গল্প :- সম্মান // পর্ব:-০৬।

in আমার বাংলা ব্লগ6 months ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার। ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

religion-2689453_1280.jpg

Source



মূর্তির মতো দাঁড়িয়ে থাকা সুজনের মুখে বিশ্রী হাসি দেখে কালু বুঝতে পারলো যে সুজনের ভূতে ধরেছে। কিন্তু বুঝেও কোন লাভ নেই, কালু তখন ব্যস্ত নিজের প্রাণ বাঁচানোর জন্য। কারণ অদ্ভুতভাবে একের পর এক কালুর শরীরে আঘাত আসতে লাগলো। কালুর মাথার চুলগুলো তো একের পর এক টেনে ছিড়ে দিতে লাগলো, অথচ কে যে এই কাজ করছে তা দেখা যাচ্ছে না। পুরো অদৃশ্যভাবে কালুর শরীরে ঠ্যাঙানি পড়তে লাগলো। নিঝুম নির্জন গভীর রাতে ধার্মিক লোকের বাগানে কলা চুরি করতে এসে সুজন তো পুরোই মূর্তি হয়ে গেল, আর কালু অদৃশ্য ভাবে মার খেতে খেতে অনেকটা দুর্বল হয়ে গেল। তারপরও কালু সেখান থেকে পালানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কালু মাটিতে হামাগুড়ি দিয়ে সামনের দিকে একটু এগোতেই অদৃশ্য ভাবে কারা যেন কালুর দুই পা ধরে টেনে সড়সড় করে সুজনের কাছে নিয়ে আসলো।

এদিকে যে চোর গুলো কালু ও সুজনের জন্য ধার্মিক লোকের সেই বাগানের অদূরে অপেক্ষা করছিল তারা বেশ সুজন ও কালুর জন্য দুশ্চিন্তায় পড়ে গেল। তাদের মধ্যে একজন ছিল রাসু চোর। সে বেশ সুঠাম দেহের অধিকারী এবং অনেক সাহসী ছিল। রাসু তাদের দলের সবাইকে নিয়ে ধার্মিক লোকের সেই বাগানে প্রবেশ করা সিদ্ধান্ত নিলো। সুজন ও কালুর দেরি দেখে তারা সকলেই রাসুর সাথে বাগানে ঢোকার জন্য রওনা হলো। তারপর চোরের দল যখন বাগানের একেবারেই কাছাকাছি চলে গেল তখন তারা অদ্ভুত কিছু শব্দ শুনতে পেল। তারপরে তারা শুনতে পেল যে, আই আই তাড়াতাড়ি আমাদের কাছে চলে আই। তারপর রাসু সহ সকলে ভাবলো যে, হয়তো সুজন ও কালু তাদের এভাবে আস্তে করে ডাকছে।

অদৃশ্য হবে ভেসে আসা ডাকে সাড়া দিয়ে রাসু সহ সকল চোররা বাগানের মধ্যে ঢুকে পড়লো। বাগানের মধ্যে ঢুকেই সকলে দেখতে পেল অত্যন্ত মোটাতাজা একটি গরু বাগানের পাতা খাচ্ছে। এমন মোটা গরু, নির্জন গভীর রাতে চোররা দেখে তো আনন্দে মাতোয়ারা। তারা ভাবতে লাগলো হয়তো সুজন ও কালু গরুটি চুরি করে এখানে রেখে গেছে। কিন্তু গরুটি কোন গাছের সাথে বাধা ছিল না। তাই রাসু সহ সকলে গরুটি যখন ধরতে গেল তখন গরুটি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো। আর চোর গুলো গরুর পিছনে পিছনে যেতে লাগলো। কিন্তু একটু যেতে না যেতেই গরুর একটি গাছের আড়লে গিয়ে অদৃশ্য হয়ে গেল।

চোরের দল প্রথমে ভাবলো হয়তো গরুটি তাদের দেখে কিছুটা দূরে চলে গেছে তাই তারা দেখতে পারছে না। তারপর তারা বাগানের এদিক সেদিক খোঁজাখুঁজি করার পরেও সেই গরুকে আর দেখা পেল না। কিন্তু হঠাৎ করেই শব্দ এলো তোমরা কাকে খুঁজছো? সে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। নির্জন বাগানে হঠাৎ করে মানুষের স্পষ্ট কণ্ঠ পেয়ে সকলেই থমকে গেল। রাসু চোর বলতে লাগলো হয়তো কেউ আমাদেরকে অনুসরণ করছে। তারপর আবার তারা শুনতে পেলো "তোমরা ওখানে দাঁড়িয়ে কেন; তোমরা সামনের দিকে চলে আসো।" তারপর চোরের দল একটু ভয়ে ভয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। একটু যেতেই তারা দেখলো যে বিশাল বড় একটা কলাবাগান এবং প্রত্যেকটা কলাগাছে বিশাল বিশাল কলার কাঁধি ঝুলছে। এতো পরিমানে কলা দেখে তারা সকলেই গরুর কথা ভুলে গেল এবং সকলের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে কলার কাঁধিতে কোপ দিতে গেল। আর কলা গাছের কাঁধিতে কোপ দিতেই সকলে মূর্তির মতো দাঁড়িয়ে গেল।

গল্পটির পঞ্চম পর্বটি পড়ার লিঙ্ক





গল্পটি চলমান থাকবে। গল্পটির সপ্তম পর্বটি আগামী সপ্তাহে শেয়ার করা হবে।


১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago 

সম্মান গল্পটার ৬ তম পর্ব টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে আমি তো বুঝতেই পারতেছি না, ধার্মিক লোকটার ওই বাগানে আসলে কি রয়েছে। সবাই তো দেখছি একেবারে মূর্তির মত হয়ে গিয়েছে কলা গুলো কাটার সময়। এখন এটাই দেখতে হবে যে এর পরবর্তীতে কি হয়। এই গল্পটা কিন্তু আমার কাছে খুব ভালোই লাগতেছে। আপনার লেখা এই গল্পটার পরবর্তী পর্ব পড়ার জন্য অপেক্ষায় থাকলাম। আশা করছি শীঘ্রই সাত তম পর্ব টা শেয়ার করবেন।

 6 months ago 

সম্মান গল্পটার প্রত্যেকটা পর্ব আমার পড়া হয়েছে, তাই ছয় তম পর্ব খুব ভালো লেগেছে। কালুর সাথে তো দেখছি বেশ আজগবি ঘটনাগুলো ঘটছিল। আর তারা আসছিল না বলে অন্যরাও যখন ভেতরে ঢুকেছিল তখন দেখছি ওদের সাথেও আজগুবি ঘটনা ঘটছিল। অর্থাৎ তারাও মুক্তির মতো হয়ে গিয়েছিল। চোরদের সাথে এরকম সব ঘটনা কেন ঘটছে এটা বুঝলাম না। এখন দেখা যাক স্যার কি বলে ছাত্র-ছাত্রীদেরকে। পরবর্তী পর্ব পড়ার জন্য অপেক্ষায় আছি এখন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66217.53
ETH 3316.11
USDT 1.00
SBD 2.70