মুভি রিভিউ :- " প্রেমগীত "

in আমার বাংলা ব্লগlast year



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।





আজ বুধবার। ২১ ই জুন, ২০২৩ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজ আমি আপনাদের নিকট 'প্রেম গীত' মুভিটির রিভিউ উপস্থাপন করছি। আমি আশা করি, মুভিটির রিভিউ আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।

Screenshot_20230621-080644~2.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।



মুভিটির কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিম্নে উপস্থাপন করা হলো:-

মুভিটির নামপ্রেমগীত
পরিচালকদেলোয়ার জাহান ঝন্টু
অভিনয়েওমর সানি, লিমা, বাপ্পারাজ, আহমেদ শরীফ, দুলারি, দিলদার, গাংগুয়া ও অন্যান্য জন
ভাষাবাংলা
দৈর্ঘ্য০২:৩৮ মিনিট
দেশবাংলাদেশ
মুক্তি পায়১৯৯৩ সালে


মুভিটির সারসংক্ষেপ।


Screenshot_20230621-080740~2.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।

প্রেম গীত মুভিটির শুরুতেই দেখা যায় যে, রাজু নামের একটি ছেলে সুন্দর করে বাঁশি বাজানোর কাজে ব্যস্ত ছিল। ঠিক এমন মুহূর্তে তার মা একজন জমিদারকে বাঁচাতে গিয়ে নিজেই নিহত হয়ে যায়। তারপর জমিদার রাজু নামের ছেলেটিকে তার বাড়িতে নিয়ে যায়। কিন্তু জমিদারের ছেলে শাকিল রাজুকে কোনভাবেই সহ্য করতে পারিনি। সুযোগ পেলেই শাকিল রাজুর উপর চড়াও হতো এবং নির্যাতন করতো। কিন্তু শাকিল এর বোন ময়ূরী রাজুর উপর সবসময় সদয় আচরণ করতো এবং রাজুকে তার খুব ভালো লাগতো। একদিন জমিদার শাকিলের খারাপ আচরণের কারণে মারা যায়। আর তখন থেকে শাকিল হয়ে ওঠে জমিদার পরিবারের প্রধান- শাকিল মির্জা।


Screenshot_20230621-081054~2.jpg

Screenshot_20230621-081210~2.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।

রাজু, ময়ূরী ও শাকিল বড় হয়ে গেল। কিন্তু রাজুর উপর শাকিলের নির্যাতন কোনোভাবেই বন্ধ হলো না। এদিকে ময়ূরীর সাথে রাজুর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠলো। ময়ূরীর সাথে রাজুর ভালোবাসার সম্পর্ককে সবসময় সমর্থন করতো খান চাচা। কিন্তু শাকিল ছিল তাদের ভালোবাসার প্রধান শত্রু। তাই শাকিল খুবই কৌশল করে রাজুকে হত্যা করার চেষ্টা করলো। কিন্তু রাজু প্রাণে বেঁচে গেলেও প্রচার হয়েছিল যে রাজু মারা গেছে। রাজু মারা যাওয়ার খবর শুনে ময়ূরী খুবই মারাত্মক একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হল এবং অতীতের সমস্ত কথাগুলো সে মন থেকে হারিয়ে ফেললো। এদিকে এই মুভিতে দিলদার খুবই হাস্যকর ঘটনা ঘটাতে থাকে। আপনারা মুভিটি দেখলেই দিলদারের হাস্যকর ঘটনাগুলো দেখতে পারবেন।

Screenshot_20230621-081349~2.jpg

Screenshot_20230621-081129~2.jpg

Screenshot_20230621-081234~2.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।


Screenshot_20230621-081328~2.jpg

Screenshot_20230621-081414~2.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।

একদিন ময়ূরীর সাথে ভিকির দেখা হয়। তারপর প্রথম দেখাতে ভিকি ময়ূরীর প্রেমে পড়ে। তারপর ময়ূরী নিজেও ভিকির প্রেমে পড়ে যায়। তারপর দুই পরিবারের সম্মতিতে ভিকি এবং ময়ূরীর শুভ বিবাহ হয়ে যায়। এরপর ভিকি ডাকাতের আক্রমণের শিকার হয় এবং সেখান থেকে রাজু ভিকিদের উদ্ধার করে। আর এখানে রাজু ও ভিকির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং রাজু ভিকিকে তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর রাজুর মুখ থেকে ভিকি তার জীবনের সমস্ত কথাগুলো শোনে। এরপর ভিকির সহযোগিতায় রাজু মস্ত বড় একজন গায়ক হয়ে যায়। এদিকে রাজুর সাথে ভিকির স্ত্রী অর্থাৎ ময়ূরীর দেখা হয়।


Screenshot_20230621-101858~2.jpg

Screenshot_20230621-102144~2.jpg

youtube থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়া হয়েছে।

রাজু বুঝতে পেরেছিল না যে, ময়ূরী তার অতীত সব স্মৃতি হারিয়ে ফেলেছে। একদিন ময়ূরের দেওয়া একটি সোনার বাঁশি ময়ূরের ঘরে রেখে দিয়ে আসতেই রাজু একটি কঠিন সমস্যার সম্মুখীন হয়ে গেল। তারপর ভিকি রাজু ও ময়ূরীর মধ্যে প্রেমের সম্পর্কের কথা খান চাচার কাছ থেকে সবকিছুই জানতে পারলো। তারপরে মুভিটিতে খুবই চমৎকার চমৎকার ঘটনা ঘটতে লাগলো। এক পর্যায়ে ময়ূরী তার অতীতের সমস্ত কথাগুলোই স্মরণ করতে সক্ষম হলো। তারপরে রাজু ও ময়ূরীর মধ্যে যে ঘটনা ঘটলো তার সম্পূর্ণটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে মুভিটি মনোযোগ সহকারে ভালোভাবে দেখতে হবে।


