জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ ভ্রমণ:-পর্ব-০২।

in আমার বাংলা ব্লগlast year



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ সোমবার। ১৯ ই জুন, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজ নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি।

IMG_20230212_162036_154.jpg



অযু শেষ করে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের একেবারে নিকটে চলে গেলাম। সমাধি সৌধের প্রধান গেটে বেশ কয়েকজন নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তির উপস্থিতি ছিল। তারা আমাদেরকে বিশেষ কয়েকটি দিকনির্দেশনা ছিল। বিশেষ করে সেখানে কোন ধরনের ছবি তোলা যাবে না এবং কোন ধরনের জিনিসপত্র সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না। তারপর আমরা চারজন প্রথমে বঙ্গবন্ধুর সমাধি সৌধের ভিতরে প্রবেশ করেছিলাম। আমার সঙ্গে ছিল আমার প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং ধর্মীয় শিক্ষক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে আমরা প্রথমে চারজন কবর জিয়ারতের কাজ সুসম্পন্ন করেছিলাম। তারপর জায়গাটি খুব সুন্দর হবে আমরা পর্যবেক্ষণ করে দেখেছিলাম। বঙ্গবন্ধুর কবরের পাশে তার স্ত্রী এবং তার বাবা-মায়ের কবর রয়েছে। আসলে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করা নিঃসন্দেহে আমাদের জন্য একটি সৌভাগ্যময় কাজ ছিল। তারপর পর্যায়ক্রমে আমাদের সকল শিক্ষক এবং অন্যান্য মানুষজন বঙ্গবন্ধুর সমাধিতে এসে কবর জিয়ারতের কাজ সম্পন্ন করলো।

IMG_20230212_160854_530.jpg



আমাদের জাতির জনকের কবর জিয়ারত করার পরে আমরা সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলাম যে, ফুল দিয়ে আমরা আমাদের জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। তারপর আমাদের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকেরা জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করতে লাগলো। আর আমি সেই মুহূর্তটুকু ক্যামেরাবন্দি করার কাজে ব্যস্ত ছিলাম। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মুহূর্তটুকু আমি ফটোগ্রাফি করার মধ্য দিয়ে উপভোগ করেছিলাম।

IMG_20230212_161905_451.jpg

IMG_20230212_161858_478.jpg



আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাড়িতে বসবাস করতেন ঠিক সে বাড়ির আশপাশের জায়গাগুলো আমরা সকলেই দু'চোখ ভরে দেখতে লাগলাম এবং জাতির জনককে অনুভব করতে লাগলাম। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘরবাড়ি গুলো এত সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে যে, মনে হচ্ছে এই ঘরবাড়িগুলো মানুষজনে পরিপূর্ণ হয়ে আছে। বঙ্গবন্ধুর বাড়ির চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম।

IMG_20230212_161652_864.jpg

IMG_20230212_161524_474.jpg

IMG_20230212_161736_591.jpg

IMG_20230212_161937_668.jpg

IMG_20230212_161344_151.jpg



আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাসভবনের যে কক্ষে তিনি থাকতেন জালানা দিয়ে সেই কক্ষের একটি ফটোগ্রাফি করেছিলাম। কক্ষটির মধ্যে আমাদের জাতির জনকের অসংখ্য স্মৃতি বিজড়িত ছবি টাঙ্গানো রয়েছে। একই সাথে জাতির জনকের ব্যবহৃত রাজকীয় চেয়ার টেবিল এবং খাট খুবই যত্ন করে সংরক্ষণ করা হয়েছে। আসলে জাতির জনকের ব্যবহার করা কক্ষটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। নিচের ছবিটি হল আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের থাকার কক্ষ।

IMG_20230212_162242_830.jpg



জাতির জনকের বাসভবনের পাশে রয়েছে সুন্দর একটি বাগান। আর এই বাগানের প্রধান আকর্ষণ হল শোভা বর্ধনকারী অনেকগুলো গাছের সমন্বয়ে তৈরি করা সুন্দর একটি নৌকা। অনেকগুলো জীবন্ত গাছের সমন্বয়ে তৈরি করা নৌকাটি দেখে আমরা সকলেই খুবই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ছবিতে নিশ্চয়ই আপনারাও নৌকাটি দেখতে পাচ্ছেন।

IMG_20230212_162023_714.jpg

IMG_20230212_162036_154.jpg



এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাপ-দাদাদের সেই জমিদারের বাড়িতে প্রবেশ করেছিলাম। জমিদার বাড়িটি দেখতে খুবই সুন্দর লেগেছিল। অনেক পুরনো বাড়িটি অধিক যত্ন সহকারে সংরক্ষণ করে রেখেছে বিধায় মনে হচ্ছে বাড়িটি এখনো নতুনের মতো হয়ে আছে। এই জমিদার বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি ছবি টাঙ্গানো ছিল। তারমধ্যে সবচাইতে আকর্ষণীয় ছবি ছিল, বঙ্গবন্ধুর দুই পাশে তার মা এবং বাবাকে সাথে করে নিয়ে তোলা ছবিটি। এই জমিদার বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের জাতির পিতা এবং এই বাড়িতেই তিনি আস্তে আস্তে বড় হয়ে উঠেছিলেন। জাতির জনকের শৈশব এবং কৈশোরের অনেক স্মৃতি জড়িত আছে এই জমিদার বাড়িতে।

IMG_20230212_162450_968.jpg

IMG_20230212_162759_196.jpg



এরপর আমরা সবাই সুন্দর একটি মিউজিয়াম ভ্রমন করতে চলে গেলাম। আর সে মিউজিয়াম ভ্রমণের পর্বটি আগামী সপ্তাহে আপনাদের মাঝে শেয়ার করা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভাল থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ।







১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।


সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ ভ্রমণে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ভিতরে ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। বঙ্গবন্ধুর বাড়ির চারি দিকের পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68