মাছরাঙ্গা পাখির ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ18 days ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার। ০৪ ই ডিসেম্বর, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20241204_171624_755.jpg



https://youtube.com/shorts/bo5K57ZW01k?si=TVMhkMJD_ssOVIpb



সুপ্রিয় বন্ধুগণ, আপনারা হয়তো সকলে আমার পোষ্টের মাধ্যমে জানতে পেরেছেন যে, গত কয়েকদিন আগে আমার মেজো জামাই ইন্তেকাল করেছেন। যাহোক আমার মেজো জামাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে আগামী শুক্রবার একটি দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়ার মাহফিল অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করার জন্য আমাদের আত্মীয়-স্বজনদের নিয়ে আজকে ছোট্ট একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই আলোচনা সভা শেষ করে বিকেলে বাড়িতে এসেছিলাম। আজকে মাঠের পুকুরে আসার কোন সময় ছিল না এবং মাঠে বেড়াতে আসার ইচ্ছেও ছিল না। কিন্তু হঠাৎ করেই সন্ধ্যার সামান্য আগেই এমনিতেই মাঠের পুকুরে বেড়াতে চলে আসলাম।



মাঠের কয়েকটা পুকুর দেখে যখন অন্য আরেকটি পুকুরের পাশে গেলাম তখনই পাখি ডাকার একটি আওয়াজ আমি শুনতে পেলাম। পাখির আওয়াজ শুনে আমার পুকুর পাড়ে গিয়ে দেখি, আমার পুকুরের উপর দিয়ে টাঙিয়ে রাখা জালে একটি বড় মাছরাঙ্গা পাখি বেধে গেছে। পাখিটি নিজেই মাছ শিকার করতে এসে জালে বেধে গেছে। আর জালে বেধে অত্যন্ত জটিল অবস্থায় পড়েছিল। হয়তো আর একটু দেরি হলে পাখিটিকে হয়তো বিড়ালে নয়তো অন্য কোন কিছুতে মেরে ফেলতো বা খেয়ে ফেলতো। যাহোক এরকম ঘটনা ঘটার আগেই আমি উপস্থিত হয়েছিলাম। আমার উপস্থিতি বুঝতে পেরে পাখিটি বেশ চিৎকার করে ডাকাডাকি করেছিল।



তারপর জালের ভিতর থেকে প্রথমে মাছরাঙ্গা পাখিটির দুটি ডানা বের করে আনলাম। তারপর জাল ছেড়ে মাছরাঙ্গা পাখিটির পা দুটি রক্ষা করলাম। তারপর গলায় পেচিয়ে যাওয়া জালের অংশটি ছিড়ে দিয়েছিলাম। জালের ভিতর থেকে পাখিটিকে বের করতে অনেকক্ষণ সময় লেগেছিল আমার। এরপর খুবই জটিল ভাবে মাছরাঙ্গা পাখিটির ঠোঁট জালের সাথে জড়িয়ে ছিল। অত্যন্ত সতর্কতার সাথে মাছরাঙ্গা পাখিটির ঠোঁট থেকে জাল ছিড়ে দিয়েছিলাম। তারপর পাখিটিকে পরিপূর্ণ ভাবে মুক্ত করে দিতে সক্ষম হয়েছি। পাখিটিকে যখন জালের ভিতর থেকে মুক্ত করছিলাম ঠিক সেই সময় এই ভিডিওগ্রাফিটি করেছিলাম। আশা করি ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লাগবে।





আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 18 days ago 
 18 days ago 

আজকের কাজ সম্পন্ন।

Screenshot_20241204-235505.jpg

Screenshot_20241204-235633.jpg

Screenshot_20241204-235738.jpg

 17 days ago 

শেষ পর্যন্ত আপনি মাছরাঙ্গা পাখিটিকে মুক্ত করে দিয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো। সেই সাথে খুব সুন্দর ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। মাছরাঙ্গা পাখি সামনাসামনি খুব কম দেখা হয়েছে আমার। অনেকদিন পর পাখিটা দেখলাম আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 16 days ago 

গঠনমুলক কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 16 days ago 

সবাইলে একদিন মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে।আপনার মেঝ জামাই পরপারে চলে গেছেন ওনার আত্নার শান্তিকামনা করছি।পুকুরের জালে আটকে গেছে মাছরাঙা পাখিটি ভাগ্যিস সময় মতো গিয়ে রক্ষা করেছেন নইলে অন্যকোন পশু খেয়ে নিতো বা মেরে ফেলতো পাখিটিকে।ভিডিও গ্রাফিতে মুক্ত করার দৃশ্য বেশ স্পষ্ট। ধন্যবাদ আপনাকে পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 16 days ago 

অনেক সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 95576.96
ETH 3327.61
USDT 1.00
SBD 3.30