দুই রকমের রঙ্গিন পোকার ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ সোমবার । ২৮ ই আগস্ট, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20230324_074015_458.jpg



সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট দুই রকমের রঙ্গিন পোকার কিছু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করছি। আমি আশা করি, দুই ধরনের রঙিন প্রকার ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি রঙ্গিন প্রকার কিছু ফটোগ্রাফি।



সুপ্রিয় বন্ধুগণ, আমাদের পরিবেশের মধ্যে এমন কিছু পোকা জাতীয় প্রাণী বসবাস করে যারা আমাদের কোন ধরনের ক্ষতি করে না, কিন্তু প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে। ঠিক তেমন একটি পোকা আপনারা নিচের ছবিতে দেখতে পারছেন। এই পোকাটির নির্দিষ্ট নাম আমার অজানা। কিন্তু পোকাটি দেখতে খুবই সুন্দর। আপনার একটু লক্ষ্য করলে দেখবেন যে পোকাটির শরীর বেশ কয়েকটি রঙ্গে মোড়ানো। অর্থাৎ একটি পোকার শরীরে বেশ কয়েকটি রং দেখা যাচ্ছে। এ ধরনের পোকাগুলো আমাদের পরিবেশের ঝড় জঙ্গলে বেশি দেখা যায়। বিশেষ করে তেলাকুচা গাছের পাতার সাথে এ ধরনের পোকা গুলো বেশি দেখা যায়। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে পোকাটির দুই পাশে তিনটি করে মোট ছয়টি পাঁ রয়েছে। এবং পোকাটির ছয়টি পায়ে বিশেষ সুন্দর একটি রং বিরাজমান রয়েছে। আসলে এ ধরনের পোকা গুলো একটু মনোযোগ সহকারে দেখলে এক ধরনের বিশেষ সৌন্দর্য উপভোগ করা সম্ভব হয়।



IMG_20230317_083641_485.jpg

IMG_20230317_083710_193.jpg

IMG_20230317_083558_880.jpg

IMG_20230317_083630_495.jpg

IMG_20230317_083547_970.jpg

IMG_20230317_083550_461.jpg

IMG_20230317_083514_757.jpg

IMG_20230317_083526_075.jpg

IMG_20230317_083504_054.jpg



এটা হচ্ছে লাল রঙের একটি রঙিন পোকা। আমাদের আশেপাশের পরিবেশে এবং ফসলের ক্ষেতে এই লাল রংয়ের পোকার প্রভাব সবচাইতে বেশি। লাল রঙের এই পোকাটি দেখতে খুবই সুন্দর কিন্তু এর সঠিক নাম আমার জানা নেই। তবে লাল রংয়ের এই পোকাটি আমাদের জন্য বেশ ক্ষতিকারক। বিশেষ করে আমাদের ফসলের খুবই ক্ষতি করে থাকে। যেমন, বিভিন্ন সবজি ফসলের ফুলগুলো খুব সহজে খেয়ে ফেলে এই লাল জাতীয় পোকা গুলো। এই লাল জাতীয় পোকা গুলোর হাত থেকে বিভিন্ন সবজির ফুল গুলো রক্ষা করার জন্য আমাদের দেশের চাষীরা নিয়মিত বিভিন্ন ধরনের বিষাক্ত বিষ স্প্রে করে। যেটা আমাদের শরীর ও পরিবেশের জন্য বেশ ক্ষতিকারক। এই লাল পোকার প্রভাব মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত সব থেকে বেশি থাকে। এছাড়া অন্যান্য সবজি ফসলের ক্ষেত্রে প্রায় সারা বছরই এই লাল পোকার প্রভাব কমবেশি থাকে। তাই সবজি চাষিরা তাদের ফসলকে এই লাল পোকার হাত থেকে রক্ষা করার জন্য বাধ্য হয়েই বিভিন্ন ধরনের বিষ স্প্রে করে।



IMG_20230324_074015_458.jpg

IMG_20230324_074026_576.jpg

IMG_20230324_074007_094.jpg

IMG_20230324_074010_980.jpg

IMG_20230324_074543_316.jpg

IMG_20230324_074530_974.jpg

IMG_20230324_074240_815.jpg

IMG_20230324_074225_146.jpg





Camera 📸 Smartphone.

সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি, দুই রকমের রঙ্গিন পোকার ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লেগেছে। রঙ্গিন পোকার ফটোগ্রাফি গুলো আমার নিজ গ্রাম থেকে তোলা হয়েছিল। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন



পোস্ট বিবরণ



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#bidyut01
কান্ট্রিবাংলাদেশ


১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আসলে আমাদের আশেপাশে অনেক পোকামাকড় রয়েছে। এর মধ্যে কিছু পোকামাকড় অনেক আমাদের জন্য ক্ষতিকর আবার কিছু পোকামাকড় অনেক উপকার করে আমাদের জন্য। আপনি দুইটি পোকার ফটোগ্রাফি দিয়েছেন এই দুটি পোকা সাধারণত আমরা আমাদের গ্রামে আশেপাশে অনেক দেখতে পায়। একটি পোকা উপকারী হলে অন্য কাউকে ক্ষতিকর। এরা গাছের কচি পাতা চুষে খায়। আপনার ফটোগ্রাফি দুটো ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

দুই ধরনের পোকার খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া।আসলে এত কাছ থেকে ফটোগ্রাফি করতে অনেক সময়ের প্রয়োজন এবং ধৈর্যের প্রয়োজন। যা আপনি খুব সহজেই করে ফেলেছেন।ফটোগ্রাফিগুলো ছিল দেখার মত।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 last year 

দুই রকম রঙিন প্রকার খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়াত করেছেন খুব সুন্দর হয়েছে আপনার ফোটোগ্রাফি গুলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অনেকদিন পর আপনার দেখা পেলাম ভাইয়া পোষ্টের মাধ্যমে। চমৎকার কিছু পোকামাকড়ের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হলেন। ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লেগেছে। আপনি ঠিক বলছেন আসলেই চলার পথে কিম্বা কোন কাজের ক্ষেত্রে গেলেই খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। যেগুলো আসলেই ফটোগ্রাফি কিংবা ভিডিও না করলেই একদম ভালো লাগে না। যেহেতু আমাদের ফটোগ্রাফি কিংবা ভিডিও নেশা এবং পেশায় পরিণত হয়ে গেছে। তো আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগলো।

 last year 

বেশ চমৎকার একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। যেখানে দুইটা উপার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে দেখিয়েছেন। আসলে এই পোকাগুলো পুকুরপাড় ফসলের মাঠ অথবা বন জঙ্গলে বেশি দেখা যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46