আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার। ০৯ ইং মে, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি।

IMG_20230508_151435_572.jpg



সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করছি। আমি আশা করি, আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুগণ, চলুন দেখে আসি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো।



⬇️ ফটোগ্রাফি-০১⬇️

IMG_20230506_092214_534.jpg

IMG_20230506_092145_257.jpg


Photography By @bidyut01.



আমাদের জাতীয় ফল কাঁঠালগুলো বৈশাখের শেষের দিকে এসে পরিপুষ্ট হয়ে উঠেছে। গাছ ভর্তি কাঁঠাল গুলো দেখতেই অসাধারণ সুন্দর লাগে। কাঁঠালের এচোড় রান্না খেতে খুবই মজাদার লাগে। সুগন্ধে পরিপূর্ণ এবং মধুর রস সম্পন্ন পাকা কাঁঠাল আমাদের সকলেরই খুবই পছন্দের।

⬇️ ফটোগ্রাফি-০২⬇️

IMG_20230501_082928_868.jpg

IMG_20230501_082936_647.jpg


Photography By @bidyut01.



অসাধারণ সুন্দর ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। এই অসাধারণ সুন্দর ঢেঁড়স ফুল থেকেই সুস্বাদু ঢেঁড়স সবজি উৎপন্ন হয়।

⬇️ ফটোগ্রাফি-০৩⬇️

IMG_20230508_154837_367.jpg

IMG_20230508_151435_572.jpg

IMG_20230507_155310_261.jpg


Photography By @bidyut01.



এটা হচ্ছে আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। সোনালী রোদে আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্যটি খুবই উজ্জ্বল এবং খুবই সুন্দর দেখাচ্ছিল। তাই ফটোগ্রাফি করে আপনাদের নিকট শেয়ার করেছি।

⬇️ ফটোগ্রাফি-০৪⬇️

IMG_20230508_134833_364.jpg

IMG_20230508_134830_593.jpg

IMG_20230508_135255_835.jpg


Photography By @bidyut01.



এটা হচ্ছে তাল গাছের ফটোগ্রাফি। অন্যান্য সকল গাছের মতো তালগাছ আমাদের জন্য খুবই উপকারী একটি গাছ। তাল গাছ থেকে আমরা অত্যন্ত সুস্বাদু তাল ফল পায়। তালের শাঁস আমাদের খুবই প্রিয় একটি খাবার। একই সাথে তাল গাছ থেকে আমরা মিষ্টি তালের রস সংগ্রহ করি। এসবের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাল গাছের বিশেষ ভূমিকা রয়েছে। বিশেষ করে, বজ্রপাত থেকে আমাদের রক্ষা করতে তালগাছ বিশেষ ভূমিকা রাখে।

⬇️ ফটোগ্রাফি-০৫⬇️

IMG_20230508_135218_447.jpg

IMG_20230508_135211_163.jpg

IMG_20230508_135234_408.jpg


Photography By @bidyut01.



এটা হচ্ছে হলুদ রঙ্গের সোনালী ফুলের ফটোগ্রাফি। সোনালী গাছের প্রায় প্রতিটি ডালে ডালে ফুটে থাকা সোনালী ফুল গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে। সোনালী গাছের সবুজ পাতার মাঝে ফুটে থাকা হলুদ রংয়ের ফুলগুলো প্রকৃতিতে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে।

⬇️ ফটোগ্রাফি-০৬⬇️

IMG_20230429_183441_211.jpg

IMG_20230429_183425_667.jpg


Photography By @bidyut01.



এটা হচ্ছে ঝিঙ্গে ফুলের ফটোগ্রাফি। ঝিঙ্গে সবজি খেতে যেমন সুস্বাদু লাগে ঠিক তেমনি ঝিঙ্গে ফুলগুলো দেখতেও খুবই সুন্দর লাগে। ঝিঙে ফুলের পাপড়ি গুলো খুবই কোমল হয়। এই ঝিঙ্গে ফুল থেকেই আমরা সুস্বাদু ঝিঙ্গে সবজি উৎপন্ন হয়।

⬇️ ফটোগ্রাফি-০৭⬇️

IMG_20230505_095042_187.jpg

IMG_20230505_095041_261.jpg


Photography By @bidyut01.



এটা হচ্ছে একটি গরুর বাছুরের ফটোগ্রাফি। আমাদের চাষী পরিবারে গরুর বাছুরকে সন্তানের মতো আদর করে লালন-পালন করা হয়। ছোট এই বাছুর গরু গুলো দেখতেও খুবই সুন্দর লাগে। ছোটবেলায় গরুর বাছুর গুলো খুবই নিরীহ হয় এবং মানুষের কাছে থাকতে খুবই পছন্দ করে।



Camera 📸 Smartphone.

সুপ্রিয় বন্ধুগণ, আমার আজকের রেনডম ফটোগ্রাফির সমস্ত ফটোগ্রাফি গুলো আমার নিজ গ্রাম থেকে ফটোগ্রাফি করা হয়েছিল। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন



পোস্ট বিবরণ



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#bidyut01
কান্ট্রিবাংলাদেশ


সুপ্রিয় বন্ধুগণআমি আশা করি, আমার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লেগেছে। আবারো আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  
 2 years ago 

মাশাআল্লাহ আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে কাঁঠালের ফটোগ্রাফিটা অনেক ভালো লেগেছে। এত সুন্দর করে কাঁঠাল ধরেছে গাছে সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছু পারেন। ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এছাড়া ও প্রাকৃতিক ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর করে নিয়েছেন। গ্রাম বাংলার এমন সুন্দর প্রাকৃতিক ও ফুলের দৃশ্য দেখতে আমার কাছে অনেক ভালো লাগে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বাহ দারুণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। গ্রামের এই ফটোগ্রাফি গুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে ৫ এবং ৬ নাম্বারে থাকা ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লেগেছে দেখতে।

 2 years ago 
 2 years ago 

গ্রাম বাংলার পরিবেশের সৌন্দর্য আমায় কিছু ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ ফটোগ্রাফি করেছেন। গ্রামের দৃশ্য গুলো যেন দেখে ভালো লাগলো আমার।

Hi, @bidyut01,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 2 years ago (edited)

আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল।চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন,যেটা দেখেই অনেক ভালো লাগছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি জাতীয় ফল কাঁঠালের ফটোগ্রাফি। এবং হলুদ রংয়ের সোনালী ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89142.81
ETH 3374.76
USDT 1.00
SBD 3.04