পেন্সিল স্কেচ

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। তবে মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন ঠিক বুঝতে পারি না যে ভালো আছি নাকি খারাপ!এই যেমন ধরুন গতদিন।গতদিন ছিলো শুক্রবার।যথারীতি কলেজ -কোচিং বন্ধ।তেমন কোনো কাজ-কর্ম নেই করবার মতো। আমার রুমমেট বান্ধবীও বাসায় গিয়েছিল এক দরকারে।সুতরাং পুরো রুমে একাই শুয়ে-বসে স্ক্রোলিং করে সময় পার করছিলাম। কিন্তু তবু্ও যেনো ঠিক সময় কাটছিলো না!

IMG_20231110_210259.jpg

স্ক্রোলিং করতে করতেও একসময় বিরক্তিভাব চলে এলো। এরপর রুম থেকে বেরিয়ে এসে বসলাম আমাদের বেলকনিতে। তবুও জানি না কেনো ঠিক শান্তি পাচ্ছিলাম না। তাই অবশেষে ভাবলাম যে আমার এমন মনের অবস্থা যদি ছবি এঁকে প্রকাশ করি তাহলে বোধহয় মন্দ হয় না। সময়টাও কাটবে সাথে মনেও হয়তো একটুখানি শান্তি আসবে!সেটিই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো চলুন শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ

১.6B পেন্সিল।
2.রাবার।
3.A-4 সাইজ সাদা কাগজ।

১ম ধাপ

প্রথমেই পেন্সিল দিয়ে একটি মেয়ের মাথার চুলের আকৃতি এঁকেছি। এরপর পুরো মাথাটির অবয়ব এঁকেছি।

Color Splash_20231111181411296.png

২ য় ধাপ

এরপর চুলের আকৃতি ভালো মতো ফুটিয়ে তুলতে এর মাঝে আরও কিছু রেখা দাগিয়েছি।তারপর একটি হাতের কনুই পর্যন্ত এঁকে নিয়েছি।

Color Splash_20231111181452597.png

৩ য় ধাপ

আঁকানো হাতটির উপর আরও একটি হাত এঁকেছি।এবার ২য় এই হাতটির হাতের তালু,আঙুল এঁকেছি।

Color Splash_20231111181514982.png

৪র্থ ধাপ

তারপর হাত দুটির নিচ থেকে টি-শার্ট এর আকৃতি তৈরী করার চেষ্টা করেছি।এবং এর মাঝে আরো কিছু রেখা টেনে ভাঁজ দেখিয়েছি।

Color Splash_20231111181549418.png

৫ম ধাপ

এবার হাতের নিচ থেকে একটু বাঁকা করে টি-শার্টের নিচ পর্যন্ত দুই পায়ের গোড়ালির উপরের অংশ এঁকেছি।

Color Splash_2023111118171585.png

৬ষ্ঠ ধাপ

তারপর মেয়েটির দুই পায়ে এক জোড়া জুতো এঁকেছি।

Color Splash_2023111118189107.png

৭ম ধাপ

আঁকানো শেষে ধীরে ধীরে মেয়েটির ট্রাউজার রঙ করতে শুরু করেছি।

IMG_20231110_202202.jpg

৮ম ধাপ

ট্রাউজার শেষে জুতো ও চুল রঙ করেছি।

Color Splash_20231111194531709.png

৯ম ধাপ

পেন্সিলের রঙ ফুটিয়ে তুলতে একটি কটন বাড দিয়ে রঙগুলোকে ব্লেন্ড করেছি।

IMG_20231110_205338.jpg

|

১০ম ধাপ
|

সবশেষে নিজের নাম স্বাক্ষর দিয়ে আর্টটি সম্পূর্ণ করেছি।

IMG_20231110_210759.jpg

এইতো এতটুকুই।আঁকানো শেষে দেখলাম সত্যি সত্যিই মন ভালো হয়ে গেছে। ভাগ্যিস আঁকতে বসেছিলাম!

অগ্রিম ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়বার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

খুব ভালো চেষ্টা করেছেন আপু। এভাবে সব সময় চেষ্টা করতে থাকলে আশা করছি আপনি সামনে দিনগুলোতে আরো অনেক ভালো করতে পারবেন।
আপনাকে ও আপনার চিত্রাংকনের এই প্রতিভাকে সাধুবাদ জানাই।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক সুন্দর একটি পেন্সিল স্কেচ করেছেন। পেন্সিল স্কেচগুলো আমার অনেক ভালো লাগে। আপনারটাও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আপনার চেষ্টা কিন্তু সফল হয়েছে। পোষ্টের মধ্যে আপনি ঠিক যেরকমটা বলেছেন, আর্টের মধ্যেও ঠিক এরকমটা ফুটে উঠেছে। আসলে একা থাকতেও ভালো লাগে না বিরক্তিবোধ লাগে। আর্টটি করা শেষে আপনার মন ভালো হয়ে গিয়েছিল জেনে ভালো লাগলো। অনেক বেশি সুন্দর হয়েছে এটা বলতে হয়।

 last year 

খুবই সুন্দর একটি পেন্সিল স্কেচ তৈরি করেছেন আপনি। পোস্টের মধ্যে যে সকল কথাগুলো আপনি বলেছেন সেই কথাগুলো এই আর্টের মাধ্যমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এরকম কাজ করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন।
একইসাথে এই আর্ট শেষ করার পর আপনার মন ভালো হয়ে গিয়েছে শুনে অনেক খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ এরকম অসাধারণ একটা আর্ট শেয়ার করার জন্য।

 last year 

এই মেয়েটাকে অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন তো আপনি। আপনি আপনার মনের অবস্থা আর্টটার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনি অনেক নিখুঁতভাবে সম্পূর্ণটা অঙ্কন করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। আশা করছি পরবর্তীতেও আপনার এরকম আর্ট গুলো দেখতে পাবো।

 last year 

শুয়ে বসে আর কত সময় পার করা যায়। একসময় বিরক্তি লাগাটা স্বাভাবিক। পেন্সিল স্কেচ আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে পেন্সিল স্কেস করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 last year 

পলিটেকনিকে যখন পড়তাম তখন আমার রুমমেটরা যখন সবাই বাসায় চলে যেত আর আমি রুমে একা থাকতাম তখন নিজের কাছে এতটা বেশি ভালো লাগতো যে বলে বোঝাতে পারবো না। একা একা রুমের মধ্যে থাকার আলাদা একটা মজা আছে তবে মাঝে মাঝে একা থাকলে মন খারাপ হয়ে যায় আপনারা দেখছি কিছুটা মন খারাপ হয়ে গিয়েছিল। এরপরে নিজের অবস্থা দেখেই চমৎকার একটি অংকন এ গেছেন এবং সেটি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমি মুগ্ধ। চেষ্টা করা যাবে আরো সুন্দর সুন্দর অংকন আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করার। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার পেন্সিল স্কেচ অসাধারণ হয়েছে। আসলে আপনার চেষ্টা সফল হয়েছে। তবে পেন্সিল দিয়ে কিছু অঙ্কন করলে দেখতে বেশ ভালো লাগে। আপনি পেন্সিল দিয়ে মেয়েটিকে খুব সুন্দর করে স্কেচ করেছেন। সত্যি বলতে আপনার পেন্সিল স্কেচ দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পেন্সিল স্কেচ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পেন্সিল স্কেচ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

পেন্সিল দিয়ে কিছু আর্ট করলে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব চমৎকারভাবে পেন্সিল স্কেচ করেছেন। তবে মেয়েটিকে খুব সুন্দর করে পেন্সিল দিয়ে স্কেচ করলেন। যদিও এ ধরনের স্কেচ গুলো করতে অনেক সময় লাগে। খুব চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পেন্সিল স্কেচ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তবে সামনে পেন্সিল দিয়ে এ ধরনের আর্ট গুলো আরো দেখতে চাই আপনার কাছ থেকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.035
BTC 90014.66
ETH 3213.43
USDT 1.00
SBD 2.78