DIY Event Speial Christmas Week\\রঙ্গিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি//তাং:৩১/১২/২০২১ইং
আসসালামু আলাইকুম।
💖আমার নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম💖
সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বিশেষ ক্রিসমাস সপ্তাহ (এসো নিজে করি) প্রতিযোগিতার শেষ দিনে আমি আপনাদের নিকট রঙ্গিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি করে শেয়ার করছি। বিশেষ ক্রিসমাস সপ্তাহের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দবোধ করতেছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি আয়োজিত প্রায় প্রতিটি প্রতিযোগিতায় আমি নিয়মিত ভাবে অংশগ্রহণ করে থাকি। তাই এবারও তার ব্যতিক্রম নয়। যাহোক বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন দেখে আসি রঙ্গিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি তৈরির প্রসেস গুলো। আমি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
💖 ক্রিসমাস ট্রি তৈরির প্রয়োজনীয় উপকরণ গুলো নিম্নে দেয়া হল💖
- A4 সাইজের সবুজ রঙ্গিন কাগজ।
- A4 সাইজের একটি নীল রঙের কাগজ।
- একটি কাঁচি।
- সুপার গ্লু আঠা এবং গাম আঠা।
💖 ক্রিসমাস ট্রি তৈরির প্রতিটি ধাপ নিম্নে উপস্থাপন করা হল💖
⬇️ ধাপ-০১:⬇️
প্রথমে সবুজ রঙের কাগজগুলো পরিমাণমতো কেটে নিয়ে ভাঁজ করে নিলাম।
⬇️ ধাপ-০২:↙️
কাঁচি দিয়ে কাগজ গুলো ছোট এবং বড় সাইজ করে কেটে ক্রিসমাস ট্রি এর পাতা করে নিলাম।
⬇️ ধাপ-৩:⬇️
ক্রিসমাস গাছের পাতাগুলো মেলিয়ে নিলাম। তারপর প্রতিটি পাতার মাঝখান দিয়ে কাঁচি দিয়ে কেটে চিকন চিকন পাতা তৈরি করে নিলাম।
♣️ ধাপ-০৪:♣️
প্রতিটি পাতার এক কোণার খন্ড কেটে দিলাম। তারপর গাম আঠা লাগিয়ে পাতাগুলো গোলাকার করে নিলাম। ছবিতে যেটা আপনারা দেখছেন।
👇 ধাপ-০৫:👇
একটি পেন্সিল দিয়ে চিকন চিকন পাতা গুলো পেচিয়ে বাঁকা করে দিলাম।
↘️ ধাপ-০৬:↙️
একটি নীল রঙের কাগজ দিয়ে পাইপ তৈরী করে নিলাম। পাইপ টি ক্রিসমাস গাছের বডি হিসেবে ব্যবহৃত হবে।
⬇️ ছবি-৭:⬇️
গাম আঠা লাগানো প্রতিটি গোলাকার পাতার কোণা কাঁচি দিয়ে কেটে একটু ফাঁক করে নিলাম। ছবিতে আপনারা যেটা দেখতে পারছেন।
⬇️ ছবি-৮:↙️
এবার নীল রঙের কাগজ দিয়ে তৈরি করা ক্রিসমাস ট্রি এর বডির সাথে ক্রিসমাস ট্রি এর পাতা গুলো গাম আঠা এবং সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আপনারা অবশ্যই ছবিতে স্পষ্ট ভাবে দেখতে পারছেন।
⬇️ ছবি-৯:⬇️
একখণ্ড রঙ্গিন গ্লিটার পেপার কেটে স্টার বানিয়ে নিলাম।
♣️ ছবি-১০:♣️
ক্রিসমাস গাছের একেবারে উপরে স্টার টি সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
👇 ছবি-১১:👇
রঙ্গিন কাগজ দিয়ে তৈরিকৃত একটি টবের ভিতরে ক্রিসমাস ট্রি লাগিয়ে দিলাম।
↘️ ছবি-১২:↙️
ক্রিসমাস ট্রি এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ক্রিসমাস গাছের গোড়ায় সবুজ কাগজ দিয়ে ঘিরে দিলাম।
⬇️ ধাপ-১৩:⬇️
আর এভাবেই আমি রঙ্গিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি করেছি। আমার তৈরি ক্রিসমাস ট্রি দেখতে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানিনা তবে আমি চেষ্টা করেছি সুন্দর করে তৈরি করতে। যদি আপনাদের নিকট ক্রিসমাস ট্রি দেখতে এতটুকু সুন্দর লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।
আমার পরিচিতি | কিছু তথ্য |
---|---|
আমার নাম | @bidyut01 |
ফটোগ্রাফার | @bidyut01 |
ডিভাইস | infinix hot 11 S |
আমার বাসা** | মেহেরপুর |
আমার বয়স | ২৮ বছর |
আমার ইচ্ছে | লাইফটাইম আমার বাংলা ব্লগ কমিউনিটি তে ব্লগিং করা |
