পিতা-মাতার নিকট সন্তান চিরঋণী।

in আমার বাংলা ব্লগ10 months ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার। ১৮ ই অক্টোবর, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20221121_125423_248.jpg



সুপ্রিয় বন্ধুগণ, পিতা-মাতার মাধ্যমে আমরা পৃথিবীর আলো দেখতে পেরেছি। সহজ কথায় বলতে গেলে, পিতা-মাতার ভালোবাসার ফসল হলো আমরা। একটি শিশু জন্ম দেওয়ার পর থেকে মাতা এবং পিতা সেই শিশুটিকে সর্বোচ্চ যত্ন করে থাকে। জন্মগ্রহণের পর মাথা এবং পিতার আদর যত্ন ছাড়া কোন শিশুই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে না। একটি সন্তান জন্ম গ্রহণের পর থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত সার্বিক আদর, স্নেহ ও যত্ন পেয়ে থাকে তার মা এবং বাবার নিকট থেকে। তাই একজন সন্তান হিসেবে আমি এবং আমরা সকলেই নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের জীবনে আমাদের পিতা-মাতার অবদান অনস্বীকার্য।

প্রতিটি সন্তান জন্মের পর থেকে পিতা-মাতার অফুরন্ত আদর, স্নেহ ও ভালবাসা গ্রহণের সাথে সাথে প্রতিটি সন্তানের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটতে থাকে। পিতা-মাতা তার সন্তানকে সুস্থ রাখতে কত কষ্টই না করে। পিতা-মাতা নিজে না খেয়ে ভালো খাবার গুলো তার সন্তানের জন্য রেখে দেয়। এমনকি ভালো খাবার গুলো তার সন্তানকে খাওয়ানোর জন্য সন্তানের পিছে পিছে ঘুরে দিনের বেশিরভাগ সময় কাটিয়ে দেয়। তারপরও পিতা-মাতা কোন ক্লান্ত অনুভব করে না। সত্যিই পৃথিবীর বুকে প্রতিটি সন্তানের জন্য তার পিতা-মাতা হলো সবচেয়ে আপনজন। আমরা যদি একটু চিন্তা করে দেখি, তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পারবো যে, আমাদের জীবনে যদি পিতা-মাতা না থাকতো তাহলে হয়তো আমাদের জীবন এতো সুন্দর হতো না। এমন কি আমরা অনেক আগেই পৃথিবী থেকে হারিয়ে যেতাম। কিন্তু আজ আমাদের পিতা-মাতার কল্যাণে আমরা পৃথিবীর বুকে কতই না সুখ অনুভব করছি। সত্যিই আমাদের জীবনে পিতা-মাতার অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। আমাদের সকলের উচিত সবসময় আমাদের পিতা-মাতাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা।

প্রতিটি সন্তান তার জীবনের প্রধান শিক্ষাগুলো পেয়ে থাকে তার পিতা-মাতার নিকট থেকে। পিতা মাতা তার সন্তানকে সব সময় সুশিক্ষা দিয়ে থাকে। যেমন ধর্মীয় অনুশাসন, সত্য কথা বলা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা ইত্যাদি সহ আরো অনেক শিক্ষা আমরা আমাদের পিতা মাতার নিকট থেকে পেয়েছি। আর পিতামাতার দেওয়া শিক্ষাগুলো আমরা আমাদের বাস্তব জীবনে যদি সঠিকভাবে বাস্তবায়ন করি তাহলে নিঃসন্দেহে আমরা সর্বক্ষেত্রে সম্মানিত হবো। শুধু তাই নয়, পিতা মাতা তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেয়ার জন্য কতই না পরিশ্রম করেন। পিতা-মাতা তার সন্তানের জন্য তাদের মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে। তারপরও তারা তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে সমস্ত ক্লান্ত গুলো ভুলে যায়। সত্যিই সৃষ্টিকর্তার পরেই সন্তানদের জন্য পরম দয়ালু হলো তার পিতা মাতা।

