আমার বাংলা ব্লগ-মজাদার বড়া তৈরি-তাং:২১/১১/২০২১ইং

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম।

💖আমার নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি💖

IMG_20211120_171935.jpg

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন এবং নিরাপদে আছেন।

প্রিয় বন্ধুগণ, আজকে আমার পোষ্টের বিষয়: মসুরের ডালের সাথে ডিম, পাতা কপি, এবং মিষ্টি কুমড়া দিয়ে ভিন্নধরনের একটি সুস্বাদু এবং মজাদার বড়া তৈরির রেসিপি। এ ধরনের বড়া আমাদের গ্রাম অঞ্চলের সকল মানুষের নিকট খুবই জনপ্রিয়

💖 প্রয়োজনীয় উপকরন সমুহ💖

মসুরের ডাল৫০০ গ্রাম
মিষ্টি কুমড়া৭০০ গ্রাম
পাতা কপি২৫০ গ্রাম
ডিমএকটি
সয়াবিন তেলপরিমাণমতো
হলুদের গুঁড়াপরিমাণমতো
পেঁয়াজ কুচিদুই কাপ
রসুন বাটা০৪ টেবিল চামচ
জিরা বাটাপরিমাণমতো
কাঁচামরিচ বাটাপরিমাণমতো
লবণপরিমাণমতো

💖 প্রিয় বন্ধুগণ, এবার আমি মজাদার বড়া তৈরি প্রতিটি ধাপের বর্ণনা এবং ফটোগ্রাফি উপস্থাপন করছি💖

♣️ ধাপ:০১♣️

IMG_20211120_143629.jpg

প্রথমে মসুরের ডাউলগুলো একটি পরিষ্কারপাত্রে রেখে একঘন্টা পানিতে ভিজিয়ে রাখলাম।

♣️ ধাপ:০২♣️

IMG_20211120_144944.jpg

IMG_20211120_144940.jpg

IMG_20211120_145546.jpg

মসুরের ডাউল গুলো নিজে হাতে বেটে নিলাম।

♣️ ধাপ:০৩♣️

IMG_20211120_152032.jpg

IMG_20211120_151950.jpg

মিষ্টি কুমড়া পাতলা চিকন ফালি করে কুচি কুচি করে কেটে নিলাম।

♣️ ধাপ:০৪♣️

IMG_20211120_152121.jpg

পাতাকপি কুচি কুচি করে কেটে নিলাম।

♣️ ধাপ:০৫♣️

IMG_20211120_151917.jpg

IMG_20211120_152212.jpg

IMG_20211120_152746.jpg

একটি ডিম পরিষ্কার বাটিতে ভেঙ্গে গুলিয়ে নিলাম।

♣️ ধাপ:০৬♣️

IMG_20211120_144930.jpg

জিরা গুলো বেটে নিলাম। IMG_20211120_151807.jpg

পিয়াজ গুলো কুচি কুচি করে নিলাম।

IMG_20211120_151817.jpg

IMG_20211120_152930.jpg

ডিমের মধ্যেপরিমাণ মত লবণ,কাঁচামরিচ বাটা,পেঁয়াজের কুচি ও জিরা বাটা দিয়ে মাখিয়ে নিলাম।

♣️ ধাপ:০৭♣️

IMG_20211120_153339.jpg

IMG_20211120_153407.jpg

মাখানো ডিম মসলার মধ্যে মসুরের ডাউল বাটা,মিষ্টি কুমড়ার কুচিএবং পাতা কপির কুচি গুলো মধ্যে পরিমান মত হলুদের গুড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে বড়া তৈরীর জন্য প্রস্তুত করে নিলাম।

♣️ ধাপ:০৮♣️

IMG_20211120_153852.jpg

বড়া ভাজার উদ্দেশ্যে চুলার উপর কড়াই বসিয়ে দিলাম ।

IMG_20211120_153926.jpg
IMG_20211113_145142.jpg

কড়াইয়ে পরিমাণমতো সয়াবিন তেল ঢেলে দিলাম ।চুলার আগুন মাঝামাঝি পর্যায়ে রেখে তেল ফুঁটিয়ে নিলাম।

♣️ ধাপ:০৯♣️

IMG_20211120_153421.jpg
IMG_20211120_154009.jpg
IMG_20211120_154213.jpg

বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ের ফুটন্ত তেলের উপর সাজিয়ে দিলাম।

♣️ ধাপ:১০♣️

IMG_20211120_154417.jpg
IMG_20211120_155414.jpg
IMG_20211120_154417.jpg

খুন্তি দিয়ে বড়াগুলো উপর-নীচ করে উলটপালট করে দিলাম।

IMG_20211120_155829.jpg
IMG_20211120_155903.jpg

IMG_20211120_154948.jpg

একটু পরেই বড়াগুলো ভাজা হয়ে গেল।

💖 ভাজা বড়ার প্লেটহাতে নিয়ে আমার একটি সেলফি💖

IMG_20211120_171855.jpg

প্রিয়বন্ধুগণ,মসুরের ডাউল এবং সবজি দিয়ে তৈরি এ ধরনের বড়া খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত।আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করতে চেষ্টা করবেন।অসংখ্য ধন্যবাদ সবাইকে

