ভাইয়া আমার সাথে এরকম ভৌতিকের কোন ঘটনা ঘটেনি। তবে ছোটবেলায় শুনেছি যাদের এরকম ভৌতিকের ঘটনা ঘটে তাদের বাড়ির বয়স্ক মানুষেরা বিভিন্ন ধরনের সূরা পাঠ করে বুকে ফু দিয়ে দিতো এবং পানি পড়া পান করাতো। তবে ভৌতিকের বিষয়টা নিয়ে আমার মাঝে বিশেষ সন্দেহ রয়েছে। আমি আবার এসব ভৌতিক বিষয়টা একেবারেই বিশ্বাস করি না।