রঙিন পেপার ব্যবহার করে ক্রিসমাস ট্রির অসাধারণ একটি দৃশ্য আপনি তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে তৈরি পদ্ধতি ও দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন । আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার পোস্টটি পড়ে খুবই সুন্দর গঠনমূলক মন্তব্য করেছেন আপনি।
আমার এ পোস্টটি টুইটারে শেয়ার করা হয়েছে। আমার পোষ্টের টুইটার লিংক:-https://twitter.com/bidyut01/status/1476794192747646982?t=eJaH7QDFVwsS90YVNRSekQ&s=19
কি আর বলবো ভাই। যাকে বলে একদম অসাধারন এবং পার্ফেক্ট চিন্তাধারা। এমন চিন্তা ধারা কিন্তু সবার মাথায় আসেনা।
আমি 2 দিন থেকে ভাবছি কি তৈরি করব কিন্তু আপনি এত সুন্দর প্রজেক্ট আমাদেরকে উপহার দিয়েছেন এটা সত্যি অসাধারণ। আমি মনে করি এটা অবশ্যই @shy-fox পছন্দ করবে ইনশাল্লাহ।
ধন্যবাদ আপনার সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য। আমার বাংলা ব্লগের পরিবার থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং নতুন বছরের অগ্রিম অভিনন্দন
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্যগুলো পড়ে আমি অনেক অনেক উৎসাহ পায়।
রঙ্গিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে তৈরি ক্রিসমাস ট্রি তৈরীর পদ্ধতি দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ক্রিসমাস ট্রি আপনার ভাল লেগেছে শুনে আমি অনেক খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ক্রিসমাস এর শুভেচ্ছা, রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ক্রিসমাস ট্রি বানিয়েছেন ভাই।খুবই দারুন হয়েছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার পোস্টটি পড়ে খুবই সুন্দর মন্তব্য করেছেন আপনি।
অনেক সুন্দর হয়েছে রঙ্গিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি তৈরি । ধাপে ধাপে বর্ণনা ও মার্কডাউন করেছেন অনেক সুন্দর ভাবে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার পোস্ট টি পড়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি।
ওয়াও আপনি অনেক সুন্দরভাবে ক্রিসমাসট্রি তৈরি করেছে ভাইয়া । আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আপনি খুব সুন্দর ভাবে ধাপে-ধাপে তুলে ধরেছেন। যার মাধ্যমে আমি খুব সহজেই শিখতে পারলাম আপনি ক্রিসমাস ট্রি কিভাবে তৈরি করেছেন।
ভাইয়া আপনাদের ভালোলাগার মধ্যেই আমার কাজের সার্থকতা নিহিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া ক্রিসমাস টি এর উপর স্টারটি খুবই সুন্দর হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
নতুনত্বের মধ্যে আপনার ক্রিসমাস ট্রি অনেক সুন্দর হয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আপনার উপস্থাপনা গুণা এবং কাজের কৌশল অনেক সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি কাজ আমাদের মাঝে তুলে ধরার জন্য। ভালোবাসা নিবেন প্রিয় ভাই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে । আমার পোস্টটি পড়ে খুবই সুন্দর মন্তব্য করেছেন আপনি।
রঙিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি টা চমৎকার হয়েছে। তবে ফুলটা দারুণ ছিল। খুবই দক্ষতার সাথে নিশ্চয়ই তৈরি করতে হয়েছে। এবং আপনার পোস্টের ভেতরের মার্কডাউনটা অসাধারণ হয়েছে। খুবই পরিপাটি ছিল। ধন্যবাদ সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।।
জ্বী ভাইয়া পোষ্টের ভেতর মার্কডাউন এর ব্যবহার জোরালো ভাবে করার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেয়ার জন্য।