মুভিটি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত।


প্রেম গীত মুভিটি অত্যন্ত রোমান্টিকতায় পরিপূর্ণ একটি মুভি। মুভিটিতে ভালোবাসার বিষয়টি চমৎকারভাবে ফুটে উঠেছে। বিশেষ করে, একটি উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন মেয়ের সাথে একটি নিম্ন বংশের ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও সেই সম্পর্কের একপর্যায়ে করুণ পরিণতি হয়। এই মুভিটিতে ওমর সানি, বাপ্পারাজ এবং লিমা'র প্রেমের অভিনয় আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাই আমি মনে করি, প্রেম সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করতে হলে, প্রেম সম্পর্কে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হলে এবং প্রেমের পজিটিভ ও নেগেটিভ দিকটি সঠিকভাবে নির্ণয় করতে হলে এই মুভিটি একবার হলেও আমাদের দেখতে হবে। বিশেষ করে যুবক-যুবতীদের জন্য খুবই শিক্ষামূলক একটি মুভি হলো প্রেম গীত মুভিটি।


ব্যক্তিগত রেটিং

আমি মুভিটিকে ০৮/১০দিচ্ছি।



মুভিটি দেখার লিংক।





১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।


সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  
 last year 

আপনার আজকের মুভি রিভিউ দেখে ভীষণ ভালো লাগলো। যদিও এই মুভিটা অনেক পুরনো কিন্তু আমি এই মুভিটা কয়েকবার দেখেছি। বিশেষ করে আমরা আগে বিটিভিতে এই ছবিটা বেশি দেখেছি। বিশেষ করে এই মুভির একটা গান আমার ভীষণ প্রিয়। আর যখন ময়ূরীর স্মৃতি চলে যাওয়ার পরে বাপ্পারাজ এর সাথে বিয়ে হয় তখন কিন্তু ওমর সানিকে একদম ভুলে গিয়েছিল। কাহিনীটা সত্যি খুবই সুন্দর।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

এই সিনেমাটি অনেকদিন আগে দেখেছিলাম। তাছাড়া সিনেমায় ধনী-গরীবের প্রেমের বিষয়টি খুব চমৎকারভাবে উপস্থাপন করেছে এবং সবার অভিনয় খুব দুর্দান্ত ছিল। আপনার পোষ্টের মাধ্যমে ছবিটির কাহিনী আবারো একবার দেখে নিলাম। খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 last year 

প্রেম গীত মুভিটি অত্যন্ত রোমান্টিকতায় পরিপূর্ণ একটি মুভি। আগের কার এধরনের মুভি গুলো এখনো দেখলে ভীষণ ভালো লাগে। চমৎকার একটি মুভির রিভিউ করেছেন। মুভিটিতে সবাই চমৎকার অভিনয় করেছেন। বিশেষ করে ওমর সানী। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Posted using SteemPro Mobile

 last year 

ছবিটি যে কত বার দেখেছি তার কোন হিসেব নেই। বেশ সুন্দর একটি প্রেমের ছবি। তখন তো প্রেম কি বুঝতাম না। কিন্তু এখন ভালো বুঝি। আর বেশ সুন্দর করে আপনি ছবিটির রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন। আশা করি যারা ছবিটি দেখেনি তারা বেশ সুন্দর করে ছবিটির কাহিনী বুঝতে পারবে। ধন্যবাদ এত পুরানো একটি ছবির রিভিউ করার জন্য।

 last year (edited)

এই বাংলা ছায়াছবিটি অনেক আগের। যদিও এটি আমার দেখা হয়নি। রেটিং পয়েন্ট দেখে মনে হচ্ছে মুভিটি এত খারাপ না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রিভিউ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

দারুন একটা মুভি রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। পুরনো দিনের এই মুভি গুলো দেখলে যেন এখনো ভালো লাগে। আপনার মত আমিও মাঝে মাঝে এগুলো দেখে থাকি।

Posted using SteemPro Mobile

 last year 

ভাই সেই ছোট্টবেলার গল্প মনে পড়ল আপনার মুভি রিভিউ দেখে। বিটিভি টেলিভিশনে এই ধরনের মুভি দেখতাম বৃহস্পতিবার এবং শুক্রবার। সেই লেভেলের আনন্দ হতো। কিন্তু দীর্ঘ সময় পর বাংলা মুভির রিভিউ দেখে ভীষণ ভালো লাগবে ভাই। পুরানো সেই দিনের কথা ভুলা কি আর যায়। মুভিটা মনে হচ্ছে দেখেছি। দারুন লেগেছে আপনার উপস্থাপনা।

Posted using SteemPro Mobile

 last year 

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88609.56
ETH 3320.95
USDT 1.00
SBD 3.04