সন্তান যদি অসুস্থ থাকে, কিংবা সন্তান যদি দুঃখ কষ্টে থাকে তাহলে সেই দুঃখ-কষ্ট পিতা-মাতা আরো বেশি অনুভব করেন। সন্তানের দুঃখ পিতা-মাতার নিকট বিষের জ্বালার চেয়েও অধিক। আবার সন্তান যদি ভালো থাকে, সন্তানের মুখে যদি হাসি থাকে তাহলে সন্তানের হাসি পিতা-মাতার নিকট লক্ষ কোটি টাকার চেয়েও দামী। তাই একথা সুস্পষ্টভাবে প্রমাণিত যে, আমাদের জন্মদান ও লালন পালন থেকে শুরু করে আমাদের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পিতা-মাতার অবদান অনস্বীকার্য। তাই অবশ্যই আমাদের পিতা মাতাকে সব সময় শ্রদ্ধা করতে হবে এবং সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। আমাদের পিতা-মাতা আমাদের আচার-ব্যবহারে এবং কথায় যেন কোন প্রকারের কষ্ট না পায় সেদিকে শতভাগ খেয়াল রাখতে হবে। আমাদের আরো খেয়াল রাখতে হবে যে, আমাদের পিতা-মাতার পায়ের নিচে আছে আমাদের স্বর্গ। তাই আমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে তাদের যথার্থ সেবা যত্ন করে তাদেরকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে।

পিতা-মাতা হলো সন্তানের জন্য শ্রেষ্ঠ অভিভাবক। যতক্ষণ পর্যন্ত আমাদের পিতা-মাতা পৃথিবীর বুকে জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত আমরা পিতা-মাতার স্নেহের বন্ধনে আবদ্ধ। পৃথিবীর বুকে যাদের পিতামাতা নেই ঠিক তারাই এখন বুঝতে পারছে যে, পিতা-মাতা সন্তানের জন্য কত বড় নেয়ামত। তাই আসুন আমরা সবাই আমাদের পিতা মাতার সাথে সবসময় সুন্দর আচরণ করি। আমাদের জীবনে আমাদের পিতা-মাতার অবদানগুলোর শ্রদ্ধার সাথে স্বীকার করি। আমাদেরকে সব সময় মনে রাখতে হবে সন্তান হিসেবে আমরা সব সময় আমাদের পিতা-মাতার নিকট চিরঋণী। সন্তান হিসেবে পিতা-মাতার ঋণ পরিশোধ করার ক্ষমতা আমাদের নেই। আমাদের জীবন দিয়েও পিতামাতার ঋণ পরিশোধ করা অসম্ভব। তাই সন্তান হিসেবে পিতামাতাকে সব সময় শ্রদ্ধা করা আমাদের আবশ্যিক কর্তব্য। তাই আসুন আমরা সবাই আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করি ও ভালোবাসি এবং আমাদের জীবনকে সুন্দর করে তুলি। স্যালুট জানাই পৃথিবীর সকল পিতা-মাতাকে💝💝💝



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর টপিক নিয়ে পোস্ট করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত সন্তান পিতা-মাতার কাছে ঋণী থাকে। এই ঋণ কখনো শোধ করার মতো নয়। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত পিতা-মাতার অবদান সবচেয়ে বেশি। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

 10 months ago 

খুব সুন্দর পোস্ট আপু।সত্যি পিতামাতাই আমাদের অভিভাবক, বন্ধু, শিক্ষক, পিতামাতার পায়ের নিচেই স্বর্গ।পিতামাতার সাথে কোন কিছুর তুলনা হয় না।সর্বদাই পিতা মাতাকে শ্রদ্ধা করা,ভালোবাসা আমাদের সবার অত্যাবশ্যকীয়।পিতামাতার ঋণ কোন জন্মেই শোধ করা সম্ভব নয়।ধন্যবাদ আপনাকে পিতামাতা নিয়ে এতো সুন্দর পোস্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60607.86
ETH 2620.83
USDT 1.00
SBD 2.52