মানুষ গড়ার কারিগর হলো শিক্ষক।

in আমার বাংলা ব্লগ11 months ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার । ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আরো একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি।

IMG_20230321_094705_816~2.jpg



সুপ্রিয় বন্ধুগণ, আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্বের সকল শিক্ষককে জানায় আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীর বুকে আমাদের পিতা-মাতার পরেই যার বা যাদের স্থান তারা হলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। একজন শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর, নতুন দেশ বা জাতি তৈরি করার কারিগর। তাই একজন শিক্ষকের মর্যাদা, সম্মান সব সময় সকলের ঊর্ধ্বে থাকে। একজন শিক্ষকের মাধ্যমেই হাজারো ছাত্র-ছাত্রীর কোমল হৃদয়ে সুন্দর জীবন গঠনের আলোর প্রদীপ শিখা জ্বলে ওঠে। একজন শিক্ষক হলেন উজ্জ্বল আলো। আর শিক্ষকের আলোয় আলোকিত হয় হাজারো ছাত্রছাত্রী। তারপর শিক্ষক তার পরিশ্রম এবং মেধা দিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে সৃষ্টি করা আলো ব্যাপকভাবে প্রসারিত করে। শিক্ষকের উজ্জ্বল আলোয় প্রতিষ্ঠিত হয়ে হাজারো ছাত্র-ছাত্রী আলোকিত করে আমাদের সমাজকে, আমাদের জাতিকে। এমনকি আলোকিত করে আমাদের পুরো বিশ্বকে। তাই আমি মনে করি, একজন শিক্ষক হলেন পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি।

সুপ্রিয় বন্ধুগণ, একজন শিক্ষক হলেন জ্ঞানের ভান্ডার। শিক্ষক তার সকল জ্ঞানগুলো পর্যায়ক্রমে তার ছাত্র-ছাত্রীদের মধ্যে বিলিয়ে দেয়। শিক্ষকের দেওয়া মহামূল্যবান জ্ঞানগুলো গ্রহণ করে আমাদের ছাত্র সমাজ সামনের দিকে অগ্রসর হওয়ার শক্তি পায়। শিক্ষকের দেওয়া উৎসাহ পেয়ে ছাত্রছাত্রীরা নতুন নতুন কল্যাণমূলক কাজ করার অনুপ্রেরণা পায়। একজন শিক্ষক হলেন সঠিক পথ প্রদর্শক। শিক্ষকরা সব সময় তার ছাত্র-ছাত্রীকে সঠিক উপদেশ দিয়ে সুন্দরের পথ দেখায়। আর পৃথিবীর বুকে শিক্ষকের দেখানো পথ যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অনুসরণ করেছে তারাই পৃথিবীর বুকে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে।

একজন শিক্ষক হলেন পৃথিবীর বুকে অন্যতম আদর্শবান ব্যক্তি। শিক্ষক তার আদর্শ দিয়ে দিনে দিনে হাজারো ছাত্র-ছাত্রীকে সুদক্ষ করে গড়ে তোলেন। একটি সমাজকে বা জাতিকে পরিচালিত করার বা নেতৃত্ব দেওয়ার যোগ্য মানুষগুলো একজন আদর্শবান শিক্ষকের মাধ্যমেই তৈরি হয়। একজন শিক্ষক তার দায়িত্ব পালনে কখনোই পিছুপা হয় না। শিক্ষকের নিরলস প্রচেষ্টার মাধ্যমেই দিনে দিনে একটি জাতি শিক্ষিত জাতিতে পরিণত হয়। শিক্ষকের দেওয়া মহামূল্যবান শিক্ষা গ্রহণ করে একটি দেশের শিক্ষার্থীরা তার দেশকে আরো বেশি উন্নতির দিকে অগ্রসর করতে সক্ষম হয়। তাই একটি দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জনে একজন শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য।

সুপ্রিয় বন্ধুগণ, আমরা তো সবাই কোন না কোন শিক্ষকের ছাত্র। একজন শিক্ষকের দেওয়া শিক্ষা গ্রহণ করেই আমরা আমাদের শিক্ষাজীবনের সামনের দিকে অগ্রসর হয়েছি। আমার হয়তো অনেকেই আমাদের শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে পদার্পণ করেছি। আমরা যে অবস্থায় থাকি না কেন আমাদের সকলের উচিত আমাদের শিক্ষকের দেওয়া উপদেশ এবং শিক্ষা বাস্তব জীবনে যথার্থভাবে কাজে লাগানো। একই সাথে আমাদের সকলের উচিত, আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের সকল শিক্ষকের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে, আমাদের আচরণ কিংবা আমাদের কথাবার্তা দ্বারা আমাদের গুরুজন শিক্ষকেরা যেন কোনভাবেই কষ্ট না পায়। যাহোক, আসুন আজকের এই বিশ্ব শিক্ষক দিবসে আমাদের শিক্ষকদের যথার্থভাবে সম্মান করি এবং শিক্ষকের দেওয়া শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগিয়ে আমাদের জীবনকে আরো বেশি সুন্দর করে তুলি। স্যালুট জানায় পৃথিবীর সকল শিক্ষককে।

IMG_20220720_142657_016.jpg



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47