💖 ১০%বেনিফিসারি প্রিয় লাজুক খ্যাকের জন্য💖

Sort:  
 3 years ago 

অও,দারুণ হয়েছে আপনার তৈরি বড়াগুলি।অনেক সবজির মিশ্রনে তৈরি,খেতেও মনে হয় সেই স্বাদের হয়েছে।আমার ও যেকোনো বড়া খুবই প্রিয়।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। আমার এ পোস্টটি পড়ে খুব সুন্দর মন্তব্য করেছেন। বড় গুলো সত্যিই খুবই সুস্বাদু হয়েছে। একবার খেলে বারবার খেতে মন চাইবে।

ওয়াও দারুন হয়েছে ভাইয়া আপনার বড়া রেসিপি। সত্যিই অনেক সুন্দর দেখাচ্ছে আপনার ভাড়া গুলো। আর বড়াগুলো তৈরিতে অনেক উপকরণও লেগেছে আপনার। তাইতো মনে হচ্ছে খেতেও অনেক টেস্টটি হয়েছে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

জ্বী ভাইয়া বড়া গুলো অত্যন্ত সুস্বাদু হয়েছে। আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

বড়া আম্র অত্যান্ত পছন্দের আমি খেসারি ডালের বড়া খেতে বেশি পছন্দ করি কখুনো মসুরের ডালের বড়া খাওয়া হয়নি দেখেই লোভ লেগে গেল অনেক সুন্দর হয়েছে বোঝা যাচ্ছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া বাড়িতে একবার তৈরি করে দেখেন খেতে অনেক সুস্বাদু লাগবে। এধরনের বড়াই একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রেসিপি টি দেখেই তো আমার জিভে জল চলে আসলো, 😋😋 রেসিপিটি বেশ ইউনিক হয়েছে , এমন মসুর ডালের বড়া আমি আগে একবার খেয়েছি আমার আম্মু তৈরি করে দিয়েছিলেন ।কিন্তু আপনার বরাটি সম্পূর্ণ আলাদা এটির মধ্য আপনি ডিম ব্যবহার করেছেন যা রেসিপিটি কে আরও বেশি ইউনিক করে তোলে। অসাধারণ রেসিপি দোয়া রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ। আমার পোস্টটি পড়ে খুব সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মসুরের ডালের বড়া তো খাওয়া হয় কিন্তু এর সঙ্গে কুমড়ো এবং পাতাকপি দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনি খুবই ইউনিক একটি বড়ার রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলেন। তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ উল্লেখ করেছেন। আপনার বড়া বানানোর পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজাদার হয়েছে।

 3 years ago 

জি আপু, পড়াগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয়েছে। আপনারাও ইচ্ছা করলে বাড়িতে তৈরি করে খেতে পারেন। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

দেখেই বোঝা যাচ্ছে অনেক পরিশ্রমসাধ্য একটা ব্যাপার, কিন্ত আমরা জনাই যে পরিশ্রমের ফল বিফলে যায় না, সেই মোতাবেক আসলেই খুব সুন্দর হয়েছে ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার পোস্টটি পড়ে আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

আজকের আপনার মজাদার বড়া রেসিপি আমার দারুন লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। প্রয়োজনীয় উপকরণ আর উপস্থাপনা তা এককথায় দারুন। আপনার জন্য শুভকামনা রইল রেসিপি টা অনেক ভাল লেগেছে। মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার পোস্টটি পড়ে আপনি খুব সুন্দর গঠনমূলক মন্তব্য করেছেন।

 3 years ago 

মসুরের ডালের বড়া আমার সবথেকে প্রিয় আমি যখন বাসায় যাই তখন আমার আম্মু মাঝে মাঝে মসুরের ডালের বড়া তৈরি করে থাকেন কারণ আমার আম্মু জানে যে মসুরের ডালের বড়া আমার খুবই প্রিয় একটি খাদ্য আপনি অনেক সুন্দরভাবে বড়া তৈরি প্রতিটি ধাপ আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন আপনার রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে সেইসাথে অনেক লোভনীয় ছিল আপনার রেসিপি টা দেখে আমার জিভে জল এসে গেল মনে হচ্ছে এখনই বাসায় গিয়ে বরা তৈরি করে খাই এত সুন্দর একটি মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া অবশ্যই বাড়িতে মসুরের ডাউল এর সাথে ডিম এবং মিষ্টি কুমড়া দিয়ে এ ধরনের বড়া তৈরি করবেন। খেতে খুবই সুস্বাদু ও মজাদার হবে। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58387.03
ETH 2359.14
USDT 1.00
SBD 2.37