বহুদিন পর তাহার দেখা পেল গ্রামবাসী। তাং: ২০/০৭/ ২০২২ইং।

in আমার বাংলা ব্লগ2 years ago
"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম

IMG_20220720_155751_435.jpg

আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। প্রিয় বন্ধুগণ, চলছে বাংলায় শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানেই তো বর্ষাকাল। কিন্তু আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে এ বছর শ্রাবণ মাসেও তীব্র গরম এবং প্রচন্ড রোদে দিশেহারা মানুষসহ অন্যান্য জীব এবং উদ্ভিদ প্রজাতি। পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ এবং রোদের ঝলমল দিন দেখে মনে হয় এখন বসন্ত ঋতু বিরাজ করছে। বর্ষা ঋতুতে প্রচন্ড রোদের তাপদাহে যখন মাঠ-ঘাট শুকিয়ে ফেটে গেছে, মানুষসহ সকল জীব ও উদ্ভিদ প্রজাতি বৃষ্টির প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছিল ঠিক সেই মুহূর্তে বহুদিন পরে আজ শুরু হল বৃষ্টি ।

IMG_20220720_154225_839.jpg

IMG_20220720_155301_943.jpg

IMG_20220720_155436_415.jpg



সুপ্রিয় বন্ধুগণ, আজ বিকেলে আমাদের গ্রামবাসী বহুদিন পরে বহু প্রত্যাশিত বৃষ্টির দেখা পেল। আজ দুপুরের পর থেকেই বাতাস আর কিছুটা মেঘলা আবহাওয়া শুরু হয়ে গিয়েছিল। বিকেল হতে না হতেই দক্ষিণের আকাশের কোণে কালো মেঘ জমে উঠলো এবং তারপর পরে শ্রাবণের অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। বহুদিন পরে এমন বৃষ্টি হওয়ার মুহূর্তটুকু আমি সামনে থেকে দেখেছি এবং উপভোগ করেছি। বিকেল থেকে শুরু হয়ে প্রায় সন্ধ্যা পর্যন্ত মাঝারি আকারে বৃষ্টি হয়েছে আজ।

IMG_20220720_161039_093.jpg

IMG_20220720_160412_566.jpg

অনেকদিন পরে আসা বৃষ্টি এবং বৃষ্টির সাথে প্রবাহিত শীতল বাতাস সত্যিই আমার মনে এক প্রশান্তির দোলা লেগেছিল। বৃষ্টির পানিতে হাত দিতে না দিতেই আমার পুরো শরীর শিহরিত হয়ে উঠলো। তীব্র রোদ গরমে অতিষ্ঠ হয়ে ওঠা শরীরের উপর দিয়ে এক প্রশান্তির শীতল হাওয়া এসে লাগলো। যাহোক, বৃষ্টির প্রতিটি ফোঁটায় ফোঁটায় মনে হচ্ছিল মহান আল্লাহর বিশেষ রহমত নাযিল হচ্ছে পৃথিবীর বুকে। আমি মনে করলাম খোলা আকাশের নিচে বৃষ্টিতে একটু মনের মত করে ভিজে আসি। কিন্তু শরীর অসুস্থ থাকায় বৃষ্টিতে ভেজার সাহস পেলাম না। তবে আমি বৃষ্টিতে না ভিজতে পারলেও বৃষ্টির খুব কাছাকাছি থেকে বৃষ্টি হওয়ার সময়টুকু উপভোগ করেছি।

IMG_20220720_155645_016.jpg

IMG_20220720_160118_207.jpg

IMG_20220720_160313_082.jpg

তীব্র রোদে শুকিয়ে ফেটে যাওয়া মাঠ-ঘাট আজকের বৃষ্টিতে বহুদিনের তৃষ্ণার জ্বালা মিটালো। তীব্র রোদে ফ্যাঁকাসে হয়ে যাওয়া গাছের সবুজ পাতাগুলো নতুন করে ফিরে পেল প্রাণ। গাছের পাতার উপর বৃষ্টির পানি পড়ার সাথে সাথে গাছের পাতার রং গাঢ় সবুজ বর্ণের হয়ে গেল। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই গাছপালাগুলো তাদের বেঁচে থাকার প্রধান উপাদান পানি পেয়ে গেল। আর আমরা পেলাম ঠান্ডা আবহাওয়া এবং মনোরম প্রকৃতি।

IMG_20220720_155712_655.jpg

IMG_20220720_155601_438.jpg

IMG_20220720_160101_203.jpg

IMG_20220720_160412_566.jpg

IMG_20220720_160354_102.jpg

তীব্র তাপদাহের মধ্যে হঠাৎ আজকের এই বৃষ্টি দেখে আমি মনে প্রাণে বিশ্বাস করেছি যে, সত্যিই শ্রাবণকে বৃষ্টি অনেক ভালোবাসে। অনেকদিন পরে বৃষ্টি, তীব্র গরমের পর আজকের ঠান্ডা আবহাওয়া, তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আজকে কোথাও বেড়াতে যাব না। আজ শুধু ভালো ভালো কিছু খাবার খাব এবং ঘুমাবো। তারপর ঘুম থেকে উঠে স্টিমিটের কিছু কাজ করব এবং কাজ করা শেষে পুরনো দিনের সুন্দর একটি মুভি দেখব। সুপ্রিয় বন্ধুগণ, বহুদিনের পরে শুরু হয় বৃষ্টি নিশ্চয় আপনাকেও অনেক আনন্দিত করেছে।



সুপ্রিয় বন্ধুগণ আমি আশা করি, আমার আজকের পোস্টটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লেগেছে। আবারো আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য এবং ৫% বেনিফিসারি এবিবি-স্কুল এর জন্য।

Sort:  
 2 years ago 

আজ অনেকদিন পরে স্বস্তির বৃষ্টি নেমেছিল তবে সময় টা বিকেল হওয়ায় বৃষ্টি ভেজাটা মিস হয়ে গেছে। তারপরেও লাভ যেটা হলো কালকের চেয়ে আবহাওয়া আজ একটু শান্ত হয়েছে প্রচুর গরমের হাত থেকে পাওয়া গেছে রক্ষা।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রথম ভেবেছিলাম যে আপনার গ্রামবাসী বহুদিন পর কার দেখা পেল। পরে বুঝলাম হয়তো বৃষ্টি হবে কেননা বর্তমানে আসলে বৃষ্টি খুবই কম হচ্ছে। যে কারণে অনেক বেশি গরম পড়ছে যাওয়া সহ্য করা যাচ্ছে না। তবে আপনি এই বৃষ্টির দিনে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন সত্যিই বৃষ্টির সময় প্রকৃতির রূপ নেয় কিন্তু বেশ ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60841.72
ETH 2603.92
USDT 1.00
SBD 2.56