আমার বাংলা ব্লগ-শারদীয়া কনটেস্ট ১৪২৮ -তারিখ: ১৫/১০/২০২১ইং(10% Beneficiary to @Shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী বন্ধুদের জানাই আদাব ও নমস্কার।

পোস্টের শুরুতে আমি অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে।

শারদীয় দুর্গাপূজার নবমী দিনে আমার ঘোরাঘুরি ও বিভিন্ন ফটোগ্রাফি:

IMG_20211014_163942.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_163717.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_163705.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_163741.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_163727.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

গ্রামের পূজা মন্ডপে নবমীর দিনের বিভিন্ন গ্রাম থেকে আগত হয়েছিল অসংখ্য ধর্মানুরাগী জনগণ। ঠাকুরের কথার সাথে সাথে তারা বারবার ধ্বনি করেছিল দুর্গা মাইকি জয় জয়। এছাড়াও নারী-পুরুষ ছোট কিশোর-কিশোরী ছেলেমেয়েরাও শারদীয় দুর্গাপূজা আনন্দের সাথে উদযাপন করতে আমি দেখেছি নবমীর দিন। তবে করোনার কারণে এবার গাংনীর পূজামণ্ডপে তেমন উল্লেখযোগ্য লোকের সমাগম হয়নি। তবে যেটুকু হয়েছে তাতে পূজামণ্ডপ আনন্দের পরিপূর্ণ পেয়েছে।

IMG_20211014_163859.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_163837.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_164104.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_163855.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_164041.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_164111.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

সুপ্রিয় বন্ধুগণ, গাংনীর ঐতিহ্যবাহী পূজামণ্ডপে বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষের , বিভিন্ন বয়সের মানুষের আগমন ঘটেছে। তারা সবাই নতুন নতুন পোশাক পরিধান করে শারদীয় দুর্গাপূজার উৎসব পালন করছে। প্রত্যেকের মধ্যে আনন্দের বিশেষ ধারা লক্ষ্য করেছি। বিশেষ করে আমি লক্ষ্য করেছি যে, পূজামণ্ডপে আমাদের আগমন দেখে তারা অনেক খুশি ও আনন্দিত হয়েছে। এছাড়াও আমি দেখেছি, পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের সরকার তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছে এবং নিরাপত্তা বাহিনী নিরাপত্তা প্রদানের জন্য দিনরাত টহল দিচ্ছেন তাদের দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে এক জমজমাট উৎসব পালন হচ্ছে আমাদের গাংনীতে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের আশেপাশে অসংখ্য খাদ্য খাবারের অস্থায়ী দোকান গড়ে উঠেছে। বিশেষ করে বিভিন্ন রকমের খাবারের দোকান বেশি গড়ে উঠেছে। তাছাড়াও মিষ্টিজাতীয় দোকান যেমন রসগোল্লা, চমচম, কালোজাম, বাতাসা, খোরমা, কদমা ও সন্দেশ এর দোকান গড়ে উঠেছে।

IMG_20211014_164257.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_164251.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

গাংনীর পূজামণ্ডপের আশেপাশে বিভিন্ন খেলনা সামগ্রীর অস্থায়ী দোকান গড়ে উঠেছে। সেসব দোকানে বাচ্চা ছেলেমেয়েদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে আগত মানুষগণ তাদের বাচ্চাদের জন্য এসব খেলনা সামগ্রী সুলভ মূল্যে ক্রয় করছে। এছাড়াও বাংলাদেশের লোকসংস্কৃতির ঐতিহ্য বাহী বিভিন্ন ধরনের মাটির তৈরি ব্যাংক, হাতির পুতুল, বাচ্চাদের জন্য মাটির পুতুল, সারা মালশা ও অন্যান্য জিনিসপত্র ক্রয় বিক্রয় করা হচ্ছে। সব মিলিয়ে শারদীয়া দুর্গাপূজা এক মহা উৎসবের এর জন্ম দিয়েছে।

IMG_20211014_164007.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_164133.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_164153.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_164143.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_164237.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

IMG_20211014_164221.jpg

স্থান: গাংনী, জেলা মেহেরপুর। ছবিটি ১৪/১০/২০২১ তারিখে ফটোগ্রাফি করা হয়েছে।

আমরা বাঙালি জাতি। জন্মসূত্রলগ্ন থেকে আমরা একে অন্যের ধর্মের প্রতি সহানুভূতিশীল। বাংলার মানুষ হিসেবে আমরা একসঙ্গে ধর্মের আনন্দ ভাগাভাগি করে নিতে পছন্দ করি। তাই এবারের তার কোন ব্যতিক্রম হয়নি।

সুপ্রিয় বন্ধুগণ, আমার এই পোস্টটি পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।

বাংলা ভাষায় পোস্ট করে আমি গর্বিত।

Sort:  
 3 years ago 

এই বছর ভালোই পূজা উৎযাপন হচ্ছে। সব দিকেই একটা ভালো হইচই আছে। সব মিলিয়ে খুব সুন্দর পোস্ট করেছেন। আর ছবি গুলাও দারুন হয়েছে। মেলার দৃশ্য দেখে তো আমাফ ই জেতে ইচ্ছে করছে😁🥰🥰🥰🥰

 3 years ago 

সবাই অনেক ভালোভাবে শারদীয়া কনটেস্ট এ অংশগ্রহণ করছে। ব্যাপারটি খুবই ভালো কারণ এতে অপরজন উৎসাহ পাচ্ছে। আর মেলা দেখে খুবই ভালো লাগলো আমার।

 3 years ago 

এখানে পরিবেশ গুলো খুবই ভালো মনে হচ্ছে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে। মেলা বসেছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আনন্দ করছে। এক কথায় অসাধারন ছিল আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং খাবারগুলো ছবি সুন্দরভাবে ফুটে উঠেছে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66794.56
ETH 3501.55
USDT 1.00
SBD 2.71