মাছরাঙ্গা পাখির ভিডিওগ্রাফি।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ বুধবার। ০৪ ই ডিসেম্বর, ২০২৪ ইং।
আসসালামু আলাইকুম।
https://youtube.com/shorts/bo5K57ZW01k?si=TVMhkMJD_ssOVIpb
সুপ্রিয় বন্ধুগণ, আপনারা হয়তো সকলে আমার পোষ্টের মাধ্যমে জানতে পেরেছেন যে, গত কয়েকদিন আগে আমার মেজো জামাই ইন্তেকাল করেছেন। যাহোক আমার মেজো জামাইয়ের আত্মার মাগফেরাত কামনা করে আগামী শুক্রবার একটি দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়ার মাহফিল অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করার জন্য আমাদের আত্মীয়-স্বজনদের নিয়ে আজকে ছোট্ট একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই আলোচনা সভা শেষ করে বিকেলে বাড়িতে এসেছিলাম। আজকে মাঠের পুকুরে আসার কোন সময় ছিল না এবং মাঠে বেড়াতে আসার ইচ্ছেও ছিল না। কিন্তু হঠাৎ করেই সন্ধ্যার সামান্য আগেই এমনিতেই মাঠের পুকুরে বেড়াতে চলে আসলাম।
মাঠের কয়েকটা পুকুর দেখে যখন অন্য আরেকটি পুকুরের পাশে গেলাম তখনই পাখি ডাকার একটি আওয়াজ আমি শুনতে পেলাম। পাখির আওয়াজ শুনে আমার পুকুর পাড়ে গিয়ে দেখি, আমার পুকুরের উপর দিয়ে টাঙিয়ে রাখা জালে একটি বড় মাছরাঙ্গা পাখি বেধে গেছে। পাখিটি নিজেই মাছ শিকার করতে এসে জালে বেধে গেছে। আর জালে বেধে অত্যন্ত জটিল অবস্থায় পড়েছিল। হয়তো আর একটু দেরি হলে পাখিটিকে হয়তো বিড়ালে নয়তো অন্য কোন কিছুতে মেরে ফেলতো বা খেয়ে ফেলতো। যাহোক এরকম ঘটনা ঘটার আগেই আমি উপস্থিত হয়েছিলাম। আমার উপস্থিতি বুঝতে পেরে পাখিটি বেশ চিৎকার করে ডাকাডাকি করেছিল।
তারপর জালের ভিতর থেকে প্রথমে মাছরাঙ্গা পাখিটির দুটি ডানা বের করে আনলাম। তারপর জাল ছেড়ে মাছরাঙ্গা পাখিটির পা দুটি রক্ষা করলাম। তারপর গলায় পেচিয়ে যাওয়া জালের অংশটি ছিড়ে দিয়েছিলাম। জালের ভিতর থেকে পাখিটিকে বের করতে অনেকক্ষণ সময় লেগেছিল আমার। এরপর খুবই জটিল ভাবে মাছরাঙ্গা পাখিটির ঠোঁট জালের সাথে জড়িয়ে ছিল। অত্যন্ত সতর্কতার সাথে মাছরাঙ্গা পাখিটির ঠোঁট থেকে জাল ছিড়ে দিয়েছিলাম। তারপর পাখিটিকে পরিপূর্ণ ভাবে মুক্ত করে দিতে সক্ষম হয়েছি। পাখিটিকে যখন জালের ভিতর থেকে মুক্ত করছিলাম ঠিক সেই সময় এই ভিডিওগ্রাফিটি করেছিলাম। আশা করি ভিডিওগ্রাফিটি দেখে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লাগবে।
Twitter link
আজকের কাজ সম্পন্ন।
শেষ পর্যন্ত আপনি মাছরাঙ্গা পাখিটিকে মুক্ত করে দিয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো। সেই সাথে খুব সুন্দর ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। মাছরাঙ্গা পাখি সামনাসামনি খুব কম দেখা হয়েছে আমার। অনেকদিন পর পাখিটা দেখলাম আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
গঠনমুলক কমেন্ট করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
সবাইলে একদিন মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে।আপনার মেঝ জামাই পরপারে চলে গেছেন ওনার আত্নার শান্তিকামনা করছি।পুকুরের জালে আটকে গেছে মাছরাঙা পাখিটি ভাগ্যিস সময় মতো গিয়ে রক্ষা করেছেন নইলে অন্যকোন পশু খেয়ে নিতো বা মেরে ফেলতো পাখিটিকে।ভিডিও গ্রাফিতে মুক্ত করার দৃশ্য বেশ স্পষ্ট। ধন্যবাদ আপনাকে পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
অনেক সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।