিল আর্ট বেশি পছন্দ। আপনারও পছন্দ জেনে ভালো লাগলো!

 9 months ago 

প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো ক্রিয়েটিভিটি থাকে। আর এই ক্রিয়েটিভিটিটা প্রকাশ পায় তার কর্মের মধ্য দিয়ে। আপনি বেশ চমৎকার ফুলের আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি আর্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। এভাবে সামনের দিকে এগিয়ে যান।

Posted using SteemPro Mobile

 9 months ago 

জ্বি, ভাইয়া চেষ্টা করছি আরকি।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করবার জন্য!

 9 months ago 

আপনি লেভেল তিনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার জন্য শুভেচ্ছা রইল। সেই আনন্দে খুব সুন্দর ফুলের আর্ট করেছেন বুঝতে পারছি। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। পেন্সিল আর্ট আমি খুব পছন্দ করি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 months ago 

ধন্যবাদ আপু, আপনার পছন্দ হয়েছে জেনে খুশী হলাম!

 9 months ago 

ফুলের আর্ট অসম্ভব সুন্দর হয়েছে। পেন্সিল তো আপনি সুন্দরভাবে ফুলটা অঙ্কন করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া!

 9 months ago (edited)

জ্বি চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করবার।

 9 months ago 

আপু আপনার ভুল হয়েছে। আমি আপু না ভাইয়া।

 9 months ago 

দুঃখিত ভাইয়া,প্লিজ কিছু মনে করবেন না! এক আপুকে রিপ্লাই দিতে গিয়ে লিখে ফেলেছি এখানে।

 9 months ago 

ওকে সমস্যা নাই

 9 months ago 

আপনি আজকে পেন্সিল দিয়ে বেশ দারুন দেখতে একটি ফুলের চিত্র অঙ্কন করেছেন। যা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর দেখতে ফুলের চিত্র অংকন করার প্রসেসটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া, ভালো লাগা শেয়ারের জন্য!

 9 months ago 

অনেক সুন্দর একটা ফুলের আর্ট করেছেন আপনি পেন্সিল ব্যবহার করে। যেটা মনোমুগ্ধকর ভাবে ফুটে উঠেছে এবং দেখতেও দারুন লাগছে। পেন্সিল দিয়ে এরকমভাবে আর্ট করলে তা এমনিতেই অনেক সুন্দর হয়। তবে আপনার অঙ্কন করা ফুলটা একটু বেশি ভালো লাগছে। আপনি অনেক নিখুঁতভাবে এই ফুলটার সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যা দেখে বুঝতে পারছি। এটা এমনিতেই অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার অনেক বেশি দক্ষতা রয়েছে এটা বলতে হচ্ছে। দক্ষতাকে কাজে লাগিয়ে এভাবে এগিয়ে যান সামনের দিকে।

 9 months ago 

ধন্যবাদ আপু, এমন উৎসাহিত করবার জন্য!

 9 months ago 

অভিনন্দন আপনাকে লেবেল থ্রি পাস করার জন্য । তবে আজকে আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে একটি ফুলের আর্ট করেছেন। পেন্সিলের আর্ট গুলো অসাধারণ হয়। তবে আজকে আপনার পেন্সিল দিয়ে ফুলের আর্ট সত্যি অসাধারণ হয়েছে। এবং খুব সুন্দর করে আমাদের মাঝে মাঝে উপস্থাপনা করার জন্য ফুলের আর্ট ।তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

জ্বি আপু, ধন্যবাদ। অবশেষে লেভেল থ্রি পার করলাম!

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64316.24
ETH 2748.47
USDT 1.00
SBD